এবার করোনায় আক্রান্ত মাশরাফির স্ত্রী
ক্রীড়া ডেস্কএবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার স্ত্রী সুমনা হক সুমি। তবে সুমির শারীরিক অবস্থা ভালো।
সোমবার (৬ জুলাই) রাতে মাশরাফির পারিবারিক সূত্র জানায়, বর্তমানে ঢাকার বাসায় থেকে সুমি চিকিৎসা নিচ্ছেন। সুমির শারীরিক অবস্থা ভালো।
গত ২০ জুন চিকিৎসকরা জানান করোনা ভাইরাস বাসা বেঁধেছে মাশরাফি বিন মর্তুজার শরীরে। ঘরে বসে করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য ঢাকার নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি। এরই মধ্যে মাশরাফির স্ত্রী সুমিও করোনা আক্রান্ত হয়েছেন।
মাশরাফি করোনা আক্রান্ত হওয়ার দুই দিনপর তার একমাত্র ছোট ভাই মুরসালিন বিন মর্তুজা (সিজার) করোনা আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন মাশরাফি, ছোট ভাই সিজার এবং স্ত্রী সুমনা হক সুমি।
পূর্বপশ্চিম-এইচএইচ
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/3iBv1YD
Post Come trough : PURBOPOSHCIMBD