ধামরাইয়ে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভার প্রতিনিধিঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) বিকেল ৬টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গী এলাকার মৃত সহিদুলের ছেলে মো. ইয়ামিন (৩০), অপরজন একই উপজেলার ধানকোড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে সহিদুল (২২)।
এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন জানান, বিকেলে ধামরাইয়ের বালিথা এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং-৩০) দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
পূর্বপশ্চিমবিডি/আরএইচ
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/32CILN7
Post Come trough : PURBOPOSHCIMBD