বিজেপিতে যোগ দিলেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়
পূর্বপশ্চিম ডেস্কভারতের তৃণমূলের শহীদ দিবসের দিনই বিজেপিতে যোগ দিলেন সেদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ( ২১ জুলাই) মুরলি ধর সেন স্ট্রিটের রাজ্য বিজেপি অফিসে গিয়ে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন দিলীপ ঘোষ।
তার পাশাপাশি এদিন বিজেপি যোগ দেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। সর্বভারতীয় ক্রিকেট রিসার্চ ইনস্টিটিউটের কর্ণধার টি এন মান্না এবং এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার দ্বীপশিখা আদিত্য।
এর আগে নজরুলের জন্মদিনে বিজেপির মহিলার মোর্চার সভানেত্রী গ্নিমিত্রার সঙ্গে গানও করেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়।
.jpg)
পঞ্চকবির কন্যা ও পঞ্চকবির গানের পথিকৃৎ ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। গবেষণা ঋদ্ধির সংগীত চর্চার অন্যতম দিক। তিনি রবীন্দ্র-নজরুলসহ পঞ্চ কবির গান করেন। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অতুলপ্রসাদ সেন, রজনীকান্ত সেন ও দ্বিজেন্দ্রলাল রায়ের-প্রত্যেকের গানের কথা-সুর উঠে আসে ঋদ্ধির কণ্ঠে। এক সঙ্গে এই পঞ্চকবিকে নিয়ে ২০১১ সাল থেকে কাজ করছেন তিনি। এ কারণে বাংলাদেশের খ্যাতিমান অধ্যাপক ড. আনিসুজ্জামান তার নাম দিয়েছিলেন ‘পঞ্চকবির কন্যা’।
.jpg)
ঋদ্ধির ক্যারিয়ারের শুরু হয়েছিল নাটকের গান দিয়ে। বাবা অধ্যাপক সত্যপ্রকাশ চট্টোপাধ্যায় আর মা স্কুলের প্রধান শিক্ষিকা রমা চট্টোপাধ্যায়ের একমাত্র সন্তান ঋদ্ধি লেখাপড়াতেও ছিলেন অসম্ভব মেধাবী। উচ্চমাধ্যমিক পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন। ইতিহাস বিষয়ে নিয়ে ভর্তি হন লেডি ব্রেবোর্ন কলেজে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস করেন এরপর। ঋদ্ধির বাবা ফরিদপুরের আর মা রংপুরের মানুষ। সেই হিসেবে নিজেকে তিনি বাংলাদেশের মানুষ মনে করেন।
পূর্বপশ্চিমবিডি/এসএস
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/3fR9Tfh
Post Come trough : PURBOPOSHCIMBD