হেলিকপ্টারে ঢাকায় আনা সাংসদ আতাউর বিএসএমএমইউ'তে ভর্তি
৮৩ বছর বয়সী আতাউর রহমান নিউরো জটিলতায় ভুগছেন এবং তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে।
নিজস্ব প্রতিবেদকগুরুতর অসুস্থ টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আতাউর রহমান খানকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় এই তথ্য জানিয়েছে।
৮৩ বছর বয়সী আতাউর রহমান নিউরো জটিলতায় ভুগছেন এবং তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে।
জানা গেছে, আতাউর রহমান খান শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়লে তার পরীক্ষা-নিরীক্ষা করা হয়। হৃদরোগ, রক্তে লবণাক্ততা কমে যাওয়া, পেটের পিড়াসহ নানা জটিলতায় ভুগছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর একটি হেলিকপ্টার করে রাত পৌনে আটটার দিকে তাকে ঢাকায় আনা হয়।
পূর্বপশ্চিম-এইচএইচ
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/2ZZgCwP
Post Come trough : PURBOPOSHCIMBD