মেক্সিকোতে মৃত্যু ৪০ হাজার ছাড়াল
মেক্সিকোতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমছে না। অতি ছোঁয়াচে এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে ৪০ হাজার। বেড়েছে আক্রান্তের সংখ্যাও।
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্কমেক্সিকোতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমছে না। অতি ছোঁয়াচে এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে ৪০ হাজার। বেড়েছে আক্রান্তের সংখ্যাও।
সরকারি হিসেবের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২১ জুলাই) পর্যন্ত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে নতুন করে ৯১৫ জনের মৃত্যু হয়েছে। তাতে কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৪০০।
চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ মেক্সিকোতে প্রথম ধরা পড়ে গত ২৮ ফেব্রুয়ারি। দেশটিতে শনাক্তের সংখ্যা এরই মধ্যে ছাড়িয়েছে ৩ লাখ ৫৬ হাজার। বৈশ্বিক আক্রান্তের তালিকায় সপ্তমস্থানে আছে দেশটি।
১২ কোটি ৭০ লাখ জনগণের দেশ মেক্সিকো লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে করোনাভাইরাস সংক্রমণের অন্যতম হটস্পট। আক্রান্ত ও মৃত্যুতে এই অঞ্চলে শীর্ষে থাকা ব্রাজিলের পরেই অবস্থান তাদের।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে, মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১৯ হাজার। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৯১ লাখ ১০ হাজার।
পূর্বপশ্চিমবিডি/এইচ
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/2OKeOmn
Post Come trough : PURBOPOSHCIMBD