করোনায় আক্রান্ত চিকিৎসককে হেলিকপ্টারে ঢাকা এনেছে বিমান বাহিনী
পূর্বপশ্চিম ডেস্ককরোনাভাইরাসে আক্রান্ত ফরিদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শফিক উর রহমানকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর জানায়, করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ডা. শফিক উর রহমানকে বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় নিয়ে আসা হয়। সোমবার (১৩ জুলাই) বিকাল সাড়ে চারটায় তাকে নিয়ে বিমান বাহিনীর হেলিকপ্টারটি ঢাকায় পৌঁছে। পরে তাকে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এস এম খবিরুল ইসলাম জানান, ডা. শফিক উর রহমান ৬ জুলাই করোনা আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন।তার অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে ফরিদপুর থেকে ঢাকায় এনে কুয়েত মৈত্রী হাসপাতালের আইসিউ’তে ভর্তি করা হয়।
স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ বুলেটিন অনুসারে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৬ হাজার ৮৯৪ জন। মারা গেছেন দুই হাজার ৩৯১ জন। সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৩১৭ জন। আক্রান্তদের মধ্যে বিপুলসংখ্যক চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী রয়েছেন। মৃতদের মধ্যেও রয়েছেন অনেক চিকিৎসক।
পূর্বপশ্চিমবিডি/এসএস
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/2DzN1T3
Post Come trough : PURBOPOSHCIMBD