রাজধানীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ছিনতাইকারী নিহত
সারাদেশ
নিজস্ব প্রতিবেদকরাজধানীর খিলক্ষেতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ছিনতাইকারী নিহত হয়েছে বলে জানিয়েছে খিলক্ষেত থানা পুলিশ। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। সোমবার (৬ জুলাই) দিনগত রাত আনুমানিক ১টার দিকে খিলক্ষেতের কুড়াতলি এলাকায় এ ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, রাতে ছিনতাইকারী চক্রের দুই সদস্য ছিনতাইয়ের প্রস্তুতিকালে পুলিশের ব্যারিকেডের সামনে পড়ে। তাদের থামতে বলা হলে তারা পালানোর চেষ্টা করে এবং ছিনতাইকারী ও গোয়েন্দা পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে দুই ছিনতাইকারী নিহত হয়। তবে প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচায় জানা যায়নি।
ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
পূর্বপশ্চিমবিডি/আরএইচ
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/3iB63sc
Post Come trough : PURBOPOSHCIMBD