রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুই হাজার ৩৩১ পিস ইয়াবা, ১৪০ গ্রাম হেরোইন, ৭১২ গ্রাম গাঁজা, ২১৩ বোতল ফেনসিডিল ও ৫০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওয়ালিদ হোসেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/174708/রাজধানীতে-মাদকবিরোধী-অভিযান,-গ্রেপ্তার-৪৬
Post Come trough : PURBOPOSHCIMBD
একদিনে ৮ স্কুলছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন ইউএনও
আটটি বাল্যবিবাহের ছয়টিতে কনে অপ্রাপ্তবয়স্ক ও দুইটিতে বর ও কনে উভয়ই অপ্রাপ্তবয়স্ক।
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় একদিনে ৮ ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেছেন বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়।
জানা যায়, শুক্রবার দুপুরে হতে গভীর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ গুলো বন্ধ করা হয়। আটটি বাল্যবিবাহের ছয়টিতে কনে অপ্রাপ্তবয়স্ক ও দুইটিতে বর ও কনে উভয়ই অপ্রাপ্তবয়স্ক। বাল্যবিবাহগুলো বন্ধ করে সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। প্রত্যেক প্রযোজ্য ক্ষেত্রে বর ও কনের বাবার কাছ থেকে বর ও কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়।
বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন বেলকুচি থানার উপপরিদর্শক রবিউল, সহকারী উপপরিদর্শক জহুরুল ইসলাম,এ এসআই মোস্তাফিজ, পেশকার মো. হাফিজ উদ্দিন, বেলকুচি থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
এর আগেও ইউএনও মো. আনিসুর রহমান সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও ইউএনও বেলকুচি হিসেবে কর্মকালীন সময়ে ৩ বার একই দিনে ৭টি বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছিলেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/174706/একদিনে-৮-ছাত্রীকে-বাল্যবিবাহ-থেকে-রক্ষা-করলেন-ইউএনও
Post Come trough : PURBOPOSHCIMBD
প্রশাসনে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। শনিবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৯৮ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে আদেশ জারি করা হয়েছে।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার প্রায় ১০ হাজার একর ফসলি জমি পানিতে তলিয়ে রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানাবৃষ্টি ও মেঘনার অস্বাভাবিক জোয়ারে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে করে এক সপ্তাহ ধরে ওইসব কৃষি জমি পানির নিচে তলিয়ে থাকায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৪৫ হাজার একর জমিতে আমন আবাদ করা হয়েছে। যার মধ্যে প্রায় ১০ হাজার একর জমি এখন টানাবৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবে রয়েছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, লঘুচাপের প্রভাবে শনিবার থেকে টানাবৃষ্টির পাশাপাশি মেঘনার জোয়ারের পানি অস্বাভাবিক বাড়তে থাকে। এতে উপজেলার মেঘনা তীরবর্তী মতিরহাট, নাছিরগঞ্জ, পশ্চিম মার্টিন, হাজীগঞ্জ, চরলরেন্স, কাদিরপণ্ডিতের হাট, পশ্চিম চরলরেন্স, চরজগবন্ধু, চরফলকন ও দক্ষিণ ফলকনসহ বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চলীয় এলাকার আমন ধান খেত ও শাকসবজি পানিতে তলিয়ে যায়।
উপজেলার চরমার্টিন এলাকার কৃষক তোফায়েল আহাম্মেদ জানান, প্রায় ৩০ হাজার টাকা খরচ করে তিনি দুই একর জমিতে আমন আবাদ করেছেন। জোয়ারের নোনা পানিতে জমে থাকায় আমনের চারাগুলো এখন নষ্ট হয়ে গেছে।
চরফলকন এলাকার কৃষক মো. হানিফ জানান, চলতি মৌসুমে তিনি প্রায় পাঁচ একর জমিতে আমনের আবাদ করেছেন। সেই রোপা আমনখেত বৃষ্টি ও জোয়ারের নোনা পানিতে ডুবে রয়েছে। পানি আরও কিছুদিন জমে থাকলে রোপা আমন নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।
চরকালকিনি এলাকার কৃষক আব্দুল মন্নান জানান, জোয়ারের পানিতে তার ২০ শতক জমির শসা খেত এখন পানিতে তলিয়ে রয়েছে। যে কারণে গাছ পচে যাওয়ায় তিনি মারাত্মক ক্ষতির শিকার হয়েছেন বলে জানান।
উপজেলার চরকালকিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার ছায়েফ উল্যাহ ও পাটারীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম নুরুল আমিন রাজুসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা জানান, মেঘনার ভাঙনে বিলীন হওয়া বেড়িবাঁধ পুনর্নির্মিত না হওয়ায় জোয়ার বাড়লেই এলাকাগুলো প্লাবিত হয়ে যায়। এতে নোনা পানিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়াসহ এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইকতারুল ইসলাম জানান, প্রায় ৫০ একর শাকসবজিসহ মেঘনা তীরবর্তী বিভিন্ন এলাকার ১০ হাজার একর আমন ধান খেত এখন বৃষ্টি ও অধিক উচ্চতার জোয়ারের পানিতে ডুবে রয়েছে। অল্প সময়ের মধ্যে পানি সড়ে গেলে আমনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম হলেও শাকসবজি নষ্ট হয়ে গেছে। তাছাড়া পানি স্থায়ী হলে আমনচাষিরাও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন বলে তিনি জানান।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/174703/কমলনগরে-১০-হাজার-একর-ফসলি-জমি-পানির-নিচে
Post Come trough : PURBOPOSHCIMBD
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দাগনভূঞা উপজেলার জায়লষ্কর উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ মারা গেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শিক্ষক ইলিয়াছ জায়লস্কর ইউনিয়নের পূর্ব রামচন্দ্রপুর গ্রামের মৌলভী বাড়ির মো. আবদুস সোবহানের ছেলে।
ইলিয়াছের বড় ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এম ই ইসলাম সাফায়াত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জ্বর-কাশি ও উচ্চ রক্তচাপ জনিত সমস্যা অনুভব করলে গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হন। ১৮ সেপ্টেম্বর পরীক্ষা করা হলে তার শরীরে করোনা শনাক্ত হয়। সেদিন থেকে তিনি হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাত সাড়ে ৮টায় জায়লস্কর উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে মোল্লাঘাটা এলাকার নতুন বাড়ির সামনের কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছের মৃত্যুতে জায়লস্কর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/174702/করোনায়-স্কুল-শিক্ষকের-মৃত্যু
Post Come trough : PURBOPOSHCIMBD
বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এই সংখ্যা ২০ লাখে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ডব্লিউএইচও’র জরুরি বিষয়ক প্রধান মাইক রায়ান বলেছেন, আন্তর্জাতিক পদক্ষেপ না নিলে মৃতের সংখ্যা বাড়তেই থাকবে। বিশেষ করে করোনার ভ্যাকসিন না আসা পর্যন্ত। খবর বিবিসি।
চীনে করোনাভাইরাস (কোভিড-১৯) আবিষ্কার হওয়ার পর প্রায় নয় মাসে এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা প্রায় ১০ লাখে পৌঁছেছে উল্লেখ করে ডা. মাইক বলেন, আমরা যদি কার্যকর ব্যবস্থা গ্রহণ না করি তবে আপনি যে সংখ্যা সম্পর্কে কথা বলছেন তা কেবল কল্পনাযোগ্যই নয়, তবে দুর্ভাগ্যজনকভাবে এবং দু:খের বিষয় যে এটি অবশ্যম্ভাবী।
জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, চীনে করোনা শুরুর পর ৯ মাসে কোভিডে মৃত্যু হয়েছে ৯ লাখ ৮৫ হাজারের বেশি।
মাইক রায়ান বলেন, ইউরোপিয়ানরা নিজেদের প্রশ্ন করুক যে লকডাউনের প্রয়োজনীয়তা এড়াতে তারা যথেষ্ট পদক্ষেপ নিয়েছিল কি না?
পরীক্ষা, রোগী শনাক্তকরণ, কোয়ারেন্টাইন, আইসোলেশন, সামাজিক দূরত্ব, মাস্ক পরা ও হাত ধোঁয়ার মতো বিকল্প পদ্ধতিগুলো প্রয়োগ করা হয়েছিল কি না তাও প্রশ্ন করেছেন এই কর্মকর্তা।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/174701/করোনায়-২০-লাখ-মানুষের-মৃত্যু-হতে-পারে:-ডব্লিউএইচও
Post Come trough : PURBOPOSHCIMBD
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকাল ৫টা পর্যন্ত চলবে।
নির্বাচনের সব উপকরণ শুক্রবার বিকেলে ভোট কেন্দ্রে পাঠানো হলেও ব্যালট পেপার আজ সকালে পাঠানো হয়েছে। এ কারণে ভোট শুরু এক ঘণ্টা পিছিয়ে দিয়ে শেষে এক ঘণ্টা বাড়ানো হয়েছে বলে জানান সহকারী রিটার্নিং অফিসার মো. সাইদুর রহমান।
ভোটগ্রহণ শুরুর পর প্রথমদিকে ভোটারের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে বলে আশা প্রার্থী ও নির্বাচন কর্মকর্তাদের।
এদিকে, অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে।
এ বিষয়ে পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, ১২৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন ঘিরে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১ হাজার ১শ পুলিশ সদস্য, ১ হাজার ৫৪৮ জন আনসার সদস্য ও দুই প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। দায়িত্বে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ একাধিক টিম। থাকবে র্যাবের টহল।
প্রসঙ্গত, গত ২ এপ্রিল সাবেক এমপি ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর ২৬ সেপ্টেম্বর দিন নির্ধারণ করে নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা মিলিয়ে এই আসনের মোট ভোটার প্রায় ৩ লাখ ৮১ হাজার ১১২ জন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/174700/পাবনা-৪-আসনের-উপনির্বাচনে-ভোটগ্রহণ-চলছে
Post Come trough : PURBOPOSHCIMBD
রাজাকার সমস্যা নিয়ে জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র আ.লীগের হট্টগোল
প্রবাস ডেস্ক
জাতিসংঘে বাংলাদেশের পূর্ণ সদস্যপদ লাভের ৪৬ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক সমাবেশে রাজাকার সমস্যা নিয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে আনন্দ-সমাবেশ করতে গেলে দলে রাজাকারের অনুপ্রবেশ এর বিষয়কে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের সাথে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ নেতার কথা কাটাকাটির এক পর্যায়ে হট্টগোল সৃষ্টি হয়। উত্তেজনাকর পরিস্থিতেতে পুলিশি উপস্থিতিতে পরিবেশ শান্ত হয়। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
জাতিসংঘের সামনে আনন্দ সমাবেশ শেষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক এবং স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানকে উদ্দেশ করে বলেন, রাজাকার এবং বেসিক সদস্য কেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অনুষ্ঠানে। সিদ্দিকুর রহমানকে আগেই জানিয়ে দেয়া হয়েছিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃত্বে কেন জামাত এবং রাজাকার। এমনকি তার সদস্য নম্বরসহ (৪৪০) প্রমাণনাদি সভাপতি সিদ্দিকুর রহমানকে দেয়া হয়েছিল এক মাস পূর্বে। তারপরেও বেসিকের ওই সদস্য উপস্থিত হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সমাবেশে। তাকে দেখেই সভাপতি সিদ্দিকুর রহমানকে প্রশ্ন করেন মহিউদ্দিন দেওয়ান। তাকে বক্তব্য দেয়ার জন্য ডাকা হলেও তিনি অন্য দিকে চলে যান। মহিউদ্দিন দেওয়ান প্রশ্ন করার সাথে সাথেই অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূরুজ্জামান সরদার উত্তেজিত হয়ে বলেন, জালিয়াত এবং চোরও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে থাকতে পারবে না। এটা শুনেই প্রতিবাদী হয়ে ওঠেন মহিউদ্দিন দেওয়ান। এক পর্যায়ে দুইজনের কথা কাটাকাটি এবং অশ্লীল গালাগালিতে লিপ্ত হয়। পরে পুলিশি উপস্থিতিতে পরিবেশ নিয়ন্ত্রণে আসে।
এ ব্যাপারে মহিউদ্দিন দেওয়ানের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। স্বেচ্ছাসবেক লীগের সভাপতি নূরুজ্জামান সরদার বলেন, আমি বেসিকের সদস্য নই। এটা মহিউদ্দিন দেওয়ানের সৃষ্টি। তিনি যদি নিজে টাইপ করে চিঠি তৈরি করেন, তাতে আমার কিছুই করার নেই।
তিনি আরো বলেন, গত ২০ বছর ধরে আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি বলেন, জাতিসংঘের সামনে মহিউদ্দিন দেওয়ান আমাকে এবং আমার পরিবারকে গালাগাল করলে আমি তার প্রতিবাদ করি।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান সভাপতিত্বে এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য দেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শামছুদ্দিন আজাদ, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, দুলাল মিয়া (হাজী এনাম), মোহাম্মদ সোলায়মান আলী, শাহানারা রহমান, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের নেতা নুরুজ্জামান সরদার, সৈয়দ গোলাম কিবরিয়া জামান, কামাল হোসেন রাকিব, লিটন ও হুমায়ূন কবির প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/expatriate/174699/রাজাকার-সমস্যা-নিয়ে-জাতিসংঘের-সামনে-যুক্তরাষ্ট্র-আ.লীগের-হট্টগোল
Post Come trough : PURBOPOSHCIMBD
ইউক্রেনে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। ইউক্রেনিয়ান বিমান বাহিনীর ওই বিমান বিধ্বস্তের ঘটনায় প্রশিক্ষণার্থীসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। গুরতর আহত হয়েছেন আরো দুইজন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বলেছে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইউক্রেনের পশ্চিমের শহর খারকিভের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
উপ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টন জেরাশচেঙ্কো এএফপিকে মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। এই ঘটনাকে একটি ধাক্কা হিসেবে অভিহত করে তিনি বলেছেন, বিমানটি বিধ্বস্তের কারণ জানার চেষ্টা চলছে।
সোশ্যাল মিডিয়ায় কর্মকর্তাদের মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, আন্তোনোভ-২৬ ট্রান্সপোর্ট বিমানটি থেকে ধোয়ার কুণ্ডুলী বের হচ্ছে। বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘বেশিরভাগ (মৃত) শিক্ষার্থী’ খারকিভ ন্যাশনাল এয়ার ফোর্স ইউনিভার্সিটির।
নিখোঁজ আরো তিনজনের খোঁজ চলছে জানান জরুরি সেবা কর্মকর্তারা। আহতদের অবস্থা গুরুতর বলে ফেসবুকে নিশ্চিত করেছেন আঞ্চলিক গভর্নর ওলেকসি কুশার।
প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এই ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ উল্লেখ করে বলেছেন, সব ধরনের পরিস্থিতি ও এই ট্র্যাজেডির কারণ তদন্তে আমরা জরুরি ভিত্তিতে একটি কমিশন গঠন করতে যাচ্ছি। শনিবার খারকিভ অঞ্চলে সফর করতে পারেন তিনি।
চুহুইভ সামরিক বিমান ঘাঁটি থেকে দুই কিলোমিটার দূরে স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটের দিকে বিমানটি বিধ্বস্ত হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রেসিডেন্টের কার্যালয় জানায়, একটি ট্রেনিং ফ্লাইটের সময় এটি বিধ্বস্ত হয় বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/174698/ইউক্রেনে-সামরিক-বিমান-বিধ্বস্ত,-নিহত-২২
Post Come trough : PURBOPOSHCIMBD
কলেজ ছাত্রাবাসে তরুণী ধর্ষণ: ছাত্রলীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
সারাদেশ
সিলেট প্রতিনিধি
সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজের হোস্টেলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় কলেজ ছাত্রলীগ নেতা সাইফুরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) জ্যোতির্ময় সরকার।
এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কলেজ ক্যাম্পাসে বেড়াতে যাওয়া দম্পতিকে জোরপূর্বক ধরে নিয়ে আসে ছাত্রলীগের ৫/৬ জন নেতাকর্মী। পরে স্বামীকে আটকে রেখে নববধূকে গণধর্ষণ করে তারা। বর্তমানে ওই তরুণী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন।
রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ওই দম্পতিকে উদ্ধার করে, তবে এর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়।
এদিকে অভিযুক্তদের ধরতে রাত থেকেই সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ অভিযুক্ত এক ধর্ষকের রুম থেকে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করেছে। তবে এখন পর্যন্ত অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে শাহপরাণ থানার ওসি আব্দুল কাইয়ুম বলেন, আমরা রাতে এমসি কলেজের হোস্টেলে অভিযান চালিয়ে সাইফুর রহমানের রুম থেকে একটি পাইপগান, চারটি রামদা ও একটি চাকুসহ বিভিন্ন জিনিস উদ্ধার করেছি।
এমসি কলেজের হোস্টেল সুপার জামাল উদ্দিন বলেন, শুনেছি কারা যেন স্বামী-স্ত্রীকে আটক রাখে হোস্টেলে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
এমসি কলেজের অধ্যক্ষ সালেহ আহমদ বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তারা বিষয়টি দেখছে। তবে যতটুকু জেনেছি স্বামী-স্ত্রীকে হোস্টেলে আটক রাখা হয়েছিলো।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/174697/কলেজ-ছাত্রাবাসে-তরুণী-ধর্ষণ:-ছাত্রলীগ-নেতাসহ-৯-জনের-বিরুদ্ধে-মামলা
Post Come trough : PURBOPOSHCIMBD
বিশেষ ফ্লাইটে আজ ঢাকা ছাড়বেন সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের একাংশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এতে গত ১৬ ও ১৭ মার্চের জেদ্দার রিটার্ন টিকিটধারী যাত্রীরা আসন নিশ্চিত করা সাপেক্ষে সৌদিতে যেতে পারবেন।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন শুক্রবার রাতে বলেন, করোনা মহামারিতে সৌদি আরব থেকে বাংলাদেশে এসে আটকে পড়া প্রবাসীদের সে দেশে ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। মহামারিকালে যারা সৌদি আরবে কর্মস্থলে ফিরতে পারছিলেন না, তারা এসব ফ্লাইটে সৌদি আরবে যেতে পারবেন। এর মধ্যে জেদ্দার উদ্দেশ্যে একটি ফ্লাইট শনিবার ছেড়ে যাচ্ছে। অন্য ফ্লাইটটি পরেরদিন ২৭ সেপ্টেম্বর ঢাকা-রিয়াদ রুটে। এছাড়া, এই দুটি রুটে আরও দুটি ফ্লাইট পরিচালিত হবে আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর।
মোকাব্বির হোসেন বলেন, প্রত্যেক যাত্রীর কোভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক এবং নমুনা সংগ্রহের ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব পৌঁছতে হবে। অভ্যন্তরীণ স্টেশন-বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, রাজশাহী, সৈয়দপুর ও সিলেট থেকে কোনো যাত্রী পরিবহন করা হবে না। তাই সব যাত্রীকে ঢাকা থেকে কোভিড পরীক্ষা করতে হবে এবং ঢাকা থেকেই যাত্রা করতে হবে।
বিমান সূত্রে জানা গেছে, ফ্লাইট ছাড়ার ৬ ঘণ্টা আগে যাত্রীদের স্মার্ট ফোনসহ বিমানবন্দরে উপস্থিত হতে হবে। যাত্রীদের কোভিড-১৯ নেগেটিভ টেস্ট ফলাফলের ৬ কপি বহন করতে হবে এবং সময় গণনা শুরু হবে নমুনা সংগ্রহের সময় থেকে। যাত্রীদের সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারিকৃত কোভিড-১৯ স্বাস্থ্য সুরক্ষা নিয়ন্ত্রণ এবং পদক্ষেপগুলো মেনে সৌদি আরবে প্রবেশ করতে হবে। বিমানে বোর্ডিং এর আগে যাত্রীদের অবশ্যই সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিসক্লেইমার ফর্ম পূরণ এবং স্বাক্ষর করতে হবে। সৌদি বিমানবন্দরে প্রবেশের সঙ্গে সঙ্গে বিমানবন্দর স্বাস্থ্য নিয়ন্ত্রণ কেন্দ্রে পূরণকৃত ও স্বাক্ষরকৃত ফর্মটি জমা দিতে হবে।
সব যাত্রীকে ৭ দিন নিজ গৃহে কোয়ারেন্টাইনে থাকতে হবে। নেগেটিভ টেস্ট ফলাফলধারী চিকিৎসকদের সেল্ফ কোয়ারেন্টাই সময় শেষ করার পর আরও ৩ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। সৌদি আরবে পৌচ্ছানোর ৮ ঘণ্টার মধ্যে তাতামান অ্যাপের মাধ্যমে তাদের আবাসস্থলের অবস্থান অবহিত করতে হবে। এই অ্যাপে যাত্রীদের অবশ্যই প্রতিদিনের স্বাস্থ্য মূল্যায়ন করতে হবে।
এদিকে গত ১৮ থেকে ২০ মার্চের জেদ্দা এবং ১৮ ও ১৯ মার্চের রিয়াদের বিমানের রিটার্ন টিকেটধারী যাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ২৯ সেপ্টেম্বর ঢাকা-রিয়াদ ও ৩০ সেপ্টেম্বর ঢাকা-জেদ্দা যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/174696/সৌদি-প্রবাসীদের-ফেরাতে-বিশেষ-ফ্লাইট-আজ
Post Come trough : PURBOPOSHCIMBD
দেশের ১৯টি অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/174695/১৯-অঞ্চলে-ঝড়বৃষ্টির-সম্ভাবনা
Post Come trough : PURBOPOSHCIMBD
আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি শুক্র, ন্যায়ের দেবতা শনি মহারাজ ও দেতগুরু বৃহস্পতির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মকর রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদের মীমাংসা হবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটতে বাধ্য হবেই হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
বেকার যুবক-যুবতীদের কর্মপ্রাপ্তির আশায় হন্যে হয়ে ছুটতে হবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। শিক্ষার্থীদের হাতে নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জন করুন।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। মামলা-মোকদ্দমার রায় পক্ষে আসবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। চোর চিটিংবাজ অজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়ে যথাসর্বস্ব হারাতে হবে। সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয়-পরিজন দূরে থেকে মজা দেখবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে হাজির হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
শরীর-স্বাস্থ্যের প্রতি তীক্ষè নজর রাখা সমীচীন হবে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সঙ্গে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দিতে পারে। অবশ্য শ্রমিক কর্মচারীদের মনে মালিকপ্রীতি দেখা দেবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট থাকবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতাপ্রাপ্ত হবেন। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটতে বাধ্য হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। দীর্ঘদিনের ভাঙা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগবে। বাণিজ্যিক সফর লাভদায়ক প্রমাণিত হবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতাপ্রাপ্ত হবেন। লটারি জুয়া এড়িয়ে চলা উচিত।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকারদের মুখে হাসি ফোটাবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতাপ্র্রাপ্ত হবেন। প্রেম রোমান্স শুভ।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
হাত বাড়ালেই সফলতাপ্রাপ্ত হওয়ায় মন আনন্দে নাচবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম ফুলেফেঁপে উঠবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ প্রশস্ত হবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতাপ্রাপ্ত হবেন।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। নিত্যনতুন প্ল্যানপ্রোগ্রাম আর স্বপ্নসাধ পূরণের দিকে ধাবিত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ঠিক হবে না।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
টাকাপয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণœ হয়ে পড়বে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে। রাগ জেদ অহংকার আবেগ ক্ষতির কারণ হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল ও অচল ব্যবসা চাঙ্গা হয়ে উঠবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। শিক্ষার্থীদের হাতে নিত্যনতুন সুযোগ এসে হাজির হতে পারে। দ্বিচক্রযান বর্জন করা শ্রেয় হবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/feature/174693/আজকের-রাশিফল
Post Come trough : PURBOPOSHCIMBD
জাহাঙ্গীর আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছাত্রজিতপুর বাজারের কৃষি ব্যাংকের নিচতলায় একটি প্লাস্টিকের গোডাউনে আগুন পুড়ে বিভিন্ন প্লাস্টিক পন্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আগুন লাগলে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ছত্রাজিতপুর বাজারের আল-আমিন স্টোরের স্বত্বাধিকারী সোহেল রানার প্লাস্টিক শো-রুমে শটসার্কিট জনিত কারনে এই আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে বিভিন্ন প্লাস্টিক পন্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3j4SHo7
Post Come trough : নাচোল নিউজ
আসসালামু আলাইকুম আপনারা জানেন দই,রসমালাই এবং খিরসার অরডার নেয়ার আর মাত্র ২ দিন বাকি আছে।আর এই ২ দিন ব্যাপী আপনাদের জন্য চলবে বি... @ (https://ift.tt/3kOytPN) by Sayma Akter Tanha from the facebook group Women and e-Commerce forum ( WE )
আসসালামু আলাইকুম
আপনারা জানেন দই,রসমালাই এবং খিরসার অরডার নেয়ার আর মাত্র ২ দিন বাকি আছে।আর এই ২ দিন ব্যাপী আপনাদের জন্য চলবে বিশেষ অফা
এই ২ দিনের অরডারগুলো নিবো সরবনিম্ন রেটে।
১/কুমিল্লার অরিজিনাল মাত্রিভান্ডারের রসমালাই মাত্র ৩৫৯ টাকা কেজি।
২/ বগুড়ার বিখ্যাত দই মাত্র ১৯৯ টাকা সরাএবং
৩/বগুড়ার মজাদার ও লোভনীয় খিরসা মাত্র ৩৫৯ টাকা সরা।
আশা করছি যারা দাম বেশি বলে নিতে চান নি তারা এই সুযোগ টা মিস করবেন না।জলদি জলদি অরডার করুন এবং বুঝে নিন এই লোভনীয় অফারটি।
(Feed generated with FetchRSS) আসসালামু আলাইকুম আপনারা জানেন দই,রসমালাই এবং খিরসার অরডার নেয়ার আর মাত্র ২ দিন বাকি আছে।আর এই ২ দিন ব্যাপী আপনাদের জন্য চলবে বি... @ (https://ift.tt/3kOytPN) by Sayma Akter Tanha from the facebook group Women and e-Commerce forum ( WE )
https://ift.tt/2BCEFto e-Commerce Association of Bangladesh (e-CAB) – загальнодоступна група on Facebook