শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে শুরু হয় এ অভিযান। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
এ বিষয়ে সারওয়ার আলম জানান, অভিযানে মাছের আড়তে কিছু মাছ দীর্ঘ সময় ধরে তাজা রাখতে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। এছাড়া মাছের মধ্যে ক্ষতিকর বিভিন্ন রং ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
ভেজালবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে কারওয়ান বাজারে এ অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
পূর্বপশ্চিমবিডি/জেআর
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/173025/কারওয়ান-বাজার-মাছের-আড়তে-র্যাবের-অভিযান
Post Come trough : PURBOPOSHCIMBD
ট্রাম্প দম্ভ করে বলেন, আমিই যুবরাজ সালমানকে রক্ষা করেছি। তাকে ছেড়ে দিতে আমি কংগ্রেসকে পাশে পেয়েছিলাম। যুবরাজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে আমি তাদের থামিয়ে দিতে সক্ষম হয়েছিলাম।
আন্তর্জাতিক ডেস্ক
সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে রক্ষা করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুসন্ধানী সাংবাদিক বব উডওয়ার্ডের প্রকাশিতব্য নতুন বইয়ে এই তথ্য জানানো হয়েছে। বইটির একটি কপি হাতে পেয়েছে বিজনেস ইনসাইডার। মার্কিন সংবাদমাধ্যমটি বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক খবরে জানিয়েছে, বইটিতে বলা হয়েছে, ট্রাম্প দাবি করেন খাশোগি হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রের ব্যাপক প্রতিক্রিয়া থেকে সৌদি যুবরাজকে তিনিই রক্ষা করেন। এমনকি বিষয়টি দম্ভ করেও বলেছিলেন তিনি।
মার্কিন অনুসন্ধানী সাংবাদিক বব উডওয়ার্ডের প্রকাশিতব্য একটি বইতে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বিজনেস ইনসাইডারের প্রতিবেদনের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের অক্টোবরে খাশোগির আততায়ীর হাতে নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র সৌদি যুবরাজকে সুরক্ষা দিয়েছিল বলে ট্রাম্প দাম্ভিকতার সঙ্গে বলেছিলেন।
খাশোগির হত্যার ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের হট্টগোল লাগিয়ে দেওয়া নিয়ে উডওয়ার্ডের বইতে ট্রাম্পের একটি উদ্ধৃতি উঠে এসেছে, যাতে তিনি বলেন, আমি তাকে রক্ষা করেছি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাকে ছেড়ে দিতে আমি কংগ্রেসকে পাশে পেয়েছিলাম। যুবরাজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে আমি তাদের থামিয়ে দিতে সক্ষম হয়েছিলাম।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের কলাম লেখক খাসোগি বিয়ে সংক্রান্ত কাগজপত্র তুলতে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে গিয়ে আর ফেরত আসেননি। ৫৯ বছর বয়সী এ সাংবাদিক কনস্যুলেটের ভেতরে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। সৌদি যুবরাজের সমালোচক এ সাংবাদিক যুক্তরাষ্ট্র থেকে ইস্তাম্বুলে গিয়েছিলেন।
ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক উডওয়ার্ডকে সেসময় বলেছিলেন, যুবরাজের নির্দেশে খাশোগিকে হত্যা করা হয়েছে এটি তিনি বিশ্বাস করেন না।
যদিও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে আসে যে, এ হত্যাকাণ্ডের জন্য মোহাম্মদ বিন সালমানের সরাসরি নির্দেশ ছিল।
খাশোগি হত্যাকাণ্ডে মার্কিন আইনপ্রণেতারা ক্ষোভ প্রকাশ করলেও কংগ্রেসকে পাশ কাটিয়ে সৌদি আরবের সঙ্গে অস্ত্র চুক্তি করেন ট্রাম্প। সৌদি আরব ও আরব আমিরাতকে ৮ বিলিয়ন ডলারের মিসাইল ও অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র বিক্রির চুক্তি করেন তিনি। এই অস্ত্র চুক্তি এবং ইয়েমেনে সৌদি-আমিরাতের অভিযানের বিরুদ্ধে কংগ্রেসের তিনটি রেজুলেশন আটকে দেন তিনি।
আসছে ১৫ সেপ্টেম্বর উডওয়ার্ডের বইটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
পূর্বপশ্চিমবিডি/ এনএন
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/173024/যুবরাজ-সালমানকে-আমিই-রক্ষা-করেছি:-ট্রাম্প
Post Come trough : PURBOPOSHCIMBD
জীবনের শুরুতেই এভাবে ঝরে পড়া, ঘরের দোতলায় মিললো রহস্যজনক লাশ
রিশালের আগৈলঝাড়া উপজেলায় নিজ ঘর থেকে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্বজনরা।
নিজস্ব প্রতিবেদক
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় নিজ ঘর থেকে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। এ ঘটনায় ওই শিক্ষার্থীর স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেছেন তার বাবা। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে নুসরাত জাহান নোহা নামের ওই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা। তাকে স্থানীয় পয়সারহাট ক্লিনিকে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, নোহা স্থানীয় দারুল ফালাহ প্রি ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ওই স্কুলের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম সুমন তাকে মারধোর করে। এতে সে অপমানিত বোধ করে বাসায় ফিরেও কান্নাকাটি করে। একপর্যায়ে অভিমানে সে নিজেদের টিনশেড ঘরের দোতালায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় নোহার বাবা সুমন মিয়া বাদী হয়ে আগৈলঝাড়া থানায় বৃহস্পতিবার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ওই শিক্ষক শফিকুল ইসলাম সুমনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে বৃহস্পতিবার দুপুরে নোহার লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
পূর্বপশ্চিমবিডি/জেআর
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/173023/জীবনের-শুরুতেই-এভাবে-ঝরে-পড়া,-ঘরের-দোতালায়-মিললো-লাশ
Post Come trough : PURBOPOSHCIMBD
আরাফাত চৌধুরীর দেয়া তথ্যের সূত্র ধরে পুলিশও আরো তদন্ত করে। এরপর চারদিনের মাথায় পুলিশের গোয়েন্দা বিভাগ জিনিয়াকে উদ্ধার করে নারায়ণগঞ্জ থেকে।
পূর্বপশ্চিম ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে নিখোঁজ হওয়া ফুল বিক্রেতা শিশু জিনিয়াকে পুলিশ উদ্ধার করলেও এর সূত্র খুঁজে পেতে সহায়তা করেছিলেন এক শিক্ষার্থী।
যার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সূত্র খুঁজে পায় তার নাম হয়তো অনেকেই জানেন না।
চলতি মাসের এক তারিখে সকালের দিকে টিএসসি এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় শিশু জিনিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন সংগঠন এবং শিক্ষার্থীদের নজরে বিষয়টি এলে শিশু জিনিয়ার খোঁজে অনেকে ব্যাকুল হয়ে উঠে।
এরপর কয়েকদিন শাহবাগ থানা পুলিশ বিষয়টি নিয়ে কাজ করলেও শিশু জিনিয়াকে খুঁজে বের করার ব্যাপারে তেমন কোন অগ্রগতি হচ্ছিলো না।
অন্য অনেকের মতোই বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আরাফাত চৌধুরীর নজরে আসে। ঘটনার চারদিন পর অর্থাৎ ৫ সেপ্টেম্বর আরাফাত চৌধুরী টিএসসি এলাকায় গিয়ে বিভিন্ন লোকের সাথে কথা বলেন। এদের মধ্যে কেউ শিশু জিনিয়াকে দেখেছে কি না সে বিষয়টি জানার চেষ্টা করেন আরাফাত চৌধুরী। এছাড়া টিএসসি এলাকা ও চারপাশের রাস্তাগুলোতে যত ক্লোস সার্কিট ক্যামেরা আছে সেগুলোও শনাক্ত করেন আরাফাত চৌধুরী।
মি. চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, "আমি পাঁচ তারিখে টিএসসিতে এসে সকাল থেকে বিকেল পর্যন্ত সব প্রত্যক্ষদর্শীকে একসাথে করেছি। আমি সবার কাছ থেকে ডিটেইলস নিয়েছি - জিনিয়া কখন কোথায় বসেছে, কোথায় চটপটি খেয়েছে, ওর সাথে যারা কথা বলেছে তারা দেখতে কেমন, তাদের পরনে কী ছিল - ইত্যাদি।"
এসব তথ্য জোগাড় করে আরাফাত চৌধুরী নিজে উদ্যোগী হয়ে শাহবাগ থানা পুলিশের কাছে যান এবং তার কাছে থাকা তথ্য পুলিশকে জানান।
আরাফাত চৌধুরীর দেয়া তথ্যের সূত্র ধরে পুলিশও আরো তদন্ত করে। এরপর চারদিনের মাথায় পুলিশের গোয়েন্দা বিভাগ জিনিয়াকে উদ্ধার করে নারায়ণগঞ্জ থেকে।
ঢাকার রমনা জোনের পুলিশের সহকারী কমিশনার (এসি) এসএম শামীম বিবিসি বাংলাকে বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র আরাফাত চৌধুরী তথ্য দিয়ে সহায়তার কারণে শিশু জিনিয়াকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে।
শামীম বলেন, ছেলেটা ছিল, সবসময়ই ছিল। ও শুরু থেকেই সবজায়গায় ঘোরাঘুরি করেছে। তথ্য দিয়ে হেল্প করেছে। লোকজন সহায়তা করেছে বলেই তো আমরা উদ্ধার করতে পেরেছি। আমরা এমনিতেই পারতাম হয়তো। কিন্তু তাতে হয়তো আরো সময় লেগে যেতো। সাধারণ মানুষ তথ্য দিয়ে সহায়তা করলে পুলিশের কাজ অনেক সহজ হয়।
তিনি বলেন, পুলিশকে তথ্য দিয়ে সহায়তার ক্ষেত্রে মানুষের মধ্যে এক ধরণের 'আজন্ম ভীতি' রয়ে গেছে।
পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে তথ্য প্রদানকারীর সাথে পুলিশের একটি ভালো সম্পর্ক থাকে বলে তিনি উল্লেখ করেন। এই ঘটনাটিকে পুলিশ অপহরণ বলেই বর্ণনা করছে।
"বৈধ অভিভাবককে না বলে শিশুটিকে নিয়ে গেছে। এটা অপহরণই তো। মেয়েটাকে কাজের কথা বলে নিয়ে গেছে। তার অন্য কোন মোটিভ ছিল কি না সেটা আরেকটু সময় গেলে আমরা বুঝতে পারতাম। তার আগেই জিনিয়াকে উদ্ধার করা হয়েছে," বলেন পুলিশ কর্মকর্তা মি. শামীম।
শিশু জিনিয়া অপহরণের ঘটনায় লুপা তালুকদার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সেই নারী লুপা তালুকদার নিজেকে একজন 'সাংবাদিক' এবং একইসাথে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে 'ঘনিষ্ঠ' হিসেবে পরিচয় দেন। সূত্র: বিবিসি বাংলা
পূর্বপশ্চিমবিডি/ এনএন
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/173022/শিশু-জিনিয়া-উদ্ধার,-নেপথ্যে-ঢাবি-শিক্ষার্থী-আরাফাত
Post Come trough : PURBOPOSHCIMBD
শ্রাবন্তী বলেন, ‘মাসখানেক ধরে বাংলাদেশের পরিচিতিজনদের মাধ্যমে ওই নম্বর ব্যবহারকারীকে বের করে মেসেজ পাঠানো বন্ধ করার চেষ্টা করেছি। কিন্তু কাজ হয়নি।এখন প্রায় প্রতিদিনই ওই নম্বর থেকে অশ্লীল সব খুদে বার্তা পাঠানো হচ্ছে শ্রাবন্তীকে। উপায় না দেখে কয়েকটি মেসেজের স্ক্রিন শর্ট সংযুক্ত করে কলকাতার বাংলাদেশি ডেপুটি হাইকমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছি।
বিনোদন ডেস্ক
বাংলাদেশের একটি নম্বর থেকে দিনের পর দিন অশ্লীল সব মেসেজ (খুদে বার্তা) পাচ্ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী। বাংলাদেশের পরিচিতজনদের মাধ্যমে ওই নম্বরে যোগাযোগ করে খুদে বার্তা বন্ধ করার চেষ্টাও করেছেন তিনি। তাতে বিরক্ত করার মাত্রা আরও বেড়ে গেছে। এখন প্রায় প্রতিদিনই ওই নম্বর থেকে অশ্লীল সব খুদে বার্তা পাঠানো হচ্ছে শ্রাবন্তীকে। উপায় না দেখে গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কয়েকটি মেসেজের স্ক্রিন শর্ট সংযুক্ত করে কলকাতার বাংলাদেশি ডেপুটি হাইকমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন শ্রাবন্তী।
কলকাতা থেকে ফোনে শ্রাবন্তী জানান, বছরখানেক ধরে বাংলাদেশের একটি নম্বর থেকে তার কাছে অশ্লীল সব খুদে বার্তা পাঠানো হচ্ছে। আগে কিছু বিরতি দিয়ে পাঠানো হতো। এখন প্রায় প্রতিদিনই পাঠানো হচ্ছে। শ্রাবন্তী বলেন, ‘মাসখানেক ধরে বাংলাদেশের পরিচিতিজনদের মাধ্যমে ওই নম্বর ব্যবহারকারীকে বের করে মেসেজ পাঠানো বন্ধ করার চেষ্টা করেছি। কিন্তু কাজ হয়নি। ইদানীং মেসেজ পাঠানোর মাত্রা বেড়ে গেছে। তাই বাধ্য হয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশন নিতে ভারতে বাংলাদেশি ডেপুটি হাইকমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছি।’
কলকাতার ওই অভিনেত্রী বলেন, ‘আমরা দুই বাংলার শিল্পীরা যখন ইন্দো-বাংলা চলচ্চিত্রের উন্নয়ন নিয়ে কাজ করছি, তখন এ ধরনের আচরণ খুবই হতাশাজনক। তা ছাড়া এভাবে বিরক্ত করতে থাকলে তো আমাদের বাংলাদেশে গিয়ে কাজ করা কঠিন হয়ে যাবে।’ হতাশার স্বরে তিনি বলেন, ‘ফেসবুক বা ইনস্টাগ্রামে অনেক সময় বিরূপ মন্তব্য আসে, সেসব মেনে নেওয়া যায়। কিন্তু সরাসরি ফোনে অশ্লীল ভাষায় গালমন্দ করে মেসেজ পাঠানো খুব অন্যায়। এটা মেনে নেওয়া যায় না।’ এ ব্যাপারে কলকাতার বাংলাদেশি উপহাইকমিশনে যোগাযোগ করা হলে এক কর্মকর্তা জানিয়েছেন, শ্রাবন্তীর লিখিত অভিযোগটি তারা পেয়েছেন, যথাযথ ব্যবস্থা নিতে তারা কাজ শুরু করেছেন। ইতিমধ্যে অভিযোগপত্রটি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশে মোটামুটি জনপ্রিয় কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী। ২০১৬ সালে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে যৌথ প্রযোজনার ‘শিকারী’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ২০১৯ সালে বাংলাদেশে মুক্তি পায় শ্রাবন্তী ও তাহসান খান অভিনীত ‘যদি একদিন’ ছবিটি। কিছুদিন আগে ‘বিক্ষোভ’ নামে বাংলাদেশের আরেকটি ছবির শুটিং শেষ করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে ছবিটি। সূত্র: প্রথম আলো।
পূর্বপশ্চিমবিডি/ এনএন
Post Written by :
Original Post URL : https://ppbd.news/entertainment/173021/বাংলাদেশ-থেকে-অশ্লীল-মেসেজ,-হাইকমিশনে-শ্রাবন্তী
Post Come trough : PURBOPOSHCIMBD
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার,গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ী গ্রামে গত নভেম্বর ২০১৯ইং
এ “জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর”থেকে প্রাপ্ত নিরাপদ পানি পানের জন্য টিউবওয়ালের অকার্যকরী অবস্থা। এলাকাবাসীর অভিযোগ যখন টিউবওয়ালটি ইন্জিনিয়ার স্থাপন করে যায় তখন তারা পানি ব্যবহার করতে ও উত্তলনে অসুবিধাবোধ করছিল।তাই তারা এর কার্যকরী ব্যবস্থা গ্রহনের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কয়েকবার অভিযোগ করে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পরে ঠিক হয়ে যাবে বলে আশ্বাস দিয়ে যান।কিন্তুু গত ১০মাস পের হইয়ে গেলেও কোন টিউবওয়ালে পানি পান ও ব্যবহার করতে পারছে না।
ভুক্তভোগী মোহাম্মদ ইউনুস, মোঃ বাফাউদ্দিন , আব্দুল খালেক, আবু বকর এদের থেকে অভিযোগ পাওয়া যায় কয়েকটি টিউবওয়ালে পানি পান করতে না পেরে বাধ্য হয়ে ইউনিয়নে ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কয়েকবার অভিযোগ জানালে জনস্বাস্থ্য থেকে এসে মেকানিক্স দেখে যায় এবং পূর্ণাঙ্গ মেরামত না করে জোর পূর্বক টাকা আদায় করে নিয়ে যায়।তারপর কয়েক দিন পানি পান করতে পারলেও পরে অকেজো হয়ে যায়।
এই ব্যাপারে গোমস্তাপুর ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোঃ জামাল উদ্দীন মন্ডল এর সাথে কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি জনস্বাস্থ্যকে বিষয়টি দেখবার দায়িত্ব দিয়েছে বলে জানান।
এদিকে,”জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর”মেকানিক্স মোঃ নাইমুল এরা হাতে অভিযোগ পত্র জমা দেয়া হলেও। তিনি বলেন টিউবওয়ালে আগে পানি পান করা যাচ্ছিল আমরা দেখে এসেছি।আর এখন পানি পান করা যাচ্ছে না এবং আগে থেকে পানি পান করা যাচ্ছিল না এটা ভিত্তিহীন বক্তব্য।
আর এখন আমরা টিউবওয়ালের ভালো করা ও দেখাশুনা করা কোনটিও করত পারব না।কারণ জনস্বাস্থ্য এখন এই রকম কোন কাজ ও রক্ষনাবেক্ষণ করার দায়িত্ব বহণ করে না।আপনারা যদি কেউ মেরামত করতে চান তবে ব্যক্তিগত উদ্যোগে নিজ অর্থ দিয়ে মেরামত করে নিবেন।
এই বিষয়ে কয়েকবার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাহবুবুর রহমানের সাথে কথা বললে তিনি বিষয়টি দেখবে বলে আশ্বাস দেন। কিন্তু মেকানিক্স মোঃ শহিদুল নামে একজনকে পাঠালে তিনি পূর্ণাঙ্গভাবে মেরামত না করে চারজন এর নিকট থেকে অর্থ হাতিয়ে নিয়ে যান। তাই এলাকাবাসীর দাবি অবিলম্বে মেরামত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পূর্ণাঙ্গ ব্যবস্থা গ্রহণ করুক ।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/33lhfTd
Post Come trough : Nachole news
কিশোরগঞ্জের কুলিয়ারচরে নব- প্রতিষ্ঠিত এক বাজারে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার রামদী ইউনিয়নে
নব-প্রতিষ্ঠিত তারাকান্দি পূর্বপাড়া বাজারে এ হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনাটি ঘটে। হামলায় ৩ ক্রেতা আহত হয়। হামলার সাথে জড়িত থাকার অভিযোগে মগল মিয়া নামে ১ ব্যক্তি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রামদী ইউনিয়নের তারাকান্দি পূর্বপাড়া এলাকার কিছু ব্যবসায়ী পার্শ্ববর্তী পৌর এলাকার তারাকান্দি পুরাতন বাজারে দোকান-ঘর নির্মাণ করে ও ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিল। ব্যবসা করা অবস্থায় তারাকান্দি এলাকার কিছু লোকের অত্যচারে তারাকান্দি পূর্বপাড়ার ব্যবসায়ীরা প্রায় দুই মাস আগে ওই পুরাতন বাজার থেকে ব্যবসা ছেড়ে কিছুটা দূরে তারাকান্দি পূর্বপাড়া নামক স্থানে বেশ কয়েকটি দোকান ঘর নির্মাণ করে বাজার তৈরী করে তারা ব্যবসা পরিচালনা করে আসছিল। এতে ক্ষিপ্ত হয়ে পৌর এলাকার তারাকান্দি ও পার্শ্ববর্তী এলাকার লোকজন মগল মিয়া (৫০), সাদেক মিয়া (৪৫) ও মস্তো মিয়া (৪০) দের নেতৃত্বে ৫০-৬০ জন ব্যক্তি দেশীয় অস্ত্রাদী নিয়ে নব-প্রতিষ্ঠিত তারাকান্দি নতুন বাজারে হামলা করে আব্দুল আওয়ালের মুদির দোকান, হবি মিয়ার মুরগীর দোকান, রমজান মিয়ার চায়ের দোকান, মর্তুজ আলীর চায়ের দোকান, মামুন মিয়ার মুদির দোকান, রবিউলের মুরগীর দোকান ও সিপন দাসের সেলুন ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এতে প্রায় ১৫-২০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়। হামলায় হবি মিয়া (৪০), আনার হোসেন (৩৫) ও আঙ্গুর মিয়া (৬০) নামে তিন ক্রেতা আহত হয়। আহতদের মধ্যে আঙ্গুর মিয়া প্রাথমিক চিকিৎসা নিয়েছে। স্থানীয়রা বাকী দু’জনকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
এ ঘটনায় কুলিয়ারচর থানায় একটি মামলা রুজু হয়েছে। হামলার সাথে জড়িত থাকার অভিযোগে মগল মিয়াকে পুলিশ গ্রেফতার করে কিশোরগঞ্জের মাননীয় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3k4lRnp
Post Come trough : Nachole news
নওগাঁর বদলগাছীতে ষাট বোতল ফেন্সিডিল সহ আকাশ (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ১০ সেপ্টেম্বর রাতে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ওসি ডিবি কেএম শামসুদ্দিন এর নেতৃত্বে এসআই মোঃ সোহেল রানা, এএসআই মোঃ ফেরদৌস আলী, এএসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ বদলগাছী থানাধীন চাকরাইল এলাকা হতে পত্নীতলার গগনপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ আখতারুজ্জামান আকাশ কে ৬০ (ষাট) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরি ফেন্সিডিল ও বহনকৃত একটি ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল সহ আটক করা হয়।
এবিষয়ে ডিবির এএসআই মোঃ ফেরদৌস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃত আকাশ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা দায়ের করা হয়েছে।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2ZqI8Up
Post Come trough : Nachole news
সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা।
বৃহস্পতিবার টুইটারে ওই সামরিক গোষ্ঠীর মুখপাত্র ইয়াহইয়া সারিয়া এমন খবর দিয়েছেন বলে আল জাজিরা জানিয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকভর্তি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।
হুতি মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, ডুল-ফাক্কার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও তিনটি সামাদ-৩ ড্রোন ব্যবহার করে রিয়াদের অজ্ঞাত স্থানে হামলা চালানো হয়েছে। এদিকে নাজরান শহরে হামলা চালাতে পাঠানো ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দুটি বিস্ফোরকভর্তি ড্রোন ধ্বংস করার দাবি করেছে সৌদি আরব।
হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের বরাতে বার্তা সংস্থা এসপিএর খবরে বলা হয়, বৃহস্পতিবার ভোররাতে এসব হামলার চেষ্টা হয়। চলতি মাসে সৌদি আরবের মূলভূখণ্ডে হুতিরা একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে বলেও জোট বাহিনী জানায়।
২০১৪ সালের শেষ দিকে শিয়া হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে সুন্নি সরকারকে ক্ষমতাচ্যুত করে। এরপর তারা দেশের অধিকাংশ স্থান দখল করে নিলে ২০১৫ সালের মার্চের শেষ দিকে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে প্রতিবেশী সৌদি আরবের নেতৃত্বাধীন আরব বাহিনীগুলোর জোট।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা শুরু হওয়ার পর থেকে সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। তারপর থেকে সৌদি জোটের বেপরোয়া বোমাবর্ষণ ও বিভিন্ন পক্ষের পাল্টাপাল্টি লড়াইয়ে ক্ষতবিক্ষত হয়েছে ইয়েমেন।
চলতি বছরের প্রথমদিকে করোনাভাইরাসের কারণে দুই পক্ষের সম্মতিতে একটি সাময়িক যুদ্ধবিরতির শুরু হয়েছিল। কিন্তু মে মাসে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর থেকে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে হুতি বাহিনীর হামলা বৃদ্ধি পেয়েছে।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/2Fi9J3s
Post Come trough : Nachole news
বিউটিশিয়ানকে গণধর্ষণ, ওসি ও ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
কেরানীগঞ্জ প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকার এক বিউটিশিয়ানকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার জজ কোর্টে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচারক তাবাসুম ইসলামের আদালতে মামলাটি করা হয়।
মামলার আসামিরা হলেন- শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদরঘাটের ইজারাদার ইকবাল হোসেন, তুহিন রেজা, পুলিশের সোর্স রাহাত, জিএম সারোয়ার, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি (নিয়ন্ত্রণ) শাহদাত হোসেন, ওসি (তদান্ত) আশিকুর রহমান ও ওসি (ইনচার্জ) শাহ জামান।
মামলার বিবরণ অনুযায়ী, ২৬ জুলাই রাতে বিউটি পার্লার থেকে মীরেরবাগের বাসায় ফেরার পথে পুলিশের সোর্স রাহাত অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীকে অপহরণ করে। তাকে তিন দিন আটকে রেখে তিনিসহ ইকবাল, তুহিন ও সারোয়ার ধর্ষণ করেন।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নির্যাতিত নারী চারজনের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু আদালতে করা মামলার সাত আসামি গত সপ্তাহে ওই নারীকে অপহরণ করে রাজধানীর একটি বাড়িতে আটকে রেখে মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করেন। সেখানেও দুই দিন বাদীকে আসামিরা ধর্ষণ করেন।
এ ঘটনায় বুধবার সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। আদালত মামলাটি জুডিশিয়াল তদন্তের আদেশ দিয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/172916/বিউটিশিয়ানকে-গণধর্ষণ,-ওসি-ও-ইউপি-চেয়ারম্যানসহ-৭-জনের-বিরুদ্ধে-মামলা
Post Come trough : PURBOPOSHCIMBD
নিজ শহর পাঞ্জাবের হয়ে অন্তত দুই মৌসুম টি-টোয়েন্টি খেলার ইচ্ছে প্রকাশ করেছেন ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং। আর জানিয়েছেন, এমন সুযোগ পেলে বিদেশের কোনো লিগে খেলবেন না।
ক্রিকেটে ফেরার ব্যাপারে ইতোমধ্যে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী ও সেক্রেটারি জয় শাহা বরাবর মেইল করেছেন যুবরাজ। গত সপ্তাহে দেওয়া এই মেইলের অবশ্য এখন পর্যন্ত কোনো জবাব আসেনি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী সে দেশের ক্রিকেটারদের বিদেশের লিগে খেলার অনুমতি নেই। তবে অবসরের পর যুবরাজ কানাডায় গত আগস্টে গ্লোবাল টি-টোয়েন্টি ও আবুধাবিতে নভেম্বরে টি-টেন লিগ খেলেছিলেন। আর দেশের ক্রিকেটে ফেরার জন্য এ কারণেই অনুমতির দরকার হয়েছে।
এর আগে গত বছরের জুনে স্বীকৃত সব ধরনের ক্রিকেটকে না বলা যুবরাজ খেলাটিতে নতুন করে উৎসাহ ও উদ্দীপনা খুঁজে পেয়েছেন। পাঞ্জাবের তরুণ ক্রিকেটারদের সঙ্গে সময় কাটিয়ে এমন উৎসাহ পান তিনি। যেখানে করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন স্থগিত হওয়া ভারতের ঘরোয়া মৌসুমে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধে গত কয়েক মাসে তরুণ শুভমান গিল, অভিশেক শর্মা, প্রাভসিমরান সিং ও আনমোলপ্রিত সিংয়ের সঙ্গে কাজ করেছেন যুবরাজ।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/sports/172917/পাঞ্জাবের-হয়ে-দুই-মৌসুম-খেলতে-চান-যুবরাজ
Post Come trough : PURBOPOSHCIMBD
নওগাঁর রাণীনগরে ৬নং কালীগ্রাম ইউনিয়ন যুবদলের কর্মী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কালীগ্রাম ইউনিয়ন যুবদলের উদ্যোগে বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে আবাদপুকুর কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা যুবদলের আহবায়ক এমদাদুল হক এমদাদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোজাক্কির হোসেনের সঞ্চালচনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম জেমস, সিরাজ-এ আলম সিরাজ, ফরহাদ আলী মন্ডল, সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি গোলাম কাদের খাজা, সদস্য আমিনুল ইসলাম টুটুল, ওবাইদুর রহমান উজ্জল, আব্দুল মান্নান, কালীগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুস সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আসন্ন নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই সিদ্ধান্ত মোতাবেক ধানের শীষ প্রার্থী হিসেবে দল যাকেই মনোনয়ন দেবে তৃণমূল থেকে শুরু করে সকল পর্যায়ের বিএনপি কর্মীদের এক যোগে কাজ করতে হবে। আমরা সাধারণ মানুষদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা করবো। পূর্বের সকল রাগ ও অভিমান ভুলে গিয়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষ প্রতিককে বিজয়ী করার লক্ষ্যে কঠোর ভাবে কাজ করতে হবে। বিন্দু বিন্দু জলকনা দিয়ে সাগর বানিয়ে দেশনেত্রী বেগম জিয়াকে সকল মামলা থেকে মুক্ত করে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখার জন্য ধানের শীষের পক্ষ্যে কঠোর পরিশ্রমের কোন বিকল্প নেই।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/172915/নওগাঁর-রাণীনগরে-যুবদলের-মতবিনিময়-সভা
Post Come trough : PURBOPOSHCIMBD
আবারো একদিনে সর্বোচ্চ সংক্রমণের বিশ্বরেকর্ড ভারতের
আন্তর্জাতিক ডেস্ক
চীনের উহান থেকে করোনাভাইরাস মহামারী বিশ্বময় ছড়িয়ে পড়ার পর থেকে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের নতুন বিশ্ব রেকর্ড হয়েছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৯৫ হাজার ৭৩৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৭২ জন।
রোববার (৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৭৫ হাজার ৬২ জন। শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ লাখ ৬৫ হাজার ৮৬৩। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৭১ হাজার ৭৮৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭২ হাজার ৯৩৯ জন।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, উড়িষ্যা, আসাম ও গুজরাট।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২৭ হাজার ৭৮৭ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৮ হাজার ৯০ জন, কর্ণাটকে ৬ হাজার ৮০৮ জন, দিল্লিতে ৪ হাজার ৬৩৮ জন এবং অন্ধ্রপ্রদেশে ৪ হাজার ৬৩৪ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/172914/আবারো-একদিনে-সর্বোচ্চ-সংক্রমণের-বিশ্বরেকর্ড-ভারতের
Post Come trough : PURBOPOSHCIMBD
নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরও ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত দাঁড়ালো ৭৪০ জন। বুধবার ২৬ জনের পরীক্ষায় ২ জনের রিপোর্ট পজিটিভ আসে। গত দুদিনে নতুন ১২ জন আক্রান্ত হয়।
জেলার সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল ইসলাম জানান, মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৫৫ জনের বিপরীতে ১০ জনের দেহে করোনা আক্রান্ত হয়।
ডা. নজরুল আরও জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৮ জন, শিবগঞ্জ উপজেলায় ১ জন ও গোমস্তাপুরের ১ জন।
তিনি আরও জানান, জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন নারীসহ ১৪ জন। সুস্থ হয়েছেন ৫৬৯ জন। চিকিৎসাধীন আছেন ১৫৫ জন। এখনও ২০ জনের রিপোর্ট পাওয়া যায় নি।
এদিকে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক জেলার সকল নাগরিক কে করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মেনে চলার জোর আহবান জানান। – কপোত নবী।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/35mRF2Q
Post Come trough : নাচোল নিউজ
নেত্রকোণায় নৌকাডুবিতে এখনো অন্তত ১২ যাত্রী নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে সকাল ৮টা থেকে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের ২৭ জন সদস্য উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। এদের মধ্যে ৭ জন ডুবুরি রয়েছেন। নদীর পাড়ে অপেক্ষা করছেন নিখোঁজদের স্বজনরা। তবে এখনো নতুন করে কারো মরদেহ উদ্ধার হয়নি।
বুধবার সকালে কলমাকান্দার গুমাই নদীতে বালুবাহী ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে ৩৬ যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত উদ্ধার হয়েছে ১০ জনের মরদেহ।
ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। নিহত ৯ জনের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশায় এবং একজনের নেত্রকোণায়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3mfEtD1
Post Come trough : নাচোল নিউজ
জামালপুর অক্সিজেন দিতে না পারায় রোগীর মৃত্যুর অভিযোগ
সারাদেশ
জামালপুর প্রতিনিধি
২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক থেকে অতিরিক্ত গ্যাস বের হওয়ায় আতঙ্কে হাসপাতাল থেকে বের হয়ে গেছেন রোগী ও তাদের স্বজনরা। এ সময় অক্সিজেন দিতে না পারায় শ্বাসকষ্টে এক নারী রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
হাসপাতালে রোগীর স্বজনরা জানায়, বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার পর ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক থেকে অতিরিক্ত গ্যাস বের হয়। এ সময় শব্দ হলে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীর স্বজনরা আতঙ্কে রোগীদের নিয়ে হাসপাতাল থেকে বাইরে বের হয়ে যান। প্রায় এক ঘণ্টা বৃষ্টির মত শব্দে অক্সিজেন বের হয়ে হাসপাতালের জরুরি বিভাগের সামনের এলাকায় কুয়াশার মত সাদা হয়ে যায়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল জুড়ে। এ সময় হাসপাতালে আসা শহরের চন্দ্রা গ্রামের জহুরুল হকের স্ত্রী শ্বাসকষ্টের রোগী মর্জিনা বেগম (৫০) অক্সিজেন দিতে না পারায় মারা যায় বলে অভিযোগ করেন তার স্বজনরা।
রোগীর স্বজনরা জানান, শ্বাসকষ্টের ওই রোগী সেন্ট্রাল হাসপাতালে ছিল। সন্ধ্যার আগে তাকে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তাকে অক্সিজেন দেওয়া শুরু করেছিল। এর মধ্যে হঠাৎ আতঙ্ক ছড়ালে তারা আর অক্সিজেন দিতে পারেননি। কিছুক্ষণ পর ওই রোগী মারা যান। পরে একটি এ্যাম্বুলেন্সে হাসপাতাল থেকে ওই নারীর মৃতদেহ নিয়ে বাড়িতে ফিরেন স্বজনরা।
রোগীর স্বজনরা জানান, হঠাৎ প্রচন্ড বৃষ্টির মত শব্দে রোগী ও স্বজনরা আতঙ্কিত হন। প্রায় এক ঘণ্টা রোগী ও স্বজনরা অনেকেই ছুটাছুটি করতে থাকেন। পরে হাসপাতালের স্টোরের একজন গিয়ে গ্যাস বন্ধ করেন। পরে পরিস্থিতি শান্ত হয়।
তবে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মাহফুজুর রহমান সোহান টেলিফোনে বলেন, অতিরিক্ত গ্যাস বের হবার ঘটনা স্বাভাবিক বিষয়। এটা মাঝে মাঝেই বের হবে। এ নিয়ে আতঙ্কিত হবার কিছু নাই। এ সময় অক্সিজেন দিতে না পেরে কোন রোগীর মৃত্যুর ঘটনা সঠিক নয় বলে দাবি করেন সহকারী পরিচালক।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/172913/জামালপুর-অক্সিজেন-দিতে-না-পারায়-রোগীর-মৃত্যুর-অভিযোগ
Post Come trough : PURBOPOSHCIMBD
দেশের ২০টি অঞ্চলে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/172912/দেশের-২০-অঞ্চলে-ঝড়বৃষ্টির-সম্ভাবনা
Post Come trough : PURBOPOSHCIMBD
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে ৩টি উগ্রবাদী বই, একসেট উগ্রবাদী লিফলেট (৩৯টি) ও একটি ইয়ানতের চাঁদা আদায়ের রশিদসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়েতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) এর দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে শ্রীরামপুর গ্রামে অভিযান চালিয়ে ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ওই গ্রামের ফজর আলী মন্ডলের ছেলে কামাল উদ্দিন ওরফে কামাল (৫০) ও একই গ্রামের কামাল উদ্দিন ওরফে কামালের ছেলে রুবেল আহমেদ ওরফে রুবেল (২৬)।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে র্যাব-৫ ব্যাটালিয়ন,রাজশাহীর প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের রাজশাহী, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে ২ জেএমবি সদস্য উগ্রবাদী বই, লিফলেট ও ইয়ানতের চাঁদা আদায়ের রশিদসহ গ্রেপ্তার হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/172911/চাঁপাইনবাবগঞ্জে-২-জেএমবি-সদস্য-গ্রেপ্তার
Post Come trough : PURBOPOSHCIMBD
বর্তমানে প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। তবে শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে এই ৫০ শতাংশ টিকিটের অর্ধেক অর্থাৎ মোট আসন সংখ্যা ২৫ শতাংশ আসন কাউন্টারের মাধ্যমে বিক্রি করা যাবে এবং বাকি অর্ধেক ২৫ শতাংশ মোবাইল অ্যাপ, অনলাইন ও মোবাইলে ইস্যু করা যাবে।
সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিসি) মো. নাসির হাসান খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো স্টেশনের অনুকূলে কোনো নির্দিষ্ট শ্রেণিতে বর্তমান নিয়মে বিক্রয়কৃত মোট আসনের ৫০ শতাংশ টিকিটের সংখ্যা ছয়টির বেশি হলে কাউন্টার, অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে ইস্যু করা হবে। টিকিটের সংখ্যা অনধিক ছয়টি হলে তা শুধু অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে ইস্যু করা হবে।
‘প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট থেকে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে সংরক্ষিত থাকা ২ শতাংশ আসন বাদ দিয়ে হিসাব করতে হবে। কাউন্টার ও অ্যাপ, অনলাইন ও মোবাইল কোটায় বিক্রি না হওয়া টিকিট যাত্রার ১২০ ঘণ্টা আগে যেকোনো মাধ্যম থেকে ইস্যু করা যাবে।’
এতে আরো বলা হয়, সকাল ৮টা থেকে কাউন্টারের মাধ্যমে এবং বর্তমান নিয়ম অনুযায়ী সকাল ৬টা থেকে অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে টিকিট ইস্যু করা যাবে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/172910/কাউন্টারে-শনিবার-থেকে-মিলবে-ট্রেনের-টিকিট
Post Come trough : PURBOPOSHCIMBD
নওগাঁয় শিক্ষা অফিসের দুই কোটি টাকার অনিয়মের তদন্ত শুরু
সারাদেশ
নওগাঁ প্রতিনিধি
অবশেষে নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রায় দুই কোটি টাকার প্রকল্পে অনিয়মের বিষয় তদন্ত হচ্ছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) থেকে তদন্ত কমিটি উপজেলা শিক্ষা অফিসে এর তদন্ত করবে। কিন্তু এই তদন্তের বিষয়ে কোন সাংবাদিককে জানানো হয়নি।
জানতে চাইলে নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইউসুফ রেজা জানান, বিষয়টি তদন্ত করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন উপ-পরিচালক বৃহস্পতিবার মহাদেবপুর আসবেন। পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে তিনি বিষয়টি তদন্ত করবেন। বৃহস্পতিবার তদন্তের জন্য উভয় পক্ষকে মহাদেবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত থাকার জন্য অধিদপ্তর থেকে চিঠি দেয়া হয়েছে। তিনি বলেন, একটি পক্ষ মহাদেবপুর উপজেলা শিক্ষা অফিস সংশ্লিষ্টরা আর অপরপক্ষ সাংবাদিক। দৈনিক জনকন্ঠ পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও তিনি জানান। দৈনিক জনকন্ঠের নওগাঁর নিজস্ব সংবাদদাতা বিশ্বজিৎ সরকার মনি জানান, এখন পর্যন্ত তিনি এ সংক্রান্ত কোন চিঠি বা ফোন পাননি। উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন জাতীয়, আঞ্চলিক সংবাদপত্র ও অনলাইন পোর্টালে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়।
প্রকাশিত সংবাদে বলা হয়: নওগাঁর মহাদেবপুর উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার ও শহীদ মিনার তৈরির কোনো কাজ না করেই ‘শতভাগ প্রকল্প সম্পন্ন’ দেখিয়ে ভুয়া ভাউচার দাখিল করেছে শিক্ষা অফিস। পরে বরাদ্দের সব টাকা উত্তোলন করে রাখা হয়েছে শিক্ষা অফিসারের অ্যাকাউন্টে। উপজেলার ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ (পিইডিপি-৪) প্রকল্পে এভাবে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এখন অফিসের কর্মকর্তারা উৎকোচের বিনিময়ে প্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্টদের প্রকল্পে অনিয়ম করার সুযোগ করে দিয়েছেন বলে একাধিক বিশ্বস্ত সূত্র জানা গেছে।
উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে বিদ্যালয় মেরামত-সংস্কার ও শহীদ মিনার নির্মাণের জন্য ‘পিইডিপি-৪’ প্রকল্প নেওয়া হয়। এর আওতায় উপজেলার ৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ টাকা করে ৯৪ লাখ টাকা ও দুটি বিদ্যালয়ে দেড় লাখ টাকা করে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এছাড়া ৭৮টি বিদ্যালয়ে রুটিন মেরামত কাজের জন্য প্রতিটিতে ৪০ হাজার টাকা করে ৩১ লাখ ২০ হাজার টাকা, ১০টি বিদ্যালয়ে ওয়াশ বøক নির্মাণ কাজের জন্য প্রত্যেকটিতে ২০ হাজার টাকা করে ২ লাখ টাকা এবং নিয়মিত মেরামত বাবদ ¯িøপে ১৩৫টি বিদ্যালয়ের কোনোটিতে ৫০ হাজার টাকা ও কোনোটিতে ৭০ হাজার টাকা করে ২ কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়।
অনুসন্ধানে জানা যায়, অর্থবছরের শুরুতেই এই অর্থ বরাদ্দ করা হলেও বিদ্যালয় নির্বাচন করতে সংশ্লিষ্টরা দীর্ঘ ১০ মাস সময় ব্যয় করে। অর্থবছর শেষ হওয়ার মাত্র দেড় মাস আগে বিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করা হয়।
বিদ্যালয় সংশ্লিষ্টদের জানানো হয়, নিজের টাকায় প্রকল্পের কাজ শেষ করে ভাউচার দাখিল করতে হবে। গত ৩০ জুন এসব প্রকল্পের কাজ শেষ করার বিধান ছিল। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো প্রকল্পের কাজই সমাপ্ত হয়নি।
এদিকে কোনো কোনো বিদ্যালয়ে কাজ শুরুই হয়নি। ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের কথা থাকলেও একটিতেও শুরু হয়নি। কিন্তু তালিকাভুক্ত বিদ্যালয়গুলো থেকে কাজ ১০০ ভাগ সমাপ্ত হয়েছে বলে ভাউচার সংগ্রহ করা হয়েছে। এই ভুয়া ভাউচার দাখিল করে প্রকল্পের সব টাকা উত্তোলন করা হয়। এখন বরাদ্দের টাকা উত্তোলন করতে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে প্রতিদিন ধরনা দিচ্ছেন।
প্রকল্প তথ্যানুসারে, ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহাদেবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ টাকা করে ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু সরেজমিনে দেখা যায় বিদ্যালয়ে দুটিতে এখন পর্যন্ত কোনো কাজ শুরু করা হয়নি। ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করার কথা থাকলেও কোনো শহীদ মিনারের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আইলোন নাহার বলেন, করোনার কারণে বিদ্যালয়ে যেতে পারছি না। আমাদের বিদ্যালয়ে একটি শহীদ মিনার নির্মাণ ও বিল্ডিং রং করার কাজ রয়েছে। কিন্তু এখনো কোন কাজ শুরু করতে পারিনি। শিক্ষা অফিসে ভাউচার জমা দিয়েছি।
জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাজহারুল ইসলাম জানান, ৩০ জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে না পারলে প্রকল্পের বরাদ্দ করা টাকা ল্যাপস হয়ে যাবে এবং তা ফেরত পাঠাতে হবে। তাই তিনি অগ্রিম ভাউচার সংগ্রহ করে প্রকল্পের সমুদয় টাকা উত্তোলন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অ্যাকাউন্টে জমা রেখেছেন। প্রকল্পগুলোর কাজ শেষ হলে সেখান থেকে বিল পরিশোধ করা হবে। কিন্তু এই পরিশোধ দেখানো হবে ব্যাকডেটে ৩০ জুনের মধ্যে।
তবে সরকারি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে শিক্ষা অফিসার কীভাবে ভুয়া ভাউচার দাখিল করে শতভাগ কাজ সমাপ্তির বিল উত্তোলন করলেন, অর্থবছর শেষ হওয়ার তিন সপ্তাহ পরও বরাদ্দ করা টাকা স্কুলগুলোর মধ্যে বিতরণ না করে কিভাবে তিনি অ্যাকাউন্টে জমা রাখলেন তার কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।
নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইউসুফ রেজা জানান, ৩০ জুনের পরে কোনোক্রমেই প্রকল্পের কাজ করা যাবে না। প্রকল্পের টাকা উত্তোলন করে শিক্ষা অফিসারের অ্যাকাউন্টে রাখা বিধিসম্মত নয়। তিনি জানান, ৩০ জুনের পর প্রকল্পের অব্যয়িত টাকা ল্যাপস হিসেবে গণ্য হবে এবং তা ফেরত যাবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/172909/নওগাঁয়-শিক্ষা-অফিসের-দুই-কোটি-টাকার-অনিয়মের-তদন্ত-শুরু
Post Come trough : PURBOPOSHCIMBD