একদিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো। তার এ সফরে ঢাকা-বুদাপেস্ট একটি সমঝোতা স্মারক সই হবে। বুধবার রাত সাড়ে ১২ টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পিটার সিজার্তো বৃহস্পতিবার বেলা ১১টায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক করবেন তিনি। বিকেল পৌনে ৩টায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে হবে বৈঠক।
এসময় দু’দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বিকেল ৪ টায় দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন পিটার সিজার্তো। পরে সন্ধ্যায় তিনি ঢাকা ছেড়ে যাবেন।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2GNa9PJ
Post Come trough : নাচোল নিউজ
৬ বছর ধরে চলমান রাজধানীর পল্লবী থানায় পুলিশ হেফাজতে যুবক, ইশতিয়াক হোসেন জনিকে পিটিয়ে হত্যা মামলায় এসআই জাহিদসহ ৩ পুলিশ সদস্যের যাবজ্জীবন ও ২ সোর্সের ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ রায় দেন। নির্যাতন ও পুলিশি হেফাজতে মৃত্যু নিবারণ আইনের প্রথম কোন মামলার রায় এটি।
বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠানে পুলিশ সোর্সের অশালীন আচরণের প্রতিবাদ করায় ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি বাসা থেকে জনি ও তার ভাই রকিকে থানায় ধরে নিয়ে যায় সোর্স সুমন ও পল্লবী থানা পুলিশ। পেটানো হয় রাতভর। এক পর্যায়ে মারা যায় জনি। ভাই হত্যার বিচার চেয়ে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলা করেন রকি।
পুলিশের বিরুদ্ধে মামলা করায় পদে পদে হয়রানির শিকার হতে হয় তাদের। ৬ বছরের দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর শেষ হলো বিচার।
এ মামলায় সুষ্ঠু বিচার হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে আইনের ঊর্ধ্বে নন- এমন বার্তা পৌঁছাবে বলে আশা রাষ্ট্রপক্ষের আইনজীবী। এ মামলা সমাজে সমতা তৈরীর একটি সুযোগ বলে মনে করেন অপরাধ বিজ্ঞানীরা।
অপরাধ বিজ্ঞানী হাফিজুর রহমান কার্জন বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ মামলার রায়। এই মামলার রায়ের মাধ্যমে জনগণের মধ্যে আস্থা ফিরে আসবে।
পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যুর অভিযোগ পাওয়া যায় প্রায়ই। কিন্তু এসব ঘটনায় বিচারের কোনো নজির নেই। আর বরাবরই এসব অভিযোগ অস্বীকারের এক ধরনের সংস্কৃতি তৈরি করে ফেলেছে পুলিশ বাহিনী। মানবাধিকার সংগঠনগুলোর একান্ত প্রচেষ্টায় ২০১৩ সালে প্রথম প্রনয়ণ হয় “নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন”।
সিনহা নিহতের ঘটনায় পুলিশ সদস্যদের দিকে যখন অভিযোগের তীর, এমন প্রেক্ষাপটেই দেয়া হচ্ছে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইনে দায়ের মামলার প্রথম রায়।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/2GFda4s
Post Come trough : নাচোল নিউজ
পেঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে আমদানিকারকদের সাথে বৈঠক
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমদানিকারকগণকে কৃতিম সংকট তৈরি দাম না বাড়ানোর আহবান জানানো হয় ও দাম নিয়ন্ত্রণে অভিযানের কথা জানানো হয়।
হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে সংকট সৃষ্টি করে পেঁয়াজের মুল্য বৃদ্ধি রুখতে ও টিসিবিকে পেঁয়াজ সরবরাহ করতে হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকদের সাথে বৈঠক করেছে উপজেলা প্রশাসন ও টিসিবি।
হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। হিলি স্থলবন্দরের বিভিন্ন পেঁয়াজ আমদানিকারকগন বৈঠকে উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমদানিকারকগণকে কৃতিম সংকট তৈরি দাম না বাড়ানোর আহবান জানানো হয় ও দাম নিয়ন্ত্রণে অভিযানের কথা জানানো হয়। একইসাথে টিসিবি ৪শটন পেঁয়াজ কিনবে আগামী ১২ সেপ্টেম্বর সেই দরপত্রে যোগ দেওয়ার আহবান জানানো হয়।
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/172789/পেঁয়াজের-মূল্যবৃদ্ধি-রুখতে-আমদানিকারকদের-সাথে-বৈঠক
Post Come trough : PURBOPOSHCIMBD
প্রাণঘাতী করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় গত ২৪ ঘণ্টায় ৮৯ হাজার ৭০৬ জন আক্রান্ত হয়েছেন। একই সময় এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ১১৫ জন মারা গেছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৭৩ হাজার ৮৯০ জন। শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৩ লাখ ৭০ হাজার ১২৮। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৩ লাখ ৯৮ হাজার ৯৪৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৮৯৪ জন।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম, উড়িষ্যা ও গুজরাট।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২৭ হাজার ৪০৭ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৮ হাজার ১২ জন, কর্ণাটকে ৬ হাজার ৬৮০ জন, দিল্লিতে ৪ হাজার ৬১৮ জন এবং অন্ধ্রপ্রদেশে ৪ হাজার ৫৬০ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। সোমবার (৭ সেপ্টেম্বর) রেকর্ড সর্বাধিক ৯০ হাজার ৮০২ জন শনাক্ত হয়েছে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/172790/ভারতে-একদিনে-আক্রান্ত-প্রায়-৯০-হাজার
Post Come trough : PURBOPOSHCIMBD
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে গায়ানাকে ১০ উইকেটের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে সেইন্ট লুসিয়া।
ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩৮ বল বাকি থাকতেই ৫৫ রানে অলআউট হয়েছে গায়ানা। জবাবে মাত্র ৪.৩ ওভার ব্যাটিং করেই জয়ের বন্দরে পৌঁছে গেছে সেইন্ট লুসিয়া।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতের দ্বিতীয় ম্যাচের ইনিংসের প্রথম ওভারে জোড়া আঘাত হানেন লুসিয়ার কিউই পেসার স্কট কুগলেইন, গায়ানার রানের খাতায় তখনও দেখা যাচ্ছিল বড়সড় এক শূন্য। শুরুর এই ধাক্কা আর সামলাতে পারেনি বর্তমান রানার্সআপরা।
দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেছেন চন্দরপল হেমরাজ। এছাড়া নিকলাস পুরান ও ক্রিস গ্রিনের ব্যাট থেকে এসেছে ১১ রান। সেইন্ট লুসিয়ার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন স্কট কুগলেইন, রস্টোন চেজ, জহির হান ও মার্ক দেয়াল। এছাড়া মোহাম্মদ নাবী এবং জ্যাভেল গ্লেনের শিকার ১টি করে উইকেট।
এ রান তাড়ায় একদমই সময় নেননি সেইন্ট লুসিয়ার দুই ওপেনার মার্ক দেয়াল ও রাহকিম কর্নওয়াল। মাত্র ২৭ বলেই জিতে নেন ম্যাচ। কর্নওয়ালের ব্যাট থেকে আসে ২ চার ও ৩ ছয়ের মারে ১৭ বলে ৩২ রানের ইনিংস।
বল হাতে ২ উইকেট নেয়া দেয়াল ব্যাট হাতে ১০ বলে ১৯ রান করে জিতেছেন ম্যাচসেরার পুরষ্কার।
ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়নে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাদব চন্দ্র মনিদাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রামে অভিযুক্তের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার জাদব চন্দ্র মনিদাস (২২) উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রামের টিক্কা চন্দ্র মনিদাসের ছেলে।
পুলিশ জানায়, গত ৬ সেপ্টেম্বর (রোববার) দুপুর সাড়ে ১২টার দিকে জাদব চন্দ্র মনিদাস ওই শিশুটিকে কৌশলে ১০ টাকার প্রলোভনে লেবু ছেড়ার কথা বলে শিশুটিকে বাগানে নিয়ে যায়। পরে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার সময় ধস্তাধস্তির কারণে বাগানে থাকা ভিমরুলের চাকে আঘাত লাগে। এসময় ক্ষিপ্ত ভিমরুলের অতর্কিত কামড় ও শিশুটির চিৎকার করলে পালিয়ে যায় ওই যুবক। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানালে থানায় অভিযোগ করা হয়। এঘটনায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রামের নিজ বাড়ির সামনে থেকে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রর উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জাদব চন্দ্র মনিদাসকে গ্রেপ্তার করেছি। এঘটনায় ভুক্তভোগী ওই শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/172786/শিশু-ধর্ষণচেষ্টার-অভিযোগে-যুবক-গ্রেপ্তার
Post Come trough : PURBOPOSHCIMBD
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদ বাগানের উদ্বোধন
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে মুজিববর্ষ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে সৃজিত ছাদ বাগানে একটি বৃক্ষরোপণ করে ছাদ বাগানের উদ্ধোধন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে একটি ফলক উদ্ধোধন ও একটি বৃক্ষরোপণ করা হয়।
দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলমের উদ্যোগে জেলা হটিকালচার সেন্টারের সার্বিক সহযোগিতায় এই ছাদ বাগানে কার্যক্রম শুরু করা হয়েছে।
ছাদ বাগানে বিভিন্ন ফলজ গাছের পাশাপাশি ফুলের গাছ রোপন করা হয়। বৃক্ষ পনের পর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঞা, জেলা প্রশাসক মাহমুদুল আলমসহ জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজেষ্ট্রিট ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদর সাথে নিয়ে ছাদ বাগান পরিদর্শন করেন। পরে তিনি ছাদ বাগানে রোপন করা গাছের নাম, বৈজ্ঞানিক নাম ও রোপণের তারিখ গাছের পাশাপাশি লিখে রাখার আহবান জানান।
সাংবাদিকদের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার প্রশ্নের জবাবে তিনি বলেন, চিকিৎসকের ভাষ্য মতে তিনি আল্লাহ রহমতে অনেকটা সুস্থ আছেন। তিনি সুস্থ হয়ে আবার দেশের জাতির সেবা করবেন বলেও আশা করি।
পুলিশের তদন্তে আস্থা রয়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, পুলিশ বিষয়টি খুবই গুরুত্বের সাথে তদন্ত করছে। খুব দ্রুত সময়ের মধ্যে সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে পারবেন বলেও তিনি বিশ্বাস করেন। তবে এখন পর্যন্ত যতটুকু তদন্তের অগ্রগতি হয়েছে পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না বলে মন্তব্য করেন তিনি।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/172784/দিনাজপুর-জেলা-প্রশাসকের-কার্যালয়ের-ছাদ-বাগানের-উদ্বোধন
Post Come trough : PURBOPOSHCIMBD
৭৭তম মিনিটে সফল স্পট কিকে স্কোরলাইন ৪-২ করেন বদলি নামা অলিভিয়ে জিরুদ। ডি-বক্সে মার্সেলো ব্রোজোভিচের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে ব্রোজোভিচ ও লোভরেন দেখেন হলুদ কার্ড।
শেষ দিকে ভ্লাসিচের শট পোস্টে লেগে ফিরলে ম্যাচে ফেরা হয়নি ক্রোয়েশিয়ার। ফরাসিদের বিপক্ষে আরেকটি বড় হার নিয়ে মাঠ ছাড়ে তারা।
দিনের অন্য ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদোর নৈপুণ্যে সুইডেনকে ২-০ গোলে হারানো পর্তুগাল ও ফ্রান্সের পয়েন্ট ৬ করে। গোল পার্থক্যে গ্রুপে শীর্ষে পর্তুগিজরা। সুইডেন ও ক্রোয়েশিয়া এখনো পয়েন্টের খাতাই খুলতে পারেনি।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/sports/172785/ক্রোয়েশিয়ার-জালে-ফ্রান্সের-গোল-উৎসব
Post Come trough : PURBOPOSHCIMBD
পুত্রবধূর পরকিয়ার জেরে খুন হন বৃদ্ধা, ২ খুনি গ্রেপ্তার
নিহত জহুরা খাতুন (৯০) এর সাথে তার পুত্রবধূ রুনি’র সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদসহ কলহ লেগেই থাকত। রুনির স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে সে অন্য ছেলের সাথে পরকিয়া সম্পর্ক গড়ে তোলে।
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জহুরা খাতুন (৭০) খুনের রহস্য উদঘাটন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ২ আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তারা হলো, নিহত বৃদ্ধার ছেলে মো. ইলিয়াছ’র বউ জোসনা আরা বেগম রুনি (৩৬) ও রামপুর ইউনিয়নের বাসিন্দা মো.আশিক (২৩)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ওই বৃদ্ধ খুনের ৪ দিন পর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান।
তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যেই এ খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ। তিনি আরো বলেন, এ ঘটনার নিহতের ভাই মো. সেলিম বাদী হয়ে ৩ জনসহ অজ্ঞাত কয়েক জনকে আসামি করে (৬ সেপ্টেম্বর) রাতে মামলা দায়ের করেন।
কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা শাহীদ হোসাইন জানান, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান’র নেতৃত্বে মামলার সন্দেহভাজন আসামি আশিক ও জোসনা আরা বেগম রুনিকে ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে কৌশলে আটক করা হয়। এক পর্যায়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে জোসনা আরা বেগম রুনি এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বেচ্ছায় স্বীকার করে। পরে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালতে তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
মামলা সূত্রে জানা যায়, নিহত জহুরা খাতুন (৯০) এর সাথে তার পুত্রবধূ রুনি’র সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদসহ কলহ লেগেই থাকত। রুনির স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে সে অন্য ছেলের সাথে পরকিয়া সম্পর্ক গড়ে তোলে। পুত্রবধূ রুনি পারিবারিক কলহের জের ধরে তাহার সহযোগী গ্রেপ্তারকৃত আসামি মো. আশিক ও অপর পলাতক আসামিসহ ৫০০০ টাকার বিনিময়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত অনুমানিক ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে তার শাশুড়ি জহুরা খাতুনকে তার প্রবাসে থাকা নাতীর সাথে মোবাইল ফোনে কথা বলার অজুহাতে কৌশলে ঘর থেকে বাহির করে নিয়ে হত্যা করে। পরে বাড়ি থেকে ৪০০ মিটার পশ্চিমে ধান ক্ষেতে কাদা পানিতে মাথা ডুবিয়ে লাশ গোপন করে রাখে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খালপাড় এলাকার একটি ধান ক্ষেত থেকে জহুরা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/172783/পুত্রবধূর-পরকিয়ার-জেরে-খুন-হন-বৃদ্ধা,-২-খুনি-গ্রেপ্তার
Post Come trough : PURBOPOSHCIMBD
টানা এগারো ম্যাচে জয়। সেই সঙ্গে জামাইকা তালাওয়াসকে গুড়িয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে পৌঁছে গিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স।
ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমির মাঠে সিপিএলের প্রথম সেমিফাইনালে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নাইট রাইডার্সের অধিনায়ক কাইরন পোলার্ড।
নির্ধারিত ২০ ওভারে জামাইকা তালাওয়াসকে ১০৭ রানের বেশি তুলতে দেননি নাইট বোলাররা। ভয়ঙ্কর আন্দ্রে রাসেল এদিন মাত্র ২ রান করে সাজঘরে ফিরে যান। জামাইকার হয়ে সর্বাধিক ৪১ রান করেন বোনের।
শাহরুখ খানের শিবিরের হয়ে ৪ ওভার বল করে ৩টি উইকেট নিয়েছেন আকেয়াল হুসেন। দুই উইকেট নিয়েছেন খারি পিয়েরে। একটি করে উইকেট নিয়েছেন সুনীল নারিন ও ফওয়াদ আহমেদ।
১০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই সুনীল নারিনের উইকেট হারিয়ে ফেলে নাইট রাইডার্স। ৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর লেন্ডল সিমন্স ও টিওন ওয়েবস্টেরের মধ্যে ৯৭ রানের অপরাজিত পার্টনারশিপ হয়। ৪৪ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন সিমন্স। ৪৩ বলে ৪৪ রান করেন ওয়েবস্টের।
নাইট বোলার আকেয়াল হুসেনকে ম্যাচ সেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/sports/172782/জামাইকাকে-গুড়িয়ে-ফাইনালে-নাইট-রাইডার্স
Post Come trough : PURBOPOSHCIMBD
একাদশ শ্রেণিতে ভর্তি সময়সীমা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির কারণে স্বাস্থ্য বিধি অনুসরণের লক্ষ্যে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিকট থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রশাংসাপত্রসহ কোনো প্রকার প্রামাণ্যপত্র জমা/গ্রহণের প্রয়োজন নেই। একই কারণে পূর্ব নির্ধারিত ভর্তির সময়সীমা ১৩, ১৪ এবং ১৫ই সেপ্টেম্বর থেকে বৃদ্ধি করে ১৭ই সেপ্টেম্বরর পর্যন্ত করা হলো।
এতে আরো বলা হয়, কোভিড-১৯ মহামারির উন্নতি হলে সুবিধামত সময়ে সত্যায়িত একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রশাংসাপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা/গ্রহণ প্রদান করতে বলা হলো। তাছাড়া কোটাপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে অবশ্যই কোটা প্রাপ্তির উপযুক্ত প্রামাণ্য সনদ দাখিল সাপেক্ষে ভর্তি হতে হবে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/education/172781/একাদশে-ভর্তির-সময়-বাড়লো
Post Come trough : PURBOPOSHCIMBD
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপ পরিচালক ডা. নির্মলেন্দু চৌধুরী (৫৯) করোনা নেগেটিভ হয়েও মারা গেলেন।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, গত ২ আগস্ট বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। ৩ আগস্ট তিনি পজিটিভ হন। ৫ আগস্ট অসুস্থতা বেড়ে গেলে বগুড়া মেডিকেলে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়। সর্বশেষ অবস্থার অবনতি হলে ২২ আগস্ট তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। সেখানে চিকিত্সাধীন থাকা অবস্থায় ৮ সেপ্টেম্বর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি রংপুর মেডিক্যাল কলেজের ৭ম ব্যাচের ছাত্র ছিলেন।
বিএমএ বগুড়া শাখার সাধারণ সম্পাদক ডা. মো. রেজাউল আলম জুয়েল করোনাভাইরাসে ডা. নির্মলেন্দু চৌধুরী’র মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বিএমএ বগুড়া শাখার সদস্য ছিলেন।
এদিকে, তার মৃত্যুতে বিএমএ বগুড়া শাখার পক্ষে সভাপতি ডা. মো. মোস্তফা আলম নান্নু, সাধারণ সম্পাদক ডা. মো. রেজাউল আলম জুয়েল, সহ সভাপতি ডা. মো. জাহাঙ্গীর আলম ও ডা. আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ ডা. সামির হোসেন মিশু, যুগ্ম সম্পাদক ডা. মনিরুজ্জামান আশরাফ বিপুল গভীর শোক প্রকাশ করে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/172780/করোনা-নেগেটিভ-হয়েও-বগুড়ায়-চিকিৎসকের-মৃত্যু
Post Come trough : PURBOPOSHCIMBD
দেশের নয়টি অঞ্চলে বুধবার (৯ সেপ্টেম্বর) ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতর বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, রংপুর ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/172779/দেশের-৯-অঞ্চলে-আজ-ঝড়বৃষ্টির-সম্ভাবনা
Post Come trough : PURBOPOSHCIMBD
সাম্প্রতিক সময়ে গণপূর্ত অধিদপ্তর এর প্রধান প্রকৌশলী জনাব মো: আশরাফুল আলম কে নিয়ে প্রকাশিত কয়েকটি ভিত্তিহীন, বানোয়াট ও ভুল সংবাদের প্রতিবাদ স্বরূপ বিবৃতি দিয়েছে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ ও রুয়েট ছাত্রলীগ অ্যালামনাই অ্যসোসিয়েশন।
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ নুরুজ্জামান এর স্বাক্ষরিত লিখিত বিবৃতিতে তারা জানান সম্প্রতি কয়েকটি মাধ্যমে প্রকাশিত গণপূর্ত অধিদপ্তর এর প্রধান প্রকৌশলী মো: আশরাফুল আলম এর রাজনৈতিক আদর্শ ও পরিচয় উদ্দেশ্যমূলক মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে তিনি বাংলাদেশ ছাত্রলীগ রুয়েট শাখার সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের বিভিন্ন কর্মকান্ডে দীর্ঘদিন যাবৎ সক্রিয় ভাবে অংশগ্রহন করে আসছেন। তাই বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সকল সদস্য এসব মিথ্যা প্রচারণায় ভীষণভাবে আহত হয়েছেন। তারা বলেন বঙ্গবন্ধুর আদর্শ ধারন করেন এমন একজন সৎ ও সফল প্রকৌশলী জনাব আশরাফুল আলমের সাথে আছেন সর্বদা। তারা বলেন যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে তাদের সম্মিলিত প্রয়াস অব্যাহত থাকবে।
এদিকে রুয়েট ছাত্রলীগ অ্যালামনাই অ্যসোসিয়েশনের আহবায়ক প্রকৌশলী কাজী আনোয়ার হোসেন ও সদস্য সচিব প্রকৌশলী মো: হাবিবুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতেও তারা সাম্প্রতিক সময়ে প্রকাশিত মিথ্যে সংবাদের প্রতিবাদ করেন ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জনাব মোঃ আশরাফুল আলমকে নিয়ে প্রচারিত সংবাদের প্রতিবাদ করে তারা বলেন প্রকৌশলী জনাব আশরাফুল আলম রুয়েট ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী ছিলেন এবং ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ছাত্রলীগ রুয়েট শাখার সহ সভাপতির দায়ীত্ব পালন করেন। জামাত শিবিরের দূর্গ হিসেবে খ্যাত রাজশাহীর বুকে তৎকালীন সময়ে তিনি জীবনের ভয় না করে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রুয়েট ছাত্রলীগের হয়ে অগ্রনী ভূমিকা পালন করেন । একারণে তিনি পরবর্তীতে বিএনপি-জামাত জোট সরকারের প্রতিহিংসার শিকারও হয়েছিলেন। তাই তার বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে রুয়েট ছাত্রলীগের প্রতিটি প্রাক্তন ও বর্তমান কর্মী পাশে রয়েছেন। স্বাধীনতাবিরোধী দুষ্কৃতিকারীদের যেকোনো ষড়যন্ত্র তারা রুখে দিতে প্রস্তুত।
এদিকে গণপূর্তের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে যােগাযােগ করে জানা যায়, প্রকৌশলী জনাব মো: আশরাফুল আলম ১৫ তম বিসিএস পরীক্ষায় গণপূর্ত ক্যাডারে ১ম স্থান অধিকার করেন। গতবছর ৩১/১২/২০১৯ তারিখ শতভাগ জেষ্ঠতা, মেধাস্থান ও যোগ্যতার ভিত্তিতে প্রধান প্রকৌশলী পদে নিয়োগ পান। নিয়োগপ্রাপ্ত হবার পর তিনি অতীতের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির বিরূদ্ধে অবস্থান নেন, যার ফলশ্রুতুতে তিনি জিকে শামীমের জেকেবি ইন্টারন্যাশনাল এর ১৭ টি প্রকল্প চূড়ান্ত ভাবে বাতিল করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শতভাগ স্বচ্ছতায় দেশের উন্নয়নমূলক কর্মকান্ড নিশ্চিত করেন। এজন্য তিনি বিভিন্ন স্তরের সিন্ডিকেট ভেংগে দেন। এতে করে অনেক অসাধু সিন্ডিকেট ও ঠিকাদারের স্বার্থে আঘাত লাগে, ফলে যারা এতদিন অন্যায়ভাবে কালো টাকার পাহাড় গড়েছিল তারা প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষমতা ও টাকা দিয়ে অপপ্রচার করতে থাকে।
এছাড়াও জনাব আশরাফুল আলম গণপূর্তের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারের অনেক উন্নয়ন দৃশ্যমান হয়,অনেক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের দিকে দ্রুততার সাথে এগিয়ে যায়৷করোনাদূর্যোগেও প্রধান প্রকৌশলীর সঠিক, সাহসী ও অগ্রণী ভুমিকার প্রশংসা হয় দেশব্যপী৷ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ঠিকাদারদের সাথে যোগাযোগ করে জানা যায় বর্তমানে কাজের পরিবেশ অনেক ভাল। তারা প্রধান প্রকৌশলী আশরাফুল আলম এর বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী শক্তির অপপ্রচার টিকবে না ও সত্যের জয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3h9QxSb
Post Come trough : নাচোল নিউজ
পুলিশ হেফাজতে ইশতিয়াক হোসেন জনি নামের এক গাড়িচালককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পল্লবী থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান জাহিদসহ ৫ জনের বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবেন আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করবেন।
আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেননি। তারা খালাস পাবেন।
পুলিশ হেফাজতে জনিকে হত্যার অভিযোগে ২০১৪ সালের ৭ আগস্ট আদালতে মামলা করেন তার ভাই ইমতিয়াজ হোসেন রকি। আদালত এ মামলায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি তৎকালীন ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন বিচার বিভাগীয় তদন্ত শেষে পাঁচজনকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন। ২০১৬ সালের ১৭ এপ্রিল এ মামলায় এসআই জাহিদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচার চলাকালে আদালত ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন। গত ২৪ আগস্ট রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের দিন ধার্য করেন।
মামলার আসামিদের মধ্যে এসআই জাহিদুর রহমান জাহিদ ও পুলিশের সোর্স সুমন কারাগারে আছেন। একই থানার এসআই রাশেদুল ইসলাম জামিনে আছেন। এসআই কামরুজ্জামান মিন্টু এবং পুলিশের সোর্স রাসেল জামিনে নিয়ে পলাতক রয়েছেন।
প্রসঙ্গত, পুলিশ হেফাজতে ঝুট ব্যবসায়ী সুজনের মৃত্যুর মামলাতেও আসামি এসআই জাহিদুর রহমান জাহিদ। ওই মামলাটি উচ্চ আদালতের নির্দেশে স্থগিত আছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/court/172778/পুলিশ-হেফাজতে-পিটিয়ে-হত্যা:-এসআই-জাহিদসহ-৫-আসামির-রায়-আজ
Post Come trough : PURBOPOSHCIMBD
না ফেরার দেশে পাড়ি জমালেন দেশের বরেণ্য অভিনেতা কে এস ফিরোজ (ইন্না-লিল্লাহ..... রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা।
এই খবর নিশ্চিত করে জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, গতকাল তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা নিউমোনিয়া হওয়ার কথা বলেছেন। এরপর ইনজেকশন দিলে তার অবস্থার আরও অবনতি হয়। ভেন্টিলেশনে থাকা অবস্থান তিনি মারা গেছেন।
তিনি বলেন, আমার অনেক নাটকেই এই গুণী শিল্পী অভিনয় করেছেন। সকাল বেলাই এমন দুঃসংবাদ মেনে নিতে পারছি না।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/entertainment/172777/অভিনেতা-কে-এস-ফিরোজ-আর-নেই
Post Come trough : PURBOPOSHCIMBD
সাভারের আশুলিয়ার জিরানী এলাকায় বিষপানে আমেনা বেগম নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। অপর ঘটনায় কাঠগড়া এলাকা থেকে স্বরন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল থেকে ওই গৃহবধূ ও কাঠগড়া এলাকার কোহিনূর সরকারের মালিকানাধীন বাড়ির ভাড়া কক্ষ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আমেনা বেগম (১৮) পাবনা জেলার বেড়া থানার কৈটোলা গ্রামের মাজম ফকিরের মেয়ে। তিনি আশুলিয়ার জিরানী আমতলা এলাকায় স্বামী শান্ত বেপারীর সাথে থাকতেন।
এছাড়া নিহত স্বরণ (২০) এর গ্রামের বাড়ি যশোর জেলার কোতয়ালী সদর থানায়। তিনি পরিবারের সাথে আশুলিয়ার কাঠগড়া এলাকায় কোহিনূর সরকারের মালিকানাধীন বাড়ির কক্ষে ভাড়া থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতো।
পুলিশ জানায়, বিকেলে জিরানী এলাকার বাসিন্দা আমেনা নামে ওই গৃহবধূকে বিষপানরত অবস্থায় আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। এরপর কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।
অপর ঘটনায় সন্ধ্যায় আশুলিয়ার কাঠগড়া এলাকায় কোহিনূর সরকারের মালিকানাধীন বাড়ির ভাড়া দেয়া একটি কক্ষ থেকে স্বরণ নামের এক গার্মেন্ট শ্রমিক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল হক জানান, প্রাথমিক ভাবে জিরানী এলাকার ওই গৃহবধূর মৃত্যুর কারণ বিষপানে হয়েছে বলে জানা গেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া সম্ভব হবে। এঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।
তিনি আরো বলেন, কাঠগড়া এলাকায় ঝুলন্ত উদ্ধার স্বরণ নামে ওই যুবক মানসিক সমস্যা থেকেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এছাড়া কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/172776/আশুলিয়ায়-আলাদা-ঘটনায়-গৃহবধূসহ-২-লাশ-উদ্ধার
Post Come trough : PURBOPOSHCIMBD
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা মিলে করোনাভাইরাসের যে টিকাটির চূড়ান্ত পরীক্ষা করছিল, একজন অংশগ্রহণকারী অসুস্থ হয়ে পড়ার পর সেটি স্থগিত করা হয়েছে। খবর: বিবিসি বাংলা।
ব্যাখ্যা করা যায় না, এমন অসুস্থতার কারণে এরকম বিরতিকে ‘রুটিন’ কাজের অংশ হিসাবে বর্ণনা করেছে অ্যাস্ট্রাজেনেকা। এই টিকার ফলাফলের দিকে সারা বিশ্বই তাকিয়ে রয়েছে।
করোনাভাইরাসের টিকা উৎপাদনে বিশ্ব জুড়ে যেসব চেষ্টা চলছে, তার মধ্যে অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা সবচেয়ে সম্ভাবনাময় হিসাবে দেখা হচ্ছে।
সফলভাবে প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষা সম্পন্ন হওয়ায় প্রত্যাশা করা হচ্ছে যে, এই টিকাটি সবার আগে বাজারে আসবে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা জুড়ে ৩০ হাজার অংশগ্রহণকারীদের ওপর তৃতীয় ধাপের পরীক্ষা চালানো হচ্ছে। তৃতীয় ধাপের পরীক্ষায় হাজার হাজার মানুষের ওপর পরীক্ষা চালানো হয়ে থাকে। অনেক সময় সেটা কয়েক বছর ধরেও চলতে পারে।
পরীক্ষার বিষয়ে কী বলা হচ্ছে?
এই টিকাটির সব ধরণের আন্তর্জাতিক পরীক্ষা স্থগিত থাকবে, যতদিন না স্বতন্ত্র একজন পরীক্ষক এর নিরাপত্তার বিষয়গুলো যাচাই করে দেখবেন। এরপর তদারকি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন যে, পুনরায় পরীক্ষা কার্যক্রম শুরু করা হবে কিনা।
বিবিসির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফার্গুস ওয়ালশ এই তথ্য জানিয়েছেন।
‘বড় ধরণের পরীক্ষায় অনেক সময় অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটে। তবে সেটা অবশ্যই স্বতন্ত্র একজন পরীক্ষককে সতর্কভাবে যাচাই করে দেখতে হবে,’ অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন মুখপাত্র জানিয়েছেন।
সংবাদদাতারা বলছেন, অক্সফোর্ডের এই টিকাটির পরীক্ষা এর আগেও একবার স্থগিত করা হয়েছিল। বড় ধরণের পরীক্ষায় এ ধরণের ঘটনা অনেক সময় ঘটে থাকে। যখন কোন অংশগ্রহণকারীর অসুস্থতার কারণ তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়না, তখন অনেক সময় তাদের হাসপাতালেও ভর্তি করা হয়।
তবে ধারণা করা হচ্ছে, কয়েকদিনের মধ্যেই আবার পরীক্ষার কার্যক্রম শুরু করা হবে।
যে স্বাস্থ্য বিষয়ক সংবাদমাধ্যম প্রথম এই খবরটি প্রকাশ করেছে, সেই স্ট্যাট নিউজ জানিয়েছে, যুক্তরাজ্যের একজন অংশগ্রহণকারীর শরীরে প্রতিক্রিয়া দেখা দেয়, তাৎক্ষণিকভাবে যার কারণ জানা যায়নি। তবে তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
টিকা আবিষ্কারের দৌড়ে এখন কোথায় রয়েছে বিশ্ব?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেসরা নভেম্বরের নির্বাচনের আগেই তিনি একটি টিকা দেখতে চান। তবে তার এই মন্তব্য আশঙ্কা তৈরি করেছে যে, রাজনীতির কারণে নিরাপত্তার দিকগুলো যাচাই না করেই টিকা উৎপাদনের চেষ্টা হতে পারে।
কোভিড-১৯ টিকা উৎপাদনে চেষ্টা করছে, এমন নয়টি প্রতিষ্ঠান গত মঙ্গলবার বিরল এক ঘোষণায় নিশ্চিত করেছে যে, টিকা উৎপাদনে তারা সবরকম বৈজ্ঞানিক এবং গুণগত মান বজায় রাখবে।
ওই ঘোষণায় অংশ নেয়া নয়টি প্রতিষ্ঠানের একটি অ্যাস্ট্রাজেনেকা, যারা বলছে, তৃতীয় ধাপের ক্লিনিক্যাল পরীক্ষার পরে যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুমোদনের আবেদন করা হবে।
জনসন এন্ড জনসন, বাইয়োএনটেক, গ্ল্যাক্সোস্মিথক্লেইন, পিফিজের, মের্ক, মর্ডানা, সানোফি এবং নোভাভ্যাক্সও ওই ঘোষণায় স্বাক্ষর করেছে।
তারা প্রতিশ্রুতি দিয়েছে, ‘তারা সবসময়েই নিরাপত্তা এবং টিকা দেয়া ব্যক্তিদের সুরক্ষার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন, প্রায় বিশ্ব জুড়ে ১৮০টি টিকা আবিষ্কারের চেষ্টা চলছে। তবে এর কোনটি এখনো ক্লিনিক্যাল ট্রায়াল বা তৃতীয় ধাপের পরীক্ষার কার্যক্রম শেষ করতে পারেনি।
সংস্থাটি বলছে, কার্যকারিতা এবং সুরক্ষার নিয়মনীতি মেনে কোনো টিকাই এই বছরের মধ্যে আসতে পারবে বলে তারা মনে করে না। কারণ এসব টিকার নিরাপত্তার দিকগুলো যাচাই করতে সময় লাগে।
তা সত্ত্বেও চীন এবং রাশিয়া স্থানীয়ভাবে উৎপাদিত টিকার প্রয়োগ করতে শুরু করেছে। সেসব টিকাও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় পরীক্ষামূলক হিসাবে রয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) আভাস দিয়ে বলছে, তৃতীয় ধাপের পরীক্ষা শেষ হওয়ার আগেই হয়তো করোনাভাইরাসের টিকার অনুমোদন দেয়া হতে পারে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/172775/অংশগ্রহণকারী-অসুস্থ,-অক্সফোর্ড-ভ্যাকসিনের-ট্রায়াল-স্থগিত
Post Come trough : PURBOPOSHCIMBD