আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি বুধ, সেনাপতি মঙ্গল ও সর্বগ্রাসী গ্রহ রাহুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে বৃশ্চিক রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। ব্যবসা-বাণিজ্যে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। প্রেমিকযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। দূর থেকে আসা ডাক বেকারদের মুখে হাসি ফোটাবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। হাতে থাকা প্রায় কাজই সহজে সম্পন্ন হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে, এমনকি পুরস্কারে ভূষিত হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
একদিকে আয়-উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে জীর্ণ করে তুলবে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। মামলা-মোকদ্দমার রায় বিপক্ষে যাবে। স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। প্রেমিকযুগল সমাজে স্বীকৃতি পাবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। বাণিজ্যিক প্রচেষ্টা বাস্তবায়িত হবে। মামলা-মোকদ্দমার ও কোর্টকেসের রায় পক্ষে আসবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। নিত্যনতুন প্ল্যানপ্রোগ্রাম আর স্বপ্নসাধ পূরণের দিকে ধাবিত হবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। যানবাহন ক্রয়ের স্বপ্ন অচিরেই পূরণের দিকে ছুটবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
টাকাপয়সা হাতে আসতে আসতে পথে আটকে যাওয়ায় তারল্য সংকটে পড়তে হবে। চোর চিটিংবাজ অজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়তে হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
বিবাহযোগ্যদের বিবাহের পথ প্রশস্ত হবে। প্রেমিকযুগলের জন্য দিনটি স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জন করার আবশ্যকতা রয়েছে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
আকস্মিক শরীর-স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণœ হয়ে পড়বে। অবশ্য শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি দেখা দেবে। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করা সমীচীন হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
শিক্ষার্থীদের হাতে নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হয়ে পড়বে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
জীবনসাথীর শরীর-স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে। দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। বিবাহযোগ্যদের বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে হতে পারে। মালিক ভাড়াটিয়ার দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে। দূর থেকে আসা ডাক বেকার যুবক-যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটতে বাধ্য হবে। মামলা-মোকদ্দমায় জয়লাভ করতে পারেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/feature/172772/আজকের-রাশিফল
Post Come trough : PURBOPOSHCIMBD
উয়েফা ন্যাশন্স লিগের দ্বিতীয় আসরে সুইডেনের বিপক্ষে গোল করে ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি পূরণ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রেকর্ড করেই থেমে যাননি এই পর্তুগিজ সুপারস্টার, আরো একটি গোল করে দলকে জয় এনেও দিয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ন্যাশন্স লিগে ৩ নম্বর গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে রোনালদোর জোড়া গোলে সুইডেনকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগাল।
ম্যাচের প্রথমার্ধ থেকে সুইডেনের রক্ষণভাগে অনেকবার হানা দিলেও লক্ষ্যভেদ করতে পারছিল না পর্তুগাল। তখন যেন তাদের উদ্ধারকর্তা হিসেবে আবির্ভূত হন সুইডিশ মিডফিল্ডার গুস্তাভ বেনসন। ম্যাচের ৪৪ মিনিটের সময় ডি-বক্সের বাইরেই পেছন থেকে তিনি ফাউল করেন হোয়াও মৌতিনহোকে। দ্বিতীয় হলুদ কার্ডের কারণে মাঠ ছাড়তে হয় তাকে, ফ্রি-কিক পায় পর্তুগাল।
লক্ষ্য থেকে প্রায় ২৫ গজ দূরে পাওয়া এই ফ্রি-কিকটিকেই নিজের সেঞ্চুরির যথাযথ সুযোগ হিসেবে আকড়ে ধরেন রোনালদো। রক্ষণ-প্রাচীরের ওপর দিয়ে বাঁকানো ফ্রি-কিকটি সোজা জড়িয়ে যায় জালে। যা আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর শততম গোল। তার আগে এই কীর্তি করতে পেরেছেন শুধুমাত্র ইরানের আলি দাই।
এক গোল করেই দমে যাওয়ার ছিলেন রোনালদো। তার মধ্যে যে গোলের ক্ষুধা এখনো আগের মতোই, সেটি প্রমাণ করেছেন দ্বিতীয়ার্ধেও। যথারীতি এই অর্ধেও গোলের সুযোগ হাতছাড়া করেছেন অন্যান্যরা।
তবে ৭২ মিনিটের সময় ডি-বক্সের মুখ থেকে কোনাকুনি শটে ম্যাচের ও নিজের দ্বিতীয় গোলটি করেন পর্তুগিজ সুপারস্টার। এ দুই গোলেই বিজয়ীর হাসি নিয়ে মাঠ ছাড়ে ন্যাশন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
আন্তর্জাতিক গোলের সেঞ্চুরির জন্য ৩৫ বছর বয়সী রোনালদোর অপেক্ষাটা অবশ্য বেশ দীর্ঘ ছিল। ৯৯তম গোলের পর দীর্ঘ ১০ মাস অপেক্ষায় ছিলেন। করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক সূচি পিছিয়ে যাওয়ায় বাড়তে থাকে রোনালদোর এই সেঞ্চুরির অপেক্ষা। তার আগে এই কীর্তি রয়েছে শুধুমাত্র ইরানের আলি দাইয়ের (১০৯ গোল)।
শততম গোলটি করতে ১৬৫ ম্যাচ খেলতে হয়েছে রোনালদোকে। রোনালদো ৯৯তম গোলটি করেছিলেন ২০১৯ সালের নভেম্বরে লাক্সেমবার্গের বিপক্ষে।
টানা দুই জয়ে উয়েফা ন্যাশন্স লিগের শিরোপা ধরে রাখার পথে ভালোভাবেই এগুচ্ছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। গ্রুপে ফ্রান্স, ক্রোয়েশিয়া ও সুইডেনের মতো দল থাকায় আপাতদৃষ্টিতে এটিই টুর্নামেন্টের ডেথ গ্রুপ।
এই গ্রুপে খেলেই দুই ম্যাচে মোট ৬ গোল করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ফার্নান্দো সান্তোসের শিষ্যরা।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/sports/172773/রোনালদোর-সেঞ্চুরি,-পর্তুগালের-জয়
Post Come trough : PURBOPOSHCIMBD
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে আব্দুস সাত্তার সভাপতি (দৈনিক সোনারদেশ) ও নুরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক (দৈনিক আমাদের সময়) করে ১১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কার্য নির্বাহী কমিটির অন্যান্যরা সদস্যরা হলেন, সহ-সভাপতি সাজিদ তৌহিদ (দৈনিক গৌড় বাংলা), যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম(দৈনিক ইনকিলাব), অর্থ সম্পাদক হাসানুজ্জামান ডালিম(দৈনিক ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান(দৈনিক যায়যায় দিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহীম বাবু (দৈনিক নতুন প্রভাত) ও সমাজ কল্যাণ সম্পাদক এ,কে,এম.জিলানী( দৈনিক চাঁপাই দৃষ্টি), নির্বাহী সদস্য নাজিম আল মামুন(দৈনিক নয়া দিগন্ত), মিজানুর রহমান(দৈনিত জনতা) ও আলমগীর সুমন (দৈনিক রাজবার্তা) নির্বাচিত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৯ টায় উপজেলা প্রেসক্লাবে আহŸায়ক আব্দুস সাত্তার এর সভাপতিত্বে উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে ১১ জন কার্য নির্বাহী সদস্য গঠন ও ৯জন সাধারণ সদস্য নিয়ে ২০ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। কমিটির সাধারণ সদস্যরা হলেন, মো., গোলাম মোস্তফা,(দৈনিক লাল গোলাপ), রাইহান মাহমুদ সুইট,(দৈনিক ভোরের কাগজ) শাকিল রেজা (দৈনিক আমাদের নতুন কন্ঠ) ফারুক হোসেন ডন(দৈনিক কাল বেলা), মোহাম্মদ আলী (দৈনিক এশিয়া বাণী) আব্দুল গাফ্ফার(দৈনিক সংবাদ প্রতিক্ষণ), সেলিম রেজা(দৈনিক মুক্তি) ও আতাউর রহমান(মহানগর বার্তা)।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2GIRPHv
Post Come trough : নাচোল নিউজ
বার্সার অনুশীলনে ফিরেছেন মেসি। দলবদল নিয়ে নাটকীয়তার পর আর্জেন্টাইন মহাতারকার ক্যাম্পে ফেরায় স্বস্তি কাতালান শিবিরে। আসন্ন মৌসুমে দারুন কিছুর অপেক্ষা আছেন সমর্থকরা। তাদের বিশ্বাস, ক্লাবকর্তাদের সঙ্গে মনোমালিন্য প্রভাব ফেলবে না মেসির পারফর্মেন্সে। এদিকে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অধিনায়কত্ব ছেড়ে দিতে চান এলএমটেন। আর সেই জায়গায় নেতৃত্বে কার সম্ভাবনা আছে তারও আভাস মিলেছে।
বিরতির পর প্রি-সিজন ক্যাম্পে ফিরেছেন আগেও। ভিন্ন প্রেক্ষাপটে এবারের ফেরা যেন প্রত্যাবর্তন। দলবদল নিয়ে নাটকীয়তা শেষে প্রিয় তারকার জন্য অপেক্ষা ফুরিয়েছে সমর্থকদের। মেসি অবশেষে ফিরেছেন বার্সার অনুশীলনে।
গেল দুই সপ্তাহ যে চাপ গেছে তার ছাপ নেই শরীরি ভাষায়। অনুশীলনে মেসি একেবারে পুরোনো চেহারায়। আপাতত একাই প্রস্তুতি সারবেন। পরবর্তীতে যুক্ত হবেন দলগত অনুশীলনে। আর্জেন্টাইন মহাতারকার আগমণে যেন প্রাণ ফিরেছে কাতালোনিয়ায়।
একজন সমর্থক বলেন, মেসি বার্সার সেরা খেলোয়াড়। তার মতো কাউকে হয়তো আর দেখবো না। আমি চেয়েছিলাম সে থাকুক। দিনশেষে সেটিই হয়েছে। আরেকজন বলেন, মেসির মতো ফুটবলারের এমন সময় দেখতে হবে তা ভাবিনি। ওর জন্য খারাপ লেগেছে। আশা করি দ্রুত সব ঠিক হয়ে যাবে। আর মেসির ক্যারিয়ার বার্সাতেই শেষ হবে।
আইনি লড়াই এড়িয়ে যেতে ইচ্ছের বিরুদ্ধে থেকে গেছেন আরো এক মৌসুম। দলে সমর্থন হারিয়েছেন সেই খবরও আছে তার কাছে। পরিস্থিতি বুঝেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তও নাকি নিয়ে ফেলেছেন। তবে, এতকিছুর পরও মেসি নাম্বার ওয়ান হয়েই থাকবেন-তাতে সন্দেহ নেই সমর্থকদের।
মেসভিক্ত একজন বলেন, বার্সেলোনার মেসিকে দরকার। সে ক্লাবের গুরুত্বপূর্ণ অংশ। তার সমমানের কোনো ফুটবলার বার্সাতে নেই। নিজের সিদ্ধান্ত নেয়ার অধিকার তার আছে। কিন্তু বার্সাতে থেকে যাওয়ায় হাফ ছেড়ে বেঁচেছি।
একবছর নয়, আরো বেশিদিন মেসি বার্সায় থাকবেন দাবি করে একজন বলেন, আমার বিশ্বাস মেসি নিজেকে উজাড় করে দিবেন, যেমনটা তিনি সাক্ষাতকারে বলেছেন। মেসি জানেন বার্সার জার্সি পড়া কতটা সম্মানের। আশা করি তিনি এখানে এক বছরের বেশি সময় থাকবেন।
মেসি নেতৃত্ব ছেড়ে দিলে অধিনায়কের আর্ম ব্যান্ড উঠবে বুস্কেটস-পিকের হাতে। এখন প্রশ্ন মেসিকে কিভাবে ব্যবহার করবেন কোম্যান? নতুন কোচের পরিকল্পনা বুঝতে সময় লাগবে আরো কিছুদিন।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2R9sRCU
Post Come trough : নাচোল নিউজ
মোঃ আলামিন হোসেন কলারোয় প্রতিনিধিঃ
বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তার কন্যা ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার প্রতিবাদে ও এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরার কলারোয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে কলারোয়া উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার গোলাম মোস্তফা, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক বুরহান উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তাহের মোহাম্মদ সোহাগ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারু.ক হোসেন, প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেন, এলজিইডির প্রকৌশলী নাজিমুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা অমল কুমার সরকারসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধাবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও’র ওপর হামলার ঘটনায় কয়েকজন গ্রেফতার হলেও প্রকৃত ঘটনা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। কেবলমাত্র চুরির উদ্দেশ্যেই নয় বরং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পরিকল্পিতভাবে হত্যা করতেই এই হামলা চালানো হয়েছে। বক্তারা এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/2GJ3Rk8
Post Come trough : নাচোল নিউজ
না ফেরার দেশে পাড়ি জমালেন দক্ষিণী সিনেমার খ্যাতনামা অভিনেতা জয়া প্রকাশ রেড্ডি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত তার গুনতুরের বাসভবনে মৃত্যুবরণ করেছেন। ভার্সেটাইল অভিনেতা হলেও খল এবং কমেডি চরিত্রে ব্যাপক খ্যাতি অর্জন করেন জয়া প্রকাশ রেড্ডি।
তার অভিনীত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে- নারাসীমা নাইডু, কাবাড্ডি কাব্বাডি, জাম্বা লাকিদি পাম্বা, জুলায়ী, প্রিমিনচুকুনদাম রা, কিক প্রভৃতি উল্লেখযোগ্য।
ভার্সেটাইল অভিনেতা জয়া প্রকাশ রেড্ডি সবশেষ অভিনেয় করেন মহেশ বাবু’র সারিলেরু নিকেভভারু সিনেমায়, যেটি মুক্তি পেয়েছিল চলতি বছরের জানুয়ারিতে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/entertainment/172667/চলে-গেলেন-দক্ষিণী-অভিনেতা-জয়া-প্রকাশ
Post Come trough : PURBOPOSHCIMBD
কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ বিড়ি ফ্যাক্টরির মালিকের বিরুদ্ধে
সারাদেশ
জামালপুর প্রতিনিধি
পুরাতন ব্যান্ডরোল ব্যবহার ও উৎপাদন কম দেখিয়ে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে ৩০ নং রশিদা বিড়ি ফ্যাক্টরির মালিক ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
ইতোমধ্যে জামালপুর ও শেরপুরে রশিদা বিড়ি ফ্যাক্টরিতে একাধিক অভিযানে পুরাতন ব্যান্ডরোল ব্যবহারে প্রমাণ পেয়েছে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা। সর্বশেষ গত ৩ সেপ্টেম্বর রাতে দেওয়ানগঞ্জের হারুয়াবাড়িতে রশিদা বিড়ি ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তা। এ সময় বিপুল পরিমান পুরাতন ব্যান্ডরোল উদ্ধার এবং ফ্যাক্টরির উৎপাদনের আসল ও নকল হিসাবের খাতাপত্র জব্দ করেছেন।
শেরপুরের শিল্পপতি ইদ্রিস মিয়ার মালিকানাধীন ৩০নং রশিদা বিড়ির জামালপুর, শেরপুর ও ময়মনসিংহ জেলায় একাধিক বিড়ি ফ্যাক্টরি রয়েছে। প্রতিটি ফ্যাক্টরিতে ব্যবহার করা পুরাতন ব্যান্ডরোল পুনরায় ব্যবহার করা হচ্ছে। এ ছাড়াও প্রতিটি ফ্যাক্টরিতে উৎপাদন কম দেখিয়ে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে ৩০ নং রশিদা বিড়ি ফ্যাক্টরির মালিক ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার রাতে দেওয়ানগঞ্জের হারুয়াবাড়িতে ৩০নং রশিদা বিড়ি ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট জামালপুরের বিভাগীয় কর্মকর্তা শেখ মোঃ মাসুদুর রহমান। রাত প্রায় ৪ ঘণ্টাব্যাপি পরিচালিত এই অভিযানে পূর্বে ব্যবহৃত পুরাতন ১৭ হাজার ব্যান্ডরোল, আসল ও নকল হিসাবপত্রের লাল কাপড়ে মোড়ানো দলিলাদি ২৫টি, পুরাতন ব্যান্ডরোল লাগানো ৬ হাজার ৪০০ প্যাকেট বিড়ি, বিভিন্ন হিসাবের লুজসীর্ট জব্ধ করেন। এ সময় ব্যান্ডরোল সংক্রান্ত্র রেজিস্ট্রার দেখতে চাওয়া হলে তা দেখাতে ব্যর্থ হন ওই ফ্যাক্টরির ম্যানেজার সেলিম রেজা।
রোববার ৩০নং রশিদা বিড়ির দেওয়ানগঞ্জের হারুয়াবাড়ি ফ্যাক্টরির ম্যানেজার সেলিম রেজা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট জামালপুরের বিভাগীয় কর্মকর্তা বরাবর সংক্ষিপ্ত বিচার আদেশের মাধ্যমে আটককৃত পণ্য ছাড় করতে লিখিত আবেদন করেছেন। ওই আবেদনে তিনি উল্লেখ করেছেন, গত ৩ সেপ্টেম্বর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট জামালপুরের বিভাগীয় দপ্তরের প্রিভেন্টিভদল কর্তৃক জব্ধ করা ব্যান্ডরোলগুলো পূর্বে ব্যবহৃত ছিল। যা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ বলেও উল্লেখ করা হয়েছে ওই আবেদনে। ২০ টাকার কোর্ট ফি লাগানো ওই আবেদনে ভবিষতে পুরাতন ব্যান্ডরোল আর ব্যবহার করবেন না বলেও অঙ্গীকার করেন রশিদা বিড়ির ম্যানেজার সেলিম রেজা।
এ ব্যাপারে ৩০নং রশিদা বিড়ির হারুয়া বাড়ি ফ্যাক্টরির ম্যানেজার সেলিম রেজার সাথে মোবাইলে কথা বললে তিনি জানান, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট জামালপুরের বিভাগীয় কর্মকর্তারা অভিযান পরিচালনা করেছেন ফ্যাক্টরিতে। তারা কিছু খাতাপত্র নিয়ে গেছেন। এটা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তাদের নিয়মিত কাজ। এটা কোন বিষয় না।
এ ব্যাপারে কথা বলতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট জামালপুরের বিভাগীয় কর্মকর্তা শেখ মোঃ মাসুদুর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
জানা গেছে, শেরপুরের শিল্পপতি ইদ্রিস মিয়ার ৩০নং রশিদা বিড়ির দু’টি ফ্যাক্টরিতে গত ২৯ জুলাই অভিযান চালিয়ে পুরাতন ব্যান্ডরোল লাগানো প্রায় ৪ লাখ প্যাকেট বিড়ি জব্দ করে র্যাব। ওইদিন রাতে শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলার দু’টি ফ্যাক্টরিতে এনএসআই, র্যাব-১৪ এবং জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে এসব প্যাকেট জব্দ করে। এ সময় দুই কারখানার সহকারী ব্যবস্থাপক শফিউল আলম ও রুবেল শাহরিয়ারকে আটক করা হয়।
অভিযোগ উঠেছে, একটি ব্যান্ডরোলের সরকারি মূল্য ৮ টাকা। ৩০নং রশিদা বিড়ির মালিক বাজার থেকে ৫০ পয়সা দিয়ে পুরাতন ব্যান্ডরোল কিনে এসব ব্যান্ডরোল বিড়ির প্যাকেটে লাগিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিচ্ছেন। রশিদা বিড়ি ফাক্টরির ৩০ দিনে ব্যান্ডরোল ক্রয় করার কথা ৯ কোটি ৬০ লাখ টাকার। কিন্তু শেরপুর জেলা পোস্ট অফিসের একটি সূত্র জানায়, চলতি বছরের জুলাই মাসে শেরপুর পোস্ট অফিস থেকে রশিদা বিড়ি কর্তৃপক্ষ ১ কোটি ৩১ লাখ ২২ হাজার টাকার ব্যান্ডরোল ক্রয় করেছে। সেই হিসেবে রশিদা বিড়ি থেকে প্রতিমাসেই ৮ কোটি ২৮ লাখ ৭৮ হাজার টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার।
কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়া ৩০নং রশিদা বিড়ি ফ্যাক্টরির মালিক ইদ্রিস মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার দ্রুত আইনগত পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা জামালপুর-শেরপুরের সচেতন মহলের।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/172666/কোটি-কোটি-টাকা-সরকারি-রাজস্ব-ফাঁকির-অভিযোগ-বিড়ি-ফ্যাক্টরির-মালিকের-বিরুদ্ধে
Post Come trough : PURBOPOSHCIMBD
বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের মা মালেকা খাতুন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে ভোলা সদর উপজেলার মৌটুপি গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
বীরশ্রেষ্ঠের ভাইয়ের ছেলে মোহাম্মদ শাহিন জানান, তার দাদি (মালেকা বেগম) দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত কয়েকদিন আগে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ‘বীরমাতাকে’ সেনাবাহিনীর সহযোগিতায় গত ২০ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করানো হয়।
তিনি আরো জানান, সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর গত ৩ সেপ্টেম্বর তাকে পুনরায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকেও তাকে বাড়িতে নিয়ে আসা হয়। পরে মঙ্গলবার সকালে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, ‘বীরমাতাকে’ নিজ বাড়ির আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
এদিকে ‘বীরমাতার’ মৃত্যুতে ভোলা জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক জানিয়েছেন।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/172665/বীরশ্রেষ্ঠ-শহীদ-মোস্তফা-কামালের-মা-আর-নেই
Post Come trough : PURBOPOSHCIMBD
বাংলাদেশি সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়ের ভ্রাতৃবিয়োগ
প্রবাস ডেস্ক
বাংলাদেশি সোসাইটি ইনক’র সাংস্কৃতিক সম্পাদক এবং শিল্পকলা একাডেমি ইউএসএ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মনিকা রায় চৌধুরীর বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী সুশান্ত রায় চৌধুরী (৬৫) আর নেই। সোমবার (৭ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় ভোর ৪:৪০ মিনিটে তিনি নিউইয়র্কের ফ্লাশিং প্রেসবেটেরিয়ান হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই হাসপাতালে তিনি বিগত ৮ মাস ধরে চিকিৎসাধীন ছিলেন। গত ১ সপ্তাহ লাইফ সাপোর্টে থাকার পর সোমবার ভোর রাতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি মা, ৩ ভাই ও ২ বোনসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি ব্রুকলীনের বেরিজে বসবাস করতেন। খবর ইউএনএ’র।
জানা গেছে, চট্টগ্রামের সন্দ্বীপের মাইট ভাংগা হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক জ্যোর্তিলাল রায় চৌধুরীর তৃতীয় ছেলে সুশান্ত রায় চৌধুরী ১৯৫৩ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এম কম পাশ করে লন্ডনে চাটার্ড একাউন্টটিং-এ পড়াশোনা করেন। এরপর তিনি নিউইয়র্কে এসে ব্যবসা শুরু করেন। তার সহধর্মিণী নিউইয়র্কে হার্ডসন নিউজে কর্মরত অবস্থায় গত প্রায় ১০ বছর পূর্বে পরলোকগমন করেন। তিনি নিঃসন্তান ছিলেন। নিউইয়র্কে বসবাসরত পরিবারের একমাত্র সদস্য মনিকা রায় চৌধুরী জানান, প্রয়াত সুশান্ত রায় চৌধুরীর মরদেহ দেখার জন্য ৯ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত ফিউনারেল সেন্টারে ( ৪৯-০১ ১০৪ ষ্ট্রীট, কুইন্স, নিউইয়র্ক ১১৩৬৩) রাখা হবে। অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন হবে ১১ সেপ্টেম্বর শুক্রবার।
এদিকে সুশান্ত রায় চৌধুরীর পরলোকগমনে বাংলাদেশ সোসাইটি ইনক’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহীম হাওরাদার ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী সহ শিল্পকলা একাডেমি ইউএসএ, সাউথ এশিয়ান আমেরিকান ভোটার এসোসিয়েশন, বাংলাদেশী আমেরিকান সোসাইটি, বাংলাদেশী আমেরিকান ওমেন ফর প্রগ্রেস বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/expatriate/172664/বাংলাদেশি-সোসাইটির-সাংস্কৃতিক-সম্পাদক-মনিকা-রায়ের-ভ্রাতৃবিয়োগ
Post Come trough : PURBOPOSHCIMBD
শিমুলিয়া-কাঁঠালবাড়ী ফেরিঘাটে গত কয়েকদিন বিভিন্ন সমস্যার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে যানবাহনের অতিরিক্ত চাপ বাড়ছে পাটুরিয়া ঘাটে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ঘাটে সাড়ে তিন শতাধিক পণ্যবোঝাই ট্রাক ও ঊথুলী সংযোগ মোড়ে আরো আড়াই শতাধিক পণ্যবোঝাই ট্রাক রয়েছে।
পাটুরিয়া দু’টি ট্রার্মিনালে ট্রাকে ভর্তি থাকায় পাটুরিয়া ঘাট থেকে প্রায় ৫ কিলোমিটার আগে উথুলী সংযোগ মোড়ে শিবালয় থানা পুলিশ পাটুরিয়া ঘাটের ট্রাকের চাপ কমাতে আরো আড়াই শতাধিক পণ্যবোঝাই ট্রাক আটকে রেখেছে।
পাটুরিয়া ঘাটে অপেক্ষমান ট্রাকের চাপ কমে গেলে সিরিয়াল অনুযায়ী উথুলী সংযোগ মোড় থেকে ট্রাকগুলো পাটুরিয়া ঘাটের অভিমুখে ছেড়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, মাওয়া ঘাট বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে যানবাহনের কিছুটা বাড়তি চাপ পড়েছে। তবে আমরা অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়ি (প্রাইভেটকার) পার করেছি। এসব যানবাহনের চাপ কমে গেলে সিরিয়াল অনুযায়ী পণ্যবোঝাই ট্রাকগুলো পার করা হবে।
বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, ঘাট এলাকায় ট্রাকের চাপ কমে গেলে এখান থেকে সিরিয়াল অনুযায়ী পাটুরিয়া ঘাটের দিকে ছেড়ে দেওয়া হবে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/172663/যানবাহনের-অতিরিক্ত-চাপ-বাড়ছে-পাটুরিয়া-ঘাটে
Post Come trough : PURBOPOSHCIMBD
নারী কেলেঙ্কারিতে জড়ালেন শনিবার ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া দুই তরুণ ফুটবলার ম্যাসন গ্রিনউড এবং ফিল ফোডেন। রোববার (৬ সেপ্টেম্বর) দলের নিয়ম ভঙ্গ করে টিম হোটেলে দুই নারীকে ডেকেছিলেন এ দুই তরুণ। যার ফলে পরের ম্যাচ থেকে বাদ দেয়া হয়েছে তাদের।
ইংলিশ সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, চার ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন ফোডেন ও গ্রিনউড।
রোববার রাতে আইসল্যান্ডের দুই তরুণীকে নিজেদের হোটেল রুমে আমন্ত্রণ জানিয়েছিলেন ফোডেন ও গ্রিনউড। সেই দুই তরুণী সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোডেন ও গ্রিনউডের সঙ্গে মজার সময় কাটানোর বেশ কিছু ছবি ও সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ আপলোড করেন। যা দেখে সাড়া পড়ে যায় নেট দুনিয়ায়।
এর পরপরই এসেছে নিষেধাজ্ঞার ঘোষণা। প্রাথমিকভাবে করোনাবিধি ভঙ্গের শাস্তিই দেয়া হয়েছে তাদের। পাশাপাশি একই অপরাধে আইসল্যান্ডিক পুলিশ তাদেরকে স্থানীয় মুদ্রায় আড়াই লাখ আইসল্যান্ডিক ক্রোনা করে জরিমানা করেছে। বাংলাদেশি টাকায় যা প্রায় দেড় লাখ টাকার কাছাকাছি। এ দুই তরুণকে নিজ থেকে পরিশোধ করতে হয়েছে এই জরিমানার অঙ্ক।
ইংলিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, মঙ্গলবার ডেনমার্কের বিপক্ষে ম্যাচ ছাড়াও, আগামী মাসে ওয়েলস, বেলজিয়াম এবং ডেনমার্কের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি থেকে নিষিদ্ধ হবে ফোডেন ও গ্রিনউড।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/sports/172661/হোটেল-রুমে-নারী-ডেকে-নিষিদ্ধ-দুই-ফুটবলার
Post Come trough : PURBOPOSHCIMBD
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ। সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে। এই দিবসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠানের আয়োজন করেছে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘কোভিড-১৯ সংকট: সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’। এই প্রতিপাদ্য সামনে রেখে দেশকে নিরক্ষরমুক্ত করতে চায় সরকার।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারের নিরলস প্রচেষ্টায় দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৪ দশমিক ৭ ভাগে উন্নীত হয়েছে (বিবিএস এর সর্বশেষ তথ্য)। গত সময়ের চেয়ে এই হার বেড়েছে। ২০০৫ সালে তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের সময় ছিল মাত্র ৫৩ দশমিক ৫ শতাংশ।
ইউনেস্কো’র উদ্যোগে ১৯৬৬ সালের ৮ সেপ্টেম্বর প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ পালন করা হয়। স্বাধীন বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনের উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় সরকার প্রতিবছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করে আসছে বাংলাদেশ।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মৌলিক সাক্ষরতা প্রকল্পে (৬৪ জেলা) আওতায় দেশের ৬৪ জেলায় নির্বাচিত ২৫০টি উপজেলার ১৫ থেকে ৪৫ বছর বয়সী ৪৫ লক্ষ নিরক্ষরকে সাক্ষরতা জ্ঞান প্রদান করা হচ্ছে। এরইমধ্যে এ প্রকল্পের মাধ্যমে প্রথম পর্যায়ে ১৩৪টি উপজেলায় শিখন কেন্দ্রের মাধ্যমে ২৩ লাখ ৫৯ হাজার ৪৪২ জন নিরক্ষরকে সাক্ষরতা প্রদান করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছর মুজিব শতবর্ষ উপলক্ষে আরো ২১ লক্ষ নিরক্ষরকে সাক্ষরতা দেয়ার কার্যক্রম চলমান আছে।
সাক্ষরতা দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টা থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মিলনায়তনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন মো. জাকির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ও মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/172662/আন্তর্জাতিক-সাক্ষরতা-দিবস-আজ
Post Come trough : PURBOPOSHCIMBD
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ১৩৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ৭৫ হাজার ৮০৯ করোনা রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৭২ হাজার ৭৭৫ জন। এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪২ লাখ ৮০ হাজার ৪২২। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৩ লাখ ২৩ হাজার ৯৫০ জন।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম, উড়িষ্যা ও গুজরাট।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২৭ হাজার ২৭ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৭ হাজার ৯২৫ জন, কর্ণাটকে ৬ হাজার ৫৩৪ জন, দিল্লিতে ৪ হাজার ৫৯৯ জন এবং অন্ধ্রপ্রদেশে ৪ হাজার ৪৮৭ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। সোমবার (৭ সেপ্টেম্বর) রেকর্ড সর্বাধিক ৯০ হাজার ৮০২ জন শনাক্ত হয়েছে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/172660/ভারতে-করোনায়-আরো-১১৩৩-জনের-মৃত্যু
Post Come trough : PURBOPOSHCIMBD
বরিশাল নগরীতে ৬ কেজি গাঁজাসহ জান্নাত বেগম নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন মাহির নেতৃত্বে নগরীর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে ৬ কেজি গাঁজাসহ আটক করা হয়। এসময় তার দুই সহযোগী যুবককেও আটক করে পুলিশ।
এসআই মহিউদ্দিন মাহি জানান, আটক জান্নাত বেগম লাকুটিয়া এলাকার একাধিক মাদক মামলার আসামি মিলনের স্ত্রী। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/172659/বরিশালে-৬-কেজি-গাঁজাসহ-নারী-মাদক-ব্যবসায়ী-আটক
Post Come trough : PURBOPOSHCIMBD
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে হাইকোর্টের দেওয়া আট সপ্তাহের আগাম জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে দুদক।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ তথ্য জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
তিনি বলেন, হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। বিচারপতি মো. নূরুজ্জামানের চেম্বার আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
গত বুধবার (২৬ আগস্ট) হাইকোর্ট তাকে জামিন দেন।
হাইকোর্টে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুর মতিন খসরু ও আইনজীবী মাহবুব শফিক। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
গত ৩০ জুলাই দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ ওই মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, তৌফিক ইমরোজ খালিদী এইচএসবিসি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন, যার বৈধ কোনো উৎস নেই। ভুয়া কাগজপত্র সৃষ্টি করে অবৈধ প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে তিনি ওই টাকা অর্জন করেছেন, যা প্রাথমিক তথ্য-উপাত্তে প্রমাণিত। তৌফিক ইমরোজ খালিদী ওই অস্থাবর সম্পদ অসাধু উপায়ে অর্জন করেছেন, যা তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে এজাহারে অভিযোগ আনা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/court/172658/তৌফিক-ইমরোজ-খালিদীর-জামিন-স্থগিত-চেয়েছে-দুদক
Post Come trough : PURBOPOSHCIMBD
উয়েফা ন্যাশন্স লিগের দ্বিতীয় আসরে নিজেদের ২য় ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে জায়ান্ট ইতালি। নেদারল্যান্ডসের বিপক্ষে ১-০ গোলের জয়ে লিগের প্রথম জয় তুলে নিয়েছে আজ্জুরিরা। আগের ম্যাচে অপ্রত্যাশিতভাবে বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে ড্র করে টানা ১১ ম্যাচ পর জয়ের ধারা ভঙ্গ হয়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
এদিন গোল করার মতো প্রথম সুযোগটা ১৭তম মিনিটে পায় ইতালি। লিওনার্দো স্পিনাজোলার ক্রসে ফাঁকায় ব্যাকভলি নিয়েছিলেন নিকোলো জানিওলো। তবে লক্ষ্যে থাকেনি। দুই মিনিট পর চিরো ইম্মোবিলের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
৩২তম মিনিটে ভালো সুযোগ পেয়েছিলেন নেদারল্যান্ডসের জর্জিনিয়ো উইনালডাম। তবে জোরালো শট নিতে পারেননি। যদিও সে শট ঠিকভাবে ধরতে পারেননি ইতালিয়ান গোলরক্ষক জুয়ানলুইজি দোন্নারোমা। তিন মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে ভালো শট নিয়েছিলেন লরেন্সো ইনসিনিয়ে। কিন্তু তার শটও অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।
তবে কাঙ্ক্ষিত গোলটি তারা প্রথমার্ধের যোগ করা সময়ে পায়। অসাধারণ এক দলীয় সমঝোতায় গোলটি করে তারা। ইম্মোবিলের ক্রসে উড়ে এসে জোরালো এক হেডে লক্ষ্যভেদ করেন নিকোলো বারেল্লা।
ম্যাচের ৫৩তম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে প্রায় ফেলেছিলেন বারেল্লা। তবে এবার ত্রাতা হয়ে দাঁড়ান চিলেসেন। এরপর গোলের দেখা প্রায় পেয়ে গিয়েছিলেন চিরো ইম্মোবিল।
৬১তম মিনিটে মেমফিস দিপাইয়ের শটও অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। ম্যাচের ৬৭তম মিনিটে কাট ইন্সাইড করে ডি বক্সের ভেতরে ঢুকে পড়ে পেনাল্টি স্পট থেকে শট নিলেও বল চলে যায় ডান প্রান্তের গোলবারের পাশ দিয়ে বাইরে।
শেষ দিকে গোলের সুযোগ পেয়েছিল দুই দলই। তবে অবিশ্বাস্য এক মিস করেন কিন। গোলরক্ষককে একা পেয়েও উড়িয়ে মেরে সুযোগ নষ্ট করেন তিনি। তবে তারপরও জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে ইতালি।
এ জয়ে গ্রুপ ‘এ’র ২ ম্যাচে এক জয় এবং এক ড্র’য়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ইতালি। অন্যদিকে সমান ম্যাচে এক জয় এবং এক হারে ৩ পয়েন্ট নিয়ে ২য় স্থানে নেদারল্যান্ডস। আর সমান তিন পয়েন্ট হলেও ৩য় স্থানে আছে পোল্যান্ড।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/sports/172657/ডাচদের-হারিয়ে-জয়ের-ধারায়-ইতালি
Post Come trough : PURBOPOSHCIMBD
করোনাই শেষ নয়, আরো মহামারির জন্য প্রস্তুত থাকতে হবে: ডব্লিউএইচও
আন্তর্জাতিক ডেস্ক
করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব এখন নাজেহাল। এই ভাইরাস থেকে উত্তরণে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। প্রতিনিয়ত লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে। মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। কোনো কোনো দেশ সংক্রমণ মুক্ত হবার পর পুনরায় সংক্রমিত হচ্ছে।
এমন পরিস্থিতিতেই বিশ্বকে সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়াসুস। তিনি বলেছেন, বিশ্বকে অবশ্যই পরবর্তী মহামারির জন্য আরো ভালোভাবে প্রস্তুত থাকতে হবে। দেশগুলোকে জনস্বাস্থ্যে বিনিয়োগ বাড়ানোর আহ্বানও জানান তিনি।
জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক বিশেষায়িত সংস্থার প্রধান বলেন, এটাই (করোনা) শেষ মহামারি নয়। ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে যে প্রাদুর্ভাব ও মহামারি আমাদের জীবনের অংশ। সুতরাং পরবর্তী মহামারি আসার আগেই বিশ্বেকে সেটার জন্য প্রস্তুত হতে হবে। এবং সেটা বর্তমানের এই মহামারির চেয়ে আরো বেশি প্রস্তুত থাকতে হবে।
মহারমারি করোনাভাইরাসে এ পর্যন্ত ২ কোটি ৭১ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ৮ লাখ ৮৮ হাজার ৩০০ জন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/172656/করোনাই-শেষ-নয়,-আরো-মহামারির-জন্য-প্রস্তুত-থাকতে-হবে:-ডব্লিউএইচও
Post Come trough : PURBOPOSHCIMBD
বাংলাদেশে আইএস’র নতুন আমীর ঘোষণার খবর, সত্যতা নিয়ে সংশয়
আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশে আবারো কথিত ইসলামিক স্টেটের একজন নতুন প্রধান নির্বাচিত করা হয়েছে বলে একটি খবর বেরিয়েছে। ভারতের জিনিউজে কাজ করেন এমন একজন সাংবাদিক একটি টুইটে এই খবরটি দিয়েছেন।
পুজা মেহতা, যিনি জিনিউজের সন্ত্রাসবাদ এবং অপরাধ বিষয়ক একজন সংবাদদাতা, তিনি দাবি করছেন, আইএস বা আইসিস-পন্থী একটি টেলিগ্রাম চ্যানেলে বাংলাদেশে সংগঠনের নতুন আমীর নিয়োগের বিষয়টি ঘোষণা করা হয়েছে।
পুজা মেহতার টুইটে বলা হয়েছে, বাংলাদেশে ইসলামিক স্টেটের নতুন আমীরের নাম ‘আবুল আব্বাস আল বাঙালি’। কিন্তু আন্তর্জাতিক জিহাদি সংগঠনগুলোর তৎপরতার খোঁজ-খবর রাখেন এমন বিশেষজ্ঞরা এই দাবির ব্যাপারে গুরুতর সংশয় প্রকাশ করছেন।
সুইডেনে অবস্থানরত বাংলাদেশি লেখক এবং সাংবাদিক তাসনীম খলিল বলছেন, এ নিয়ে গত কয়েক বছরে এমন তিন জনের নাম শোনা গেল, যাদেরকে বাংলাদেশে আইসিস এর নতুন প্রধান বলে প্রচার করা হয়েছে। কিন্তু এসব দাবির কোনোটিরই সত্যতা পাওয়া যায়নি। বরং কোনো কোনো ক্ষেত্রে আইসিস নিজেই বিবৃতি দিয়ে এই দাবির প্রতিবাদ জানিয়েছে।
এই দাবি নিয়ে কেন সংশয়?
তাসনীম খলিল বলছেন, ভারতীয় সাংবাদিক পুজা মেহতার টুইটে যে দাবি করা হয়েছে, তা একেবারেই বিশ্বাসযোগ্য নয়। তাসনীম খলিল বলেন, আইসিসের অফিশিয়াল কিছু টেলিগ্রাম চ্যানেল আগে ছিল। আইসিসের মিডিয়া ডিপার্টমেন্ট যারা চালাতো, তারা এগুলো পরিচালনা করতো। আমিও সেই চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করতাম।
তার মতে, বাংলাদেশের ব্যাপারে খবর দেয়ার যে অফিশিয়াল চ্যানেলগুলো আইসিসের ছিল, সেগুলো এখন আর নেই। কাজেই এই টুইটে প্রো-আইসিস বাংলাদেশ টেলিগ্রাম চ্যানেলের বরাতে যা বলা হচ্ছে, তা বিভ্রান্তিকর।
‘আর আইসিসের এখনো যে গুটিকয়েক চ্যানেল আছে, সেগুলোতে কিন্তু আমরা এখনো পর্যন্ত এ ধরণের কোনো খবর দেখিনি যে তারা নতুন কোনো আমীর বাংলাদেশে নিয়োগ করেছে।’
তাসনীম খলিলের মতে, বাংলাদেশে আইসিসের সাংগঠনিক অবস্থান এখন নেই বললেই চলে। কাজেই যে সংগঠনই নেই, সেই সংগঠনের আমীর নিযুক্ত করার বিষয়টি একেবারেই বিশ্বাসযোগ্য মনে হয় না।
‘আরেকটা বিষয় হচ্ছে, আইসিসের আমির নিযুক্ত করারও কয়েকটা প্রক্রিয়া আছে। যে কেউ হঠাৎ করে টুইটারে বলে দিলেই কিন্তু নতুন আমীর নিযুক্ত হয়ে যায় না। এই জন্য সবকিছু মিলিয়ে আমি মনে করি এই দাবিটা একেবারেই বিশ্বাসযোগ্য নয়, হাস্যকরও বটে।’
তাসনীম খলিল বলেন, যেহেতু আইসিসের নিজস্ব যোগাযোগের চ্যানেলগুলোও এখন নেই, তাই এরকম কোনো দাবির সত্যতা যাচাই করার সুযোগও নেই।
ছদ্মনাম নিয়ে প্রশ্ন
তাসনীম খলিল বাংলাদেশে আইসিসের কথিত নতুন আমীরের ছদ্মনাম নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, পুজা মেহতার এই টুইটে বেশ কিছু ভুল আছে। এতে নতুন আইসিস আমীরের নাম ‘আবুল আব্বাস আল বাঙালি’ বলে উল্লেখ করা হয়েছে। আইএস সাধারণত তাদের নেতা বা যোদ্ধাদের যে নাম প্রকাশ্যে প্রচার করে, সেটি আসলে ছদ্মনাম, বা তাদের ভাষায়, কুনিয়া। আইএসের এর কুনিয়া সাধারণত এরকম হয় না।
এই কুনিয়ার দু’টি অংশ থাকে। একটি অংশে মূলত পারিবারিক সম্পর্কের ইঙ্গিত থাকে, আরেকটিতে থাকে তিনি কোনো দেশ বা কোনো অঞ্চলের মানুষ, সেটির ইঙ্গিত।
তাসনীম খলিল বলেন, ‘আবুল আব্বাস আল বাঙালি’ নামটি যদি আইএসের দেয়া নাম হতো, এটি আসলে হতো ‘আবু আব্বাস আল বাঙালি’। আবু আব্বাস মানে আব্বাসের পিতা, আর আল-বাঙালি মানে বাংলাদেশি বা বাংলাদেশের মানুষ।
বাংলাদেশে আইসিসের প্রথম ঘোষিত আমীর ছিলেন সাইফুল্লাহ ওজাকি, যার কুনিয়া বা ছদ্মনাম ছিল আবু ইব্রাহীম আল হানিফ। সাইফুল্লাহ ওজাকির একটি ছোট ছেলে ছিল, যার নাম ছিল ইব্রাহীম। তার ভিত্তিতেই এই কুনিয়া।
বাংলাদেশে আইসিসের নেতৃত্ব
বাংলাদেশে আইএসের এখনো পর্যন্ত স্বীকৃত আমির একজনই ছিল, তার নাম ছিল আবু ইব্রাহিম আল হানিফ। তার প্রকৃত নাম ছিল সাজিথ দেবনাথ। ধর্মান্তরিত হয়ে জাপানে অবস্থানকালে তার নতুন নাম হয় সাইফুল্লাহ ওজাকি। তাকেই বাংলাদেশের গুলশানে হোলি আর্টিজানে হামলার মূল পরিকল্পনাকারী বলে মনে করা হয়।
২০১৯’র মে মাসে খবর আসে যে ইরাকে কুর্দি বাহিনীর হাতে সাইফুল্লাহ ওজাকি ধরা পড়েছেন।
তাসনীম খলিল জানান, ওজাকির পর বাংলাদেশে আরো দু’জন আইসিসের আমীর হয়েছেন বলে দাবি করা হয়েছিল। এদের একজনের নাম বলা হয়েছিল আবু শফিক আল বাঙালি (২০১৭) । অপরজনের নাম আবু মুহাম্মদ আল বাঙালি। কিন্তু পরে এই দু’টি দাবিরই কোনো সত্যতা পাওয়া যায়নি।
‘বাকিয়া মিডিয়া স্ট্রাইক’ নামে বাংলাদেশে আইসিসের যে কমিউনিকেশন চ্যানেল ছিল, তারা নিজেরাই এর প্রতিবাদ জানিয়েছিল। তারা বলেছিল, এগুলো আইসিসের শত্রু এবং বাংলাদেশ সরকারের পক্ষে কাজ করা ‘গুপ্তচরদের’ প্রচারণা।
‘হানিপট অপারেশন’
আইসিসের নতুন আমীর নিয়োগের এরকম দাবি যদি ভুয়া হয়ে থাকে, সেই প্রচারণার উদ্দেশ্য কী হতে পারে? তাসনীম খলিল বলেন, বিভিন্ন দেশে যেসব নিরাপত্তা বাহিনী বা গুপ্ত সংস্থা ‘কাউন্টার টেররিজম’ কাজে যুক্ত, তারা নিজেরাই অনেক সময় ছদ্ম প্রচারণা চালিয়ে সম্ভাব্য জঙ্গিদের ফাঁদে আটকানোর চেষ্টা করে। এধরণের তৎপরতাকে বলা হয় হানিপট অপারেশন, অর্থাৎ মধুর লোভ দেখিয়ে প্রলুব্ধ করার চেষ্টা। বিভিন্ন নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাইবার সেলগুলো এরকম তৎপরতা চালিয়ে থাকে। এটা সেরকম কোনো অপারেশনের অংশ হতে পারে বলে তিনি ধারণা করছেন।
বাংলাদেশে আইসিসের তৎপরতা সম্পর্কে যে অনেক মিথ্যে প্রচারণা চালানো হয়, তার একটি সাম্প্রতিক উদাহারণ তুলে ধরেন তিনি।
‘সম্প্রতি বাংলাদেশে খবর বেরিয়েছিল যে, ঢাকার এক পুলিশ ফাঁড়িতে হামলায় যুক্ত থাকার দাবি করেছে আইসিস। সাইট ইন্টেলিজেন্স থেকে অনেকেই এই খবরটি প্রচার করলো। অথচ এই ফাঁড়িতে বোমা বিস্ফোরণের সঙ্গে যে আইসিসের কোনো সম্পর্ক ছিল না, সেটা বাংলাদেশের কাউন্টার টেররিজম পুলিশের তদন্তেও বেরিয়ে এসেছে বলে খবর প্রকাশিত হয়েছে। মূলত পুলিশের চক্রান্তটি ভন্ডুল হয়ে যাওয়ার পর আইসিসের এই মিথ্যে দাবি ছড়ানো হয়।’ খবর: বিবিসি বাংলা।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/172655/বাংলাদেশে-আইএস’র-নতুন-আমীর-ঘোষণার-খবর,-সত্যতা-নিয়ে-সংশয়
Post Come trough : PURBOPOSHCIMBD