৯৯৯-এ কল: তরুণীর শ্লীলতাহানির অভিযোগে তরুণ আটক
নিজস্ব প্রতিবেদকজাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সাতক্ষীরার পাটকেল ঘাটা অভয়তলা গ্রাম থেকে এক তরুণী শ্লীলতাহানির অভিযোগ করার পর এক তরুণকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) অভয়তলা গ্রামের রুবেলকে (১৮) আটক করে সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশ।
ওই তরুণী বুধবার সকাল পৌণে ৯টায় ৯৯৯-এ ফোন করে জানান, তিনি সকালে পুকুরে গোসল করতে যাওয়ার সময় গ্রামের একটি ছেলে তাকে জাপটে ধরে। তিনি ভয়ে চিৎকার শুরু করলে তার স্বামী বেরিয়ে আসেন এবং তারা দুজন মিলে অভিযুক্ত ছেলেটিকে আটকে রেখেছেন।
এসময় তিনি জরুরি পুলিশি সহায়তার জন্য ৯৯৯ এর কাছে আবেদন জানান।
পরে ৯৯৯ তাৎক্ষণিকভাবে কলারের সাথে পাটকেলঘাটা থানার কর্তব্যরত কর্মকর্তার সাথে কথা বলিয়ে দেয়। খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়।
পাটকেলঘাটা থানার এএসআই নিজাম জানান, ঘটনাস্থলে গিয়ে শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত রুবেলকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/174474/৯৯৯-এ-কল:-তরুণীর-শ্লীলতাহানির-অভিযোগে-তরুণ-আটক
Post Come trough : PURBOPOSHCIMBD