স্নেহাকে মনে আছে?
বিনোদন ডেস্কএক সময়ের তুমুল জনপ্রিয় সিরিয়াল ‘কসৌটি জিন্দেগি কে’। মা-খালারা তো বটেই অনেকেই তখন সময় মতো টিভি সেটের সামনে বসে যেতে ভুল করতো না।
সেই ‘কসৌটি জিন্দেগি কে’ ছোট্ট স্নেহা ছিল উপমহাদেশের সিরিয়াল খোরদের পরম আপন। সেদিনের শিশুশিল্পী শ্রিয়া শর্মা এখন আর শিশুটি নেই। তাকে দেখলে চমকে যাবেন অনেকেই।
২০০৪ সালে প্রিয় শিশুশিল্পীর ক্যাটেগরিতে স্টার পরিবার পুরস্কার পাওয়া শ্রিয়া অভিনয় ছাড়াও মডেলিং করে থাকেন। হিরোইন হিসেবে তার প্রথম ছবি তেলুগু ভাষায় ‘গায়কুড়ু’ (২০১৪)। ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাডেমি পুরস্কারও পেয়েছেন তিনি।
পূর্বপশ্চিমবিডি/জেআর
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/entertainment/173920/স্নেহাকে-মনে-আছে?
Post Come trough : PURBOPOSHCIMBD