
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জে স্ত্রী-সন্তান তাড়িয়ে দিয়ে দ্বিতীয় বিয়ে স্বামীর বাড়ীতে প্রথম স্ত্রীকে ঘরে আটকিয়ে মারপিট ও নির্যাতনের অভিযোগে ৩ যুবক গ্রেফতার।
গত ৯ সেপ্টেম্বর/২০ দিবা গত রাতে মামুনুর রশিদ দ্বিতীয় বিয়ে করেন। সংবাদ পেয়ে প্রথমস্ত্রী ইতি আক্তার সংবাদ পেয়ে ১২ সেপ্টেম্বর দুপুরে বাবার বাড়ী থেকে স্বামীর বাড়িতে যান। স্বামীর বড় ভাই বেলায়েত এর নির্দেশে বাড়ীর অন্য সদস্যরা ইতিকে হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরে, আহত রক্তাক্ত অবস্থায় একটি ঘরে তালাবন্ধ করে আটকে রাখে।
সংবাদ পেয়ে এসআই রেজাউল করিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তালাবদ্ধ ঘর খেকে গৃহবধু ইতি আক্ত্ও সহ অন্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ নির্যাতনের অভিযোগে ঘটনাস্থল থেকে রুমিনুল হাসান মুসা, জাহিদ হাসান ও রিপন ইসলামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয় যার নং- ৭ তারিখ ১২/০৯/২০২০।
উল্লেখ্য, ৩ বছর পূর্বে উপজেলার শিবরামপুর ইউনিয়নের সাহাডুবি গ্রামের শফিউল্লাহ কন্যা মোছা: ইতি আক্তারের সাথে মোহাম্মদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মোঃ মোজাহারুল ইসলামের ছেলে মোঃ মামুনুর রশিদের সাথে আনুষ্ঠানিক ভাবে বিবাহ হয়। ইতি আক্তার ও সন্তান ইশরাত হোসন (০২) কে যৌতুকের দাবীতে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেন।
নিরুপায় হয়ে ইতি গত ৫ নভেম্বর/২০১৯ তারিখে দিনাজপুর নারী ও শিশু বিজ্ঞ আদালতে একটি মামলা দারের করেন যাহা বিচারাধীন রয়েছে।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2RmGgIb
Post Come trough : নাচোল নিউজ