বিয়ে করছেন ইমন?
ইমনের সঙ্গে নীলের পরিচয় অনেক দিনের। তবে প্রেমের সম্পর্কের বয়স এক বছর। শোনা যাচ্ছে, সামনের মাসেই রেজিস্ট্রি বিয়ে সেরে ফেলবেন ইমন ও নীল। সামাজিক বিয়ে হতে পারে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাস নাগাদ।
বিনোদন ডেস্কভারতে করোনার প্রকোপ এখনো ভয়াবহ পর্যায়ে রয়েছে। এমন পরিস্থিতিতে অনেক খারাপ খবরের মধ্যে একটি ভালো খবর। বিয়ে করতে চলেছেন টলিউড গায়িকা ইমন চক্রবর্তী। ইন্ডাস্টির বাতাসে আপাতত এমনই গুঞ্জন ভাসছে। পাত্র টলিউডের পরিচিত মুখ সুরকার নীলাঞ্জন ঘোষ।
ইমনের সঙ্গে নীলের পরিচয় অনেক দিনের। তবে প্রেমের সম্পর্কের বয়স এক বছর। শোনা যাচ্ছে, সামনের মাসেই রেজিস্ট্রি বিয়ে সেরে ফেলবেন ইমন ও নীল। সামাজিক বিয়ে হতে পারে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাস নাগাদ। সবটাই নির্ভর করছে করোনা পরিস্থিতি এবং বিয়ে বাড়ি পাওয়ার উপরে।

তবে খুশির খবরে এখনই সিলমোহর দিচ্ছেন না জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমন। তিনি বলেন, ‘এ সবই রটনা। সে রকম কিছু হলে আমিই জানিয়ে দেব।’ কিন্তু হোয়াটসঅ্যাপের ডিপি তো অন্য কথা বলছে। হাতের মধ্যে রাখা হাতের ছবি অনেক ইঙ্গিতই বহন করছে। ইমনের জবাব, ‘ও ছবির আলাদা কোনো মানে নেই।
হবু স্বামী নীলাঞ্জনের সঙ্গে সম্প্রতি ইমন বেশ কিছু কাজও করেছেন। গায়িকার সম্প্রতিক ইউটিউব রিলিজ় ‘এ কী লাবণ্যে’র মিউজ়িক অ্যারেঞ্জমেন্টস নীলাঞ্জনের। সুরকারের সোশ্যাল মিডিয়াতেও দুজনের সম্পর্কের হদিশ মেলে। সাবধানী গায়িকা যতই বিয়ের খবর অস্বীকার করুন, তার ঘনিষ্ঠরা কিন্তু এ খবরকে পাকাই বলছেন।
পূর্বপশ্চিমবিডি/এসএস
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/entertainment/173914/বিয়ে-করছেন-ইমন?
Post Come trough : PURBOPOSHCIMBD