আইসিইউতে অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদককরোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মেয়ের জামাই মো. রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
রিয়াজুল হক জানান, আজ ভোরে তাকে (অ্যাটর্নি জেনারেল) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে নেয়া হয়েছে।
পরিবারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।
হাসপাতাল থেকে অ্যাটর্নি জেনারেলকে দেখাশোনার দায়িত্বে নিয়োজিত জুনিয়র অ্যাডভোকেট মাসুদ মিয়া বলেন, ভোরে তার (অ্যাটর্নি জেনারেল) শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তবে এখন তার অবস্থা কিছুটা ভালো।
প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গত ৪ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেলকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/173838/আইসিইউতে-অ্যাটর্নি-জেনারেল
Post Come trough : PURBOPOSHCIMBD