প্রকল্পের মেয়াদ শেষ, অথচ কাজই শুরু হয়নি
২০১৯-২০ অর্থবছরে বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার কথা ছিল।
সারাদেশ
মণিরামপুর (যশোর) প্রতিনিধিযশোরের মণিরামপুর উপজেলাটি দেশের অন্য উপজেলা থেকে আয়তনে বেশ বড়। আয়তন বেশি হওয়ায় এই উপজেলায় বসবাস পাঁচ লাখেরও অধিক মানুষের। তাই এই উপজেলায় সরকারি দপ্তরগুলোতে কাজের চাপও বেশ। প্রতিদিন উপজেলা চত্বরে অবস্থিত বিভিন্ন দপ্তরে বহুমানুষ আসেন নানা কাজে। ব্যস্ততম দপ্তরগুলোর মধ্যে উপজেলা সাব-রেজিষ্টার অফিস একটি। কাজের চাপ থাকায় এখানে আগতদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে দাঁড়িয়ে বা বসে অপেক্ষায় থাকতে হয়।
আগত এসব সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে একটি বসার জায়গার দাবি দীর্ঘদিনের। সেই দাবি মেটাতে এবং উপজেলা চত্বরের অভ্যন্তরে শিশুদের বিনোদনের জন্য সাত লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয়। ২০১৯-২০ অর্থবছরে বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার কথা ছিল। কিন্তু চলতি বছরের ৩১ জুন প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনো এই প্রকল্পের কাজই শুরু হয়নি। কাজ হবে কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এদিকে প্রকল্পের অর্থের বিষয়ে কোনো তথ্য জানায়নি সংশ্লিষ্টরা। ফলে প্রকল্পের সাত লাখ টাকা কার পকেটে ঢুকেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
মণিরামপুর উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, শিশুদের বিনোদনের জন্য ও সাব-রেজিষ্টার অফিসের সামনে আগতদের বসার জন্য সাত লাখ টাকার একটি প্রকল্প ছিল। এখনো কোন কাজ হয়নি। এবার কাজ করানো হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানতে চাইলে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, প্রকল্প আছে শুনেছি। কাগজপত্র না দেখে কিছু বলতে পারব না। তাছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রেসে বক্তব্য দেওয়া নিষেধ আছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3h1u1es
Post Come trough : PURBOPOSHCIMBD