
সব আসন পূর্ণ করে আজ থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে এভাবে চলাচলে কতটা স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। যদিও রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পাশাপাশি বসা ছাড়া অন্যান্য স্বাস্থ্যবিধি, যেমন মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করাসহ অন্যান্য নির্দেশনা আগের বহাল রয়েছে।
মঙ্গলবার রেলওয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলে এক সিট ফাঁকা রেখে যাত্রী পরিবহনের বাধ্যবাধকতা আর থাকছে না। আসন সংখ্যার শতভাগ যাত্রী নিয়েই চলাচল করতে পারবে ট্রেন। এছাড়াও এখন থেকে টিকিটের ৫০ শতাংশ অনলাইনে আর বাকী টিকেট পাওয়া যাবে আগের মতো কাউন্টারে।
বর্তমানে কিছু লোকাল যাত্রীবাহী ট্রেন বাদে প্রায় সব রুটের ট্রেন চলাচল শুরু হয়েছে। করোনাভাইরাসের বিস্তার রোধে গত মার্চের শেষে অন্যান্য গণপরিবহনের মতো ট্রেন চলাচলও বন্ধ করে দেয়া হয়।
প্রায় দুই মাস পর ৩১ মে শুরু হয় যাত্রীবাহী ট্রেন চলাচল। তবে সব ট্রেন চলাচল করছিলো অর্ধেক যাত্রী নিয়ে। আর কাউন্টারের পরিববর্তে টিকিট কাটতে হচ্ছিলো অনলাইনে।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2Rxwdjy
Post Come trough : নাচোল নিউজ