দেশের সব কারাগারে সতর্কতা
কারাগার থেকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার হুমকি পাওয়ার পর সারাদেশের কারাগারগুলোয় সতর্কতা জারি করেছে কারা অধিদপ্তর।
নিজস্ব প্রতিবেদককারাগার থেকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার হুমকি পাওয়ার পর সারাদেশের কারাগারগুলোয় সতর্কতা জারি করেছে কারা অধিদপ্তর।
লালমনিরহাট কারাগারে থাকা জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার হুমকি আসার পর জঙ্গি, দুর্ধর্ষ সন্ত্রাসীদের গতিবিধি কঠোরভাবে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স গঠনের নির্দেশ দিয়ে কারাগারগুলোয় কেন্দ্র থেকে চিঠি দেয়া হয়েছে।
নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত ব্যাপারে ১৮টি বিষয় মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে ওই চিঠিতে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন কর্মকর্তা জানান, কারা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি পেয়ে এরই মধ্যে একজন জেলারের নেতৃত্বে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত সার্বিক বিষয় তারা দেখভাল করছেন। দেশের অন্য সব কারাগারেও স্টাইকিং ফোর্স গঠন করা হয়।
জানা গেছে, কারাগারের বাইরের গেটে দায়িত্বপালনকারীদের বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট নিশ্চিত করে আগতদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ডিউটিতে সশস্ত্র সেন্ট্রি নিয়োগ, ও অস্ত্রাগারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারাগারের চারপাশের সীমানাপ্রাচীর সুরক্ষিত রেখে অ্যালার্ম সিস্টেম পরীক্ষা করে প্রস্তুত করে রাখতে হবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/173468/জঙ্গি-ছিনিয়ে-নেওয়ার-হুমকি:-দেশের-সব-কারাগারে-সতর্কতা
Post Come trough : PURBOPOSHCIMBD