নামাজ শেষে বাড়ি ফেরার পথে ইমামকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদকময়মনসিংহের পাগলা থানা এলাকায় এশার নামাজ পড়িয়ে বাড়ি ফেরার পথে আজিম উদ্দিন (৫৫) নামের এক ইমামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাগলা থানার বেলদিয়া গ্রামে সাধুয়া-নিগুয়ারি খালের পাশে এ ঘটনা ঘটে।
নিহত ইমাম মাওলানা আজিম উদ্দিন উপজেলার বেলদিয়া গ্রামের মৃত শেখ মজরত আলীর ছেলে। তিনি গত ২০ বছর ধরে সাধুয়া জামে মসজিদের ইমামমতির দায়িত্ব পালন করছিলেন।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান বলেন, প্রতিদিনের মতো এশার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আজিম উদ্দিন। পথে সাধুয়া-নিগুয়ারি খালের পাশে অজ্ঞাত কয়েকজন তাকে কুপিয়ে হত্যা করে চলে যায়। পরে স্থানীয়রা রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
তিনি আরও বলেন, নিহতের শরীর ৫ থেকে ৬টি আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে হত্যাকাণ্ড হয়েছে, তদন্তের পর বলা যাবে।
পূর্বপশ্চিমবিডি/জেআর
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/whole-country/174016/নামাজ-শেষে-বাড়ি-ফেরার-পথে-ইমামকে-কুপিয়ে-হত্যা
Post Come trough : PURBOPOSHCIMBD