করোনামুক্ত হলেন এমপি দবিরুল
সারাদেশ
ঠাকুরগাঁও প্রতিনিধিকরোনামুক্ত হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য (এমপি) দবিরুল ইসলাম (৭২)।
রোববার (৬ সেপ্টেম্বার) সন্ধ্যয় এমপি দবিরুল ইসলামের একান্ত সহকারী কামরুজ্জামান শামীম এই তথ্য নিশ্চিত করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে দ্বিতীয় টেস্টে নেগেটিভ রিপোর্ট আসে।
সংসদ সদস্য দবিরুল ইসলামের জৈষ্ঠ্য পুত্র মাজহারুল ইসলাম সুজন বলেন, আল্লাহর রহমতে এমপি মহদোয়ের ২য় করোনা টেস্ট নেগেটিভ এসেছে। তার শরীর এখন অনেক ভালো। এমপি দবিরুল ইসলামের সুস্থতা কামনা করে দোয়া করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুজন।
প্রসঙ্গত, গত মাসের ২৪ আগস্ট রোববার এমপি দবিরুল ইসলাম (৭২) করোনায় আক্রান্ত হলে পরে দিন সকালে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় এপর্যন্ত করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৯৯২ জন, যাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫৯৬ জন এবং মৃত্যু ২০ জন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/2Ff7zB3
Post Come trough : PURBOPOSHCIMBD