করোনা: মৃত্যু সাড়ে ৯ লাখ ছাড়াল
আন্তর্জাতিক ডেস্কপ্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) বিশ্বে মৃতের সংখ্যা ৯ লাখ ৫০ হাজার ছাড়িয়ে গেছে। বৈশ্বিক সংক্রমণও পেরিয়ে গেছে ৩ কোটির গণ্ডি।
ওয়ার্ল্ডো মিটারের শুক্রবার সকালের তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ৯ লাখ ৫০ হাজার ৫৫৫ জন।
এদিকে বৃহস্পতিবার বৈশ্বিক করোনা সংক্রমণ ৩ কোটির গণ্ডি ছাড়িয়ে যায়। বিশ্বে করোনা সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৩ লাখ ৫০ হাজার জনে। সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ২০ লাখের বেশি রোগী।
অন্যদিকে করোনার দৈনিক সংক্রমণ এখনো লাখ ছুঁইছুঁই ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯৬ হাজার ৭৯৩ জন সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১ হাজার ১৭৪ জন।
এছাড়া করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ (সেকেন্ড ওয়েভ) শুরু হয়েছে ইউরোপে। স্পেন এবং ফ্রান্সে দৈনিক সংক্রমণ ১০ হাজার ছাড়িয়ে গেছে। জার্মানিতেও একদিনে ২ হাজারের বেশি সংক্রমিত হয়েছেন।
সংক্রমণ ও মৃত্যুর বৈশ্বিক তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে শনাক্ত ৬৮ লাখ সাড়ে ৪৭ হাজারের বেশি। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ২ হাজারের বেশি মানুষ।
সংক্রমণে দ্বিতীয় আর মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৫২ লাখ ১২ হাজারের বেশি। এখন পর্যন্ত মারা গেছেন ৮৪ হাজার ৪০৪ জন।
মৃত্যুতে দ্বিতীয় আর সংক্রমণে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৫৭ হাজারের বেশি। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ।
পূর্বপশ্চিমবিডি/জেআর
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/173834/করোনায়-মৃত্যু-সাড়ে-৯-লাখ-ছাড়াল
Post Come trough : PURBOPOSHCIMBD