
জম্মু-কাশ্মিরে, সন্ত্রাসবিরোধী অভিযানের সময় ক্ষমতার অপব্যবহারের স্বীকারোক্তি দিলো ভারতীয় সেনাবাহিনী। জানিয়েছে, সশস্ত্র বাহিনীকে দেয়া বিশেষ ক্ষমতা আইনের অপব্যবহারকারী সেনাদের শাস্তির আওতায় আনা হবে।
শুক্রবার এক বিবৃতিতে বলা হয়, ১৮ জুলাই সোপিয়ান জেলার আমসিপোরা গ্রামে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় তিনজন। সেসময় তাদের ‘অজ্ঞাত সশস্ত্র বিদ্রোহী’ বলে পরিচয় দিয়েছিল সেনাবাহিনী।
জানা গেছে, সেনাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে বন্দুকযুদ্ধের নাটক সাজানোর অভিযোগ করেছিল নিহতদের স্বজনরা। এর প্রেক্ষিতে তদন্ত করে কিছু অভিযোগের সত্যতা পায় সেনাবাহিনী। নিহত তিনজনই রাজৌরি জেলার বাসিন্দা। তাদের পরিবারের সদস্য এবং স্থানীয়দের দাবি, সোপিয়ানে মজুর হিসেবে কাজ করতে যাওয়া ৩ জনই ছিলেন নিরস্ত্র।
এদিে সন্ত্রাসী কার্যকলাপে তাদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছে সেনাবাহিনী।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/3coyqHL
Post Come trough : নাচোল নিউজ