প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে হত্যা
দীর্ঘদিন ধরে বখাটে মিজানুর নামে ওই যুবক নীলাকে বিভিন্ন সময় প্রস্তাব দিয়ে আসছিল।
সাভার প্রতিনিধিসাভারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নীলা রায় নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনার পর থেকে অভিযুক্ত যুবক মিজানুর রহমান পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সাভার মডেল থানাধীন পালপাড়া মহল্লার গার্লস স্কুল রোডে এ ঘটনা ঘটে।
নিহত নীলা রায় (১৪) মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকার নারায়ন রায়ের মেয়ে। সে তার পরিবার নিয়ে পৌর এলাকার কাজী মোকমা পাড়ার একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় অ্যাসেড স্কুল নামে একটি বিদ্যালয়ে দশম শ্রেণীতে লেখাপড়া করতো। অভিযুক্ত ঘাতক মিজানুর রহমান চৌধুরী একই এলাকার বাসিন্দা।
নিহতের স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে বখাটে মিজানুর নামে ওই যুবক নীলাকে বিভিন্ন সময় প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু প্রস্তাব প্রত্যাখান করার পরও ওই যুবক নীলাকে উত্যক্ত করত। সবশেষ রোববার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যায় নীলাকে হাসপাতালে অক্সিজেন দিতে নিয়ে যায় তার ভাই অলক। পরে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে পালপাড়া এলাকায় তাদের গতিরোধ করে বখাটে যুবক মিজানুর। এসময় নানা ভয়ভীতি দেখিয়ে অলককে পাঠিয়ে দিয়ে নীলার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মিজানুর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় নীলার মৃত্যু হয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পাভেল মোল্লা স্কুল শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি তাৎক্ষণিক ভাবে নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে রাজি হননি।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/174130/প্রেমের-প্রস্তাবে-রাজি-না-হওয়ায়-স্কুলছাত্রীকে-হত্যা
Post Come trough : PURBOPOSHCIMBD