
জয় দিয়ে এবারের আইপিএল শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। আসরের ১ম ম্যাচে তারা এবারও হারিয়েছে গেলো আসরের ফাইনালে পরাজিত হওয়া মুম্বাই ইন্ডিয়ান্সকে।
আবুধাবিতে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী ছিলেন মুম্বাইয়ের দুই ব্যাটসম্যান কুইন্টন ডি কক আর অধিনায়ক রোহিত শর্মা। ডি ককের ৩৩ আর মিডল অর্ডারের সৌরভ তিওয়ারির ৪২ রানে বড় সংগ্রহের ভিত গড়ে মুম্বাই। তবে শেষ দিকে এনগিডি লুঙ্গির ৩ উইকেট শিকারে ৯ উইকেটে ১৬২ রানের বেশি করতে পারেনি তারা।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারেই ওয়াটসন আর মুরালি বিজয়ের উইকেট হারায় চেন্নাই। তবে ফাফ ডু প্লেসির সাথে ১১৫ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন আম্বাতি রাইডু। ৭১ রান করে রাইডু আউট হলেও ৫৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন ডু প্লেসি।
টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে আজ দুবাইতে মুখোমুখি হবে দিল্লী ক্যাপিটালস আর কিংস ইলেভেন পাঞ্জাব।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/3kzbloA
Post Come trough : নাচোল নিউজ