ভারতে আরো ১১৩৬ জনের মৃত্যু, শনাক্ত ৯২০৭১
আন্তর্জাতিক ডেস্কপ্রাণঘাতী করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ১৩৬ জন মারা গেছেন। একই সময়ে ৯২ হাজার ৭১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৭৯ হাজার ৭২২ জন। শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৮ লাখ ৪৬ হাজার ৪২৭। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৭ লাখ ৮০ হাজার ১০৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৫১২ জন।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, বিহার, উড়িষ্যা, আসাম ও গুজরাট।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২৯ হাজার ৫৩১ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৮ হাজার ৩৮১ জন, কর্ণাটকে ৭ হাজার ২৬৫ জন, অন্ধ্রপ্রদেশে ৪ হাজার ৯১২ জন এবং দিল্লিতে ৪ হাজার ৭৪৪ জন।
করোনাভাইরাস মহামারিতে এশিয়ায় সবচেয়ে বিপর্যস্ত রাষ্ট্র ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই দেশটির অবস্থান।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/173335/ভারতে-আরো-১১৩৬-জনের-মৃত্যু,-শনাক্ত-৯২০৭১
Post Come trough : PURBOPOSHCIMBD