
করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়ালো। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬৭ লাখের বেশি মানুষ। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় প্রায় ৬ হাজার প্রাণহানি হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ২ লাখ ৭৫ হাজার।
এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত ৯ লাখ ৩৮ হাজার, মোট আক্রান্ত ২ কোটি ৯৭ লাখের বেশি।
ভারতে করোনা সংক্রমণ ছাড়িয়েছে ৫০ লাখ। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৯১ হাজারের বেশি রোগী। নতুন ১ হাজার ২৮৩ জন নিয়ে দেশটিতে প্রাণহানি ৮২ হাজারের বেশি।
যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে টানা ৩ দিন কম থাকার পর মঙ্গলবার আবারো বেড়েছে মৃতের সংখ্যা। দুই দেশেই গত ২৪ ঘণ্টায় ১১শর বেশি মানুষ মারা গেছে। যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ নিয়ন্ত্রনে না আসায় নভেম্বর মাস পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কানাডা।
করোনার বিস্তার বাড়ায় গ্রিসের এথেন্সে কড়াকড়ি আরোপ করা হয়েছে। আর অর্থনীতি বাঁচাতে অভ্যন্তরীণ ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে অফিস আদালত খুলে দিয়েছে জিম্বাবুয়ে।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3kn1IZM
Post Come trough : নাচোল নিউজ