ফোন কেনার আগে বৈধতা যাচাইয়ের পরামর্শ
জাতীয়
নিজস্ব প্রতিবেদকমোবাইল ফোন কেনার আগে বৈধতা যাচাইয়ের পরামর্শ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ বিষয়ে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি।
সোমবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।
বিটিআরসির স্পেকট্রাম বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল ফোন কেনারা আগে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি নম্বরের (আইএমইআই) মাধ্যমে সেটটির বৈধতা যাচাই করে নিতে হবে। বিক্রেতার কাছ থেকে কেনার রশিদ গ্রহণ তা সংরক্ষণ করতে হবে।
মোবাইল ফোনের বৈধতা যাচাই এর পদ্ধতি হলো—মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে KYD স্পেস ১৫ ডিজিটের আইএমইআই (IMEI) নম্বর লিখে 16002 তে পাঠাতে হবে।
মোবাইল বক্সে প্যাকেটে প্রিন্টেড স্টিকার থেকে অথবা *#06# ডায়াল করার মাধ্যমে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট হ্যান্ডসেটের আইএমইআই জানা যাবে।
নকল আইএমইআই সম্বলিত মোবাইল হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্ক সংযুক্ত হলে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রারের (এনইআইআর) মাধ্যমে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।
এর আগেও একাধিকবার ফোন কেনার আগে বৈধতা যাচাইয়ের বিষয়ে সতর্ক করেছিল বিটিআরসি।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/174148/ফোন-কেনার-আগে-বৈধতা-যাচাইয়ের-পরামর্শ
Post Come trough : PURBOPOSHCIMBD