অব্যাহতির ৫ দিন পরেও ওয়েবসাইটে গবি রেজিস্ট্রারের নাম!
শিক্ষা
গবি প্রতিনিধিছাত্রীর সাথে অশ্লীল ফোনালাপসহ বিভিন্ন অভিযোগে অব্যাহতির ৫ দিন পরেও সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেনের নাম ওয়েবসাইট থেকে সরানো হয়নি। গত শনিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের জরুরী সভায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পূর্বের মতোই ওয়েবসাইটে তার নাম লক্ষ্য করা যায়। অব্যাহতির পরও ওয়েবসাইটে তার নাম থাকায় ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া ওয়েবসাইটে আলাদাভাবে রেজিস্ট্রারের অব্যাহতির কোনো বিজ্ঞপ্তি দেয়া হয়নি। শিক্ষার্থীরা এ ধরণের অসঙ্গতির দ্রুত পরিবর্তন চান।
জানা যায়, গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক ছাত্রীর সাথে রেজিস্ট্রারের অশ্লীল, কুরুচিপূর্ণ কথাবার্তা সম্বলিত ২৬ মিনিট ৩২ সেকেন্ডের একটি ফোনালাপ ফাঁস হয়। এ ঘটনার পর থেকে ক্যাম্পাসে তোলপাড় শুরু হয়। অবস্থার প্রেক্ষিতে জরুরী সভা আহ্বান করে ট্রাস্টি বোর্ড।
এ ঘটনায় ৩ দিনের মাঝে রেজিস্ট্রারকে বরখাস্তের দাবি জানিয়ে ৯ সেপ্টেম্বর ট্রাস্টি বোর্ডকে লিখিত বিবৃতি দেয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। এছাড়া উনাকে বরখাস্ত এবং ঘটনার তদন্তের দাবি জানায় বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন অগ্নিসেতু, সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার ও ডিবেটিং সোসাইটি।
সার্বিক বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ডা. লায়লা পারভীন বানুর সাথে পরপর তিনদিন যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/education/173837/অব্যাহতির-৫-দিন-পরেও-ওয়েবসাইটে-গবি-রেজিস্ট্রারের-নাম!
Post Come trough : PURBOPOSHCIMBD