আহমদ শফীকে নিয়ে কটূক্তির মামলায় আহলে সুন্নতের উপদেষ্টা গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধিসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে আহলে সুন্নত ওয়াল জামাতের উপদেষ্টা আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় রোববার (২০ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার ফতুল্লার মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন।
তিনি বলেন, আহমদ শফীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় দেওভোগ মাদ্রাসার খতিব হারুন অর রশীদ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আদালত সোমবার শুনানির দিন ধার্য করে তাকে জেলহাজতে পাঠানো আদেশ দিয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/174125/আহমদ-শফীকে-নিয়ে-কটূক্তির-মামলায়-আহলে-সুন্নতের-উপদেষ্টা-গ্রেপ্তার
Post Come trough : PURBOPOSHCIMBD