নাশকতা ও পুলিশের ওপর হামলা: ছাত্রদল নেতা গ্রেপ্তার
নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগের মামলায়...
ফেনী প্রতিনিধিনাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগের মামলায় ফেনীর সোনাগাজীতে জসিম উদ্দিন (৩০) নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক। সোমবার রাতে পৌর শহরের পশ্চিম বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরশহরের পশ্চিম বাজার এলাকা থেকে ছাত্রদল নেতা জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় নাশকতা ও পুলিশের উপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে।
মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে।
জানতে চাইলে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খুরশিদ আলম বলেন, জসিম উদ্দিন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক। সে কোন প্রকার অপরাধের সঙ্গে জড়িত ছিল না। পুলিশ তাঁকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে। জসিম রাজনৈতিক প্রতিপক্ষের চক্রান্তের শিকার হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/174359/নাশকতা-ও-পুলিশের-ওপর-হামলা:-ছাত্রদল-নেতা-গ্রেপ্তার
Post Come trough : PURBOPOSHCIMBD