বড় জয় দিয়ে মৌসুম শুরু করলো চেলসি
স্পোর্টস ডেস্কইংলিশ প্রিমিয়ার লিগে ২০২০/২১ মৌসুমের শুরুটা দাপুটে জয় দিয়ে করেছে চেলসি। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে নিজেদের প্রথম ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ল্যাম্পার্ডের দল।
ব্রাইটনের মাঠে ম্যাচের ২৩তম মিনিটে জোর্গিনহোর পেনাল্টি থেকে এগিয়ে যায় চেলসি। তবে দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। ৫৪তম মিনিটে ল্যাম্পটির পাস থেকে ব্রাইটনকে সমতায় ফেরান ট্রোসার্ড।
তবে এর ২ মিনিট পরেই ফের এগিয়ে যায় চেলসি। জোর্গিনহোর পাস থেকে জেমস বল জড়িয়ে দেন প্রতিপক্ষের জালে। ৬৬তম মিনিটে জেমসের পাস থেকে ব্যবধানটা ৩-১ করেন জোমা।
প্রথম জয়ে ৩ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছে চেলসি। ব্লুজরা পরের ম্যাচে নিজেদের মাঠে মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন লিভারপুলের।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/sports/173463/বড়-জয়-দিয়ে-মৌসুম-শুরু-করলো-চেলসি
Post Come trough : PURBOPOSHCIMBD