নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ফুফার বাড়ি বেড়াতে এসে বজ্রপাতে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ সময় ফুফু ও ফুফাতো বোন আহত হন।
মৃত কিশোরী হচ্ছে,কানসাট ইউনিয়নের বাগদুর্গাপুর এলাকার তরিকুল ইসলামের মেয়ে তাসলিমা।
সোমবার রাতে দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য সাহাবুন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বিকেলে শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের একলাসপুর গ্রামে ফুফুর বাড়ি বেড়াতে এসে একটি আম বাগানে ফুফু ও ফুফাতো বোন কাঁথা তৈরির কাজ করছিল তাসলিমা।
একই সঙ্গে তার কাজ করছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাসলিমার। এতে ফুফু রোজলিমা বেগম ও ফুফাতো বোন আকাশি আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাসলিমার লাশ বাবা তরিকুল ইসলাম নিজ গ্রামের বাড়িতে নিয়ে যান।- কপোত নবী।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3bIqWif
Post Come trough : নাচোল নিউজ