ফুটবল খেলা নিয়ে মারামারিতে ১ জন নিহত
মাগুরা প্রতিনিধিমাগুরার মহম্মদপুর উপজেলায় ফুটবল খেলায় রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে দুইপক্ষের মারামারিতে একজন নিহত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুমরুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মারামারি হয়। মারামারিতে আহত এলাহী মোল্যা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মারা যান।
নিহত এলাহী মোল্যা উপজেলার দীঘা ইউনিয়নের কুমরুল গ্রামের বাসিন্দা।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কাজী আবু আহসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক বিশ্বাস জানান, কুমরুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকেলে স্থানীয় ফকির গোষ্ঠী ও মোল্যা গোষ্ঠীর সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় রেফারির একটি বিতর্কিত গোলের সিদ্ধান্ত নিয়ে দুইপক্ষের কয়েকজন মারামারিতে জড়িয়ে পড়ে। এতে এলাহী মোল্যা আহত হন।
তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর রাত সাড়ে ৮টার দিকে মৃত্যু হয় বলে জানান তিনি।
নিহত এলাহী মোল্ল্যার বড় ছেলে আরব আলী অভিযোগ করেন, তার বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওসি তারেক বিশ্বাস জানান, ময়না তদন্তের জন্য লাশ মাগুরার মর্গে পাঠানো হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/174477/ফুটবল-খেলা-নিয়ে-মারামারিতে-১-জন-নিহত
Post Come trough : PURBOPOSHCIMBD