প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বার্সা
স্পোর্টস ডেস্কলা লিগায় বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রথম ম্যাচে মাঠে নামার আগে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে প্রস্তুতি ম্যাচে তারাগোনার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা।
এ ম্যাচে সব খেলোয়াড়কে বাজিয়ে দেখেন কোচ রোনাল্ড কোম্যান। ৪-২-৩-১ ফরম্যাটে মাঠে নামান শিষ্যদের। ইনজুরি কাটিয়ে লম্বা সময় পর মাঠে নামেন দেম্বেলে। পাঁচ মিনিটের মাথায় গোলরক্ষকের পায়ের ফাঁকা দিয়ে বল জালে পাঠান।
১৭ মিনিটের মাথায় গ্রিজমান পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান। তাতে ২-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় কাতালানরা।
বিরতির পর বিকল্প লাইন-আপ মাঠে নামান কোম্যান। এই অর্ধে ফিলিপে কৌতিনহো পেনাল্টি থেকে গোল করেন। দ্বিতীয়ার্ধে দারুণ খেলেন ব্রাজিলিয়ান এই তারকা।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/sports/173235/প্রস্তুতি-ম্যাচে-জয়-পেয়েছে-বার্সা
Post Come trough : PURBOPOSHCIMBD