আজকের রাশিফল
পূর্বপশ্চিম ডেস্কআজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতব্যক্তি, আপনার ওপর আজ বোধন শক্তির কারক বুধ, ন্যায়ের দেবতা শনি মহারাজ ও দেবগুরু বৃহস্পতির প্রভাব বিদ্যমান।
আপনার সঙ্গে কুম্ভ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে, শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষè নজর রাখা সমীচীন হবে। সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করার আবশ্যকতা রয়েছে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
বেকার যুবক যুবতীদের মুখে হাসি ফুটবে, গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন অচিরেই পূরণের দিকে ধাবিত হবে, শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটতে বাধ্য হবে। ব্যবসা বাণিজ্যে বাড়তি চাপ বর্তাতে পারে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে, দাম্পত্য সুখশান্তি প্রতিষ্ঠার পথ সুগম হবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হতে পারেন।
মিথুন [২১ মে-২০ জুন]
ভাইবোনদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। প্রেমীযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। দীর্ঘদিনের ঋণের বোঝা নামতে পারে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। প্রেমীযুগল সাবধানে চলুন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
হাত বাড়ালেই সফলতা ধরা দেওয়ায় দিনটি বেশ মৌজমাস্তিতে কাটবে, দাম্পত্যজীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
শুভাশুভ মিশ্রফল প্রদান করবে, যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাত থাকবে শূন্য, পরিবারের কোনো সদস্যের আকস্মিক শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে। মামলা মোকদ্দমা ও কোর্টকেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু ফল হবে না।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস, পাওনা টাকা আদায় হবে, এমনকি ঋণমুক্তির জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে, প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ বিনিয়োগ বন্ধুত্ব শুভফল প্রদান করবে, মামলা মোকদ্দমায় জয়লাভ করার সম্ভাবনা প্রবল, শত্রুরা পরাস্ত হতে বাধ্য হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে, নিত্যনতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে, বিবাহযোগ্যদের বিবাহের পূর্ব প্রস্তুতি নেওয়া সমীচীন হবে, শিক্ষার্থীদের হাতে বহু সুযোগ আসবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরণ স্পর্শ করবে, যে কাজে হাত দেবেন তাতেই বেশি সফলতা প্রাপ্ত হবেন। বাণিজ্যিক সফর লাভদায়ক এমনকি ভ্রমণকালীন পরিচয় বন্ধুত্বে রূপ নেবে, সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে, এমনকি কোনো না কোনো পুরস্কার পাবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে, ব্যবসা বাণিজ্যে শ্রম অনুপাতে ফল লাভ করা কঠিন হবে, অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে হাজির হবে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। দ্রুতগতির বাহন বর্জন করুন।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। প্রেমীযুগলের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে, নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো শুভ সংবাদ প্রাপ্ত হবেন।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখা সমীচীন হবে, দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ন হয়ে পড়তে পারে। সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয়-পরিজনরা দূরে থেকে মজা দেখবে। অবশ্য শ্রমিক কর্মচারীদের মনে মালিকপ্রীতি দেখা দেবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/feature/172651/আজকের-রাশিফল
Post Come trough : PURBOPOSHCIMBD