
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় একই দিনে দুইটি বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।সোমবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়। প্রথমে বিকাল ৫.০০ টায় সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌরসভার চালা এলাকায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী (১৩) এর সাথে বেলকুচি পৌরসভার চরচালা এলাকার তাত শ্রমিক (২৩) এর এবং রাত ৮.০০ টায় বেলকুচি পৌরসভার চরদেলুয়া এলাকার দশম শ্রেনীর ছাত্রী (১৫) এর সাথে ভাংগাবাড়ী ইউনিয়নের আদাচাকী গ্রামের কাপড় ব্যবসায়ী (২৫) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার বিকাল হতে গভীর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়। দুটি বাল্যবিবাহেই কনে অপ্রাপ্তবয়স্ক ।বাল্যবিবাহগুলো বন্ধ করে প্রত্যেক প্রযোজ্যক্ষেত্রে কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয় এবং বর ও কনের অভিভাবকদের কাছ থেকে মোট পনের হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন পেশকার মোঃ হাফিজ উদ্দিন,বেলকুচি থানা পুলিশের সদস্যবৃন্দ ও আনসার সদস্যবৃন্দ।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2EmpdD0
Post Come trough : নাচোল নিউজ