শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো নেপাল
আন্তর্জাতিক ডেস্কশক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে দেশটির কেন্দ্রীয় অঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ মাত্রার।
২০১৫ সালের ভূমিকম্প এবং বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত সিন্ধুপালচক জেলার রামছে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। কম্পনের কয়েক মিনিট পর নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার (এনএসসি) টুইট করে জানায়, ভোর ৫টা ১৯ মিনিটে সিন্ধুপালচক জেলার রামছের আশেপাশে ৬ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে।
দেশের দক্ষিণের বেশিরভাগ অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে। এনএসসির প্রধান ভূতত্ত্ববিদ বিজয় অধিকারী ফোনে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানান, ২০১৫ সালের ভূমিকম্পের ধারাবাহিক পরাঘাতের একটি এটি।
ভূমিকম্পের কেন্দ্রস্থল কিংবা এর আশেপাশে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিন্ধুপালচকের পুলিশ সুপার রাজন অধিকারী বলেছেন, কম্পন অনুভূত হওয়ার পর থেকে আমরা কোনও ক্ষয়ক্ষতি বা কারও প্রাণহানির খবর পাইনি। কোনও দুর্ঘটনা ঘটেছে কিনা কিংবা কারও সহায়তা প্রয়োজন কিনা তা জানতে আমরা প্রত্যেক ওয়ার্ডের সঙ্গে যোগাযোগ করছি। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাইনি।
২০১৫ সালে হিমালয়ান দেশটিতে ৭.৯ মাত্রার ভূমিকম্পে ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল এবং হাজার হাজার মানুষ আহত হন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই সিন্ধুপালচকে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/173583/শক্তিশালী-ভূমিকম্পে-কাঁপলো-নেপাল
Post Come trough : PURBOPOSHCIMBD