অসুস্থতার বিষয়ে জানতে তামিমকে আরো অপেক্ষা করতে হবে
স্পোর্টস ডেস্কবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল শনিবার লন্ডন থেকে দেশে ফিরেছেন।
বেশকিছুদিন ধরে ব্যথায় ভোগা তামিম ইকবাল সেখানে চিকিৎসক দেখাতে গিয়েছিলেন। তবে তার এই অসুস্থতার বিষয়ে বিস্তারিত জানতে তাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
লন্ডনে যাওয়ার আগে ঢাকায় বেশকিছু পরীক্ষা করান তামিম। তবে চিকিৎসক অসুস্থতার বিষয়ে কিছু জানাতে পারেনি।
এ বিষয়ে তামিম বলেন, লন্ডনে কিছু পরীক্ষা করেছি। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে ফলাফল জানতে পারবো। চিকিৎসক আমাকে ঢাকায় ফিরতে বলেছে, রিপোর্ট পেলেই তারা আমাকে জানাবে।
তারা আমাকে ইমেইলের মাধ্যমে পরামর্শ দেবে। যদি অপারেশনের প্রয়োজন হয় তাহলে আমাকে লন্ডনে যাওয়া লাগতে পারে। এখন অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই, যোগ করেন তিনি।
পূর্বপশ্চিমবিডি/জেডআই
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/3fp2YsH
Post Come trough : PURBOPOSHCIMBD