ভারতে শনাক্তের নতুন রেকর্ড, মৃত্যু ৯৭৭
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্কপ্রাণঘাতী করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৯৭৭ জন মারা গেছেন। একই সময় রেকর্ড সর্বাধিক ৬৯ হাজার ৬৫২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
ভারতে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ৫৩ হাজার ৮৬৬ জন। শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৮ লাখ ৩৬ হাজার ৯২৫। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ৯৬ হাজার ৬৬৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৭৯৪ জন। সুস্থতার হার ৭৩ দশমিক ৯ শতাংশ।
করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম ও গুজরাট।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২১ হাজার ৩৩ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৬ হাজার ১২৩ জন, কর্ণাটকে ৪ হাজার ৩২৭ জন এবং দিল্লিতে ৪ হাজার ২৩৫ জন।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/2EckjIL
Post Come trough : PURBOPOSHCIMBD