খাবার ও প্যাকেজিংয়ের মাধ্যমে করোনা ছড়ায় না: ডব্লিউএইচও
আন্তর্জাতিক ডেস্ককরোনা মহামারির এই সময়ে বাইরের খাবার খেতে কিংবা বাইরে থেকে অর্ডার করে খাবার খাওয়ার আগে বারবার মানুষের সামনে একটি প্রশ্ন চলে আসে। এর মধ্যে করোনা নেই তো? বিষয়টি নিয়ে অভয় দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা (ডব্লিউএইচও)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডব্লিউএইচও জানিয়েছে, খাবার মোড়কীকরণ অর্থাৎ প্যাকেজিং কিংবা প্যাকেটজাত খাবারের মাধ্যমে করোনাভাইরাস ছড়ায় না। খবর আল জাজিরার।
জেনেভায় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কার্যক্রমের প্রধান ডা. মাইক রায়ান বলেছেন, মানুষের খাবারকে ভয় পাওয়া উচিত নয়। ভয় পাওয়া উচিত নয় খাবারের প্যাকেজিংকে কিংবা ডেলিভারি দেওয়া খাবারে। খাবার কিংবা ফুড চেনের মাধ্যমে করোনা ছড়ানোর কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। এক্ষেত্রে মানুষের বাইরের খাবার খেতে স্বাচ্ছন্দ্যবোধ করা উচিত। নিরাপদ বোধ করা উচিত।
সম্প্রতি চীনের দুটি শহর থেকে অভিযোগ উঠেছে যে ব্রাজিল ও ইকুয়েডর থেকে আমদানি করা খাবারে করোনাভাইরাসের অস্বিস্ত্ব পেয়েছে। এরপর থেকে একটা ভীতি ছড়িয়ে পড়েছিল যে খাদ্য সরবরাহের মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে। বিষয়টি এবার পরিস্কার করলো জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক বিশেষায়িত সংস্থাটি।
পূর্বপশ্চিমবিডি/এসএম
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/2Fp0yxV
Post Come trough : PURBOPOSHCIMBD