ভারতে করোনায় আক্রান্ত ৩০ লাখ ছাড়িয়েছে
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্কভারতে উদ্বেগজনক হারে করোনার সংক্রমণ বাড়ছে। প্রতিদিনই অর্ধলাখের বেশি রোগী শনাক্ত হচ্ছে। এর ফলে শনিবার (২২ আগস্ট) করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে।
২০ লাখ আক্রান্তের মাত্র ১৫ দিনেই করোনা পজিটিভের সংখ্যা ৩০ লাখ ছাড়ালো। সরকারি হিসাবে ৭ আগস্টের পর থেকে ২০ লাখের বেশি রোগী পাওয়া গেছে।
শনিবার সকালে সর্বশেষ বুলেটিনে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ২৯ লাখ ৭৫ হাজার ৭০১ জন। রাতে বেড়ে তা দাঁড়ায় ৩০ লাখ ৫ হাজার ২৮১ জনে। একদিনে সর্বোচ্চ ৬৯ হাজার ৮৭৮ জনের পজিটিভ হয়।
আক্রান্তের হিসাবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে ভারত। দেশটিতে গত ১৮ দিন ধরে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ হয়েছে।
ভারতে সবচেয়ে মারাত্মক অবস্থা মহারাষ্ট্র রাজ্যে। সেখানে ৬ লাখ ৫৭ হাজার ৪৫০ জনের করোনা হয়েছে। এর পরে আছে তামিলনাড়ু (৩৭৩৪১০) ও অন্ধ্র প্রদেশ (৩৪৫২১৬)।
পূর্বপশ্চিমবিডি/এসএম
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/3l8JIne
Post Come trough : PURBOPOSHCIMBD