শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু
মুন্সিগঞ্জ প্রতিনিধিমুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ী পর্যন্ত নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে পদ্মায় তীব্র স্রোতের কারণে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল।
শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসি'র ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, ভোর সাড়ে ৫টায় চারটি ছোট ফেরি চালুর মাধ্যমে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে পদ্মার তীব্র স্রোতের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ফেরিতে করে অনেকে নদী পার হচ্ছেন। শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় তেমন গাড়ি নেই। তবে কাঁঠালবাড়ী ঘাটে যাত্রীদের ভিড় রয়েছে। বর্তমানে এক নম্বর ফেরিঘাট দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করছে ফেরিগুলো। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় ৩০টির মতো গাড়ি রয়েছে।
বিআইডাব্লিউটিএ'র নৌ পরিদর্শক মো. সোলেমান জানান, সকাল থেকে লঞ্চ চলাচল করছে। যাত্রীদের উপস্তিতিও বেশি।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/3gHtcIs
Post Come trough : PURBOPOSHCIMBD