মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যুবক নিহত
স্পিড ব্রেকারের সামনে ব্রেক করলে জামান মোটরসাইকেল থেকে পড়ে যায়।
নিজস্ব প্রতিবেদকরাজধানীতে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে জামান (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাত ১১টার দিকে বাড্ডায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বন্ধু মোটরসাইকেল চালক গোপাল চন্দ্র নাথ বলেন, আমরা রাত ১১টার দিকে গুলশান থেকে বাসার দিকে যাচ্ছিলাম। মধ্য বাড্ডা অতিক্রম করার সময় স্পিড ব্রেকারের সামনে ব্রেক করলে জামান মোটরসাইকেল থেকে পড়ে যায়। সে মাথায় গুরুতর আঘাত পায়। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বাড্ডা থানায় বিষয়টি জানানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/3gTMEl0
Post Come trough : PURBOPOSHCIMBD