ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, ফাঁকা গুলি, আহত ৮
ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সারাদেশ
নোয়াখালী প্রতিনিধিনোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরএলাহী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে। এমনকি কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছুড়েছে এক পক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, চরএলাহী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোহান মাহমুদ ফয়সল’র সাথে ছাত্রলীগ কর্মী তামিম’র সাথে ফেসবুকের কমেন্ট নিয়ে আগে থেকে বিরোধ চলে আসছিল। পরে রাত ৮টার দিকে ছাত্রলীগ কর্মী তামিম চরএলাহী বাজারে এলে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোহান মাহমুদ ফয়সল ও তার সাঙ্গপাঙ্গরা তাকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে এ ঘটনার জের ধরে চরএলাহী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক’র ছেলেকে ইউনিয়ন আ’লীগের সভাপতি সাহাব উদ্দিন মেম্বার’র ছেলে ইব্রাহীম কিল,ঘুষি দেয়। এর জের ধরে চেয়ারম্যান গ্রুপ ও ইউনিয়ন আ’লীগের সভাপতি সাহাব উদ্দিন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হক ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তবে এ ঘটনায় কেউ কোন অভিযোগ দায়ের করেননি।
পূর্বপশ্চিমবিডি/এসএম
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/2PcLFjU
Post Come trough : PURBOPOSHCIMBD