করাচিতেই আছে দাউদ ইব্রাহিম, স্বীকার করলো পাকিস্তান
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্কদীর্ঘদিনের মিথ্যাচারের পরে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে আশ্রয় দেওয়ার অভিযোগ স্বীকার করে নিল পাকিস্তান। ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টে থাকা দাউদ করাচিতে ঘাঁটি গেড়ে আছে বলে শনিবার (২২ আগস্ট) ইসলামাবাদ ঘোষণা করেছে।
১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণসহ সীমান্ত অপরাধের একাধিক মামলায় ভারতের পুলিশের খাতায় দাউদ মোস্ট ওয়ান্টেড। বিদেশে পালিয়ে যাওয়ায় ভারতীয় গোয়েন্দারা এখনও তার নাগাল পাননি।
এই মোস্ট ওয়ান্টেড জঙ্গি করাচিতে বহাল তবিয়তে রয়েছে বলে দীর্ঘদিন থেকে দাবি করে আসছে নয়াদিল্লি। শুধু তাই নয়, পাকিস্তান গুপ্তচর সংস্থা আইএসআই তাকে সুরক্ষাবলয় দিচ্ছে বলেও বিভিন্ন সময়ে বিভিন্ন নথি-প্রমাণ পেশ করে ভারত জানিয়ে আসছে।
আর সেই কারণে দাউদকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য অতীতে একাধিকবার পাকিস্তানের কাছে আর্জি জানিয়েছে নয়াদিল্লি। ভারতের আর্জিতে সাড়া দেওয়া দূর অস্ত, ইসলামাবাদ কখনও এটা স্বীকার করেনি দাউদ ইব্রাহিম সপরিবারে সেখানে রয়েছে।
এতদিন মিথ্যাচার করলেও আন্তর্জাতিক চাপের মুখে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হল ইমরান খান সরকার। এফএটিএফ’র কালো তালিকা এড়াতে বাধ্য হয়ে এ কথা স্বীকার করল তারা।
আর্থিক তছরুপ, সন্ত্রাসবাদীদের আর্থিক মদতের মতো ঘটনা আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় বড় বিপদ হয়ে দেখা দিয়ে। এই পরিস্থিতি মোকাবিলায় ১৯৮৯ সালে বিভিন্ন দেশের সরকার ঐক্যবদ্ধ হয়ে এফএটিএফ গঠন করে। সন্ত্রাসবাদীদের আর্থিক মদত বন্ধে পদক্ষেপ না করার জন্য গত বছরের জুনে পাকিস্তানকে ‘ধূসর তালিকা’ (গ্রে লিস্ট) অন্তর্ভুক্ত করা হয়েছিল।
এবার তাদের কালো তালিকাভুক্ত করার জোরাল দাবি উঠেছে। আর তা হলে অর্থনৈতিকভাবে বিশ্বে কোণঠাসা হয়ে পড়বে ইমরান খানের দেশ। যা ঠেকাতে মরিয়া তারা।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/3hnHiPg
Post Come trough : PURBOPOSHCIMBD