কাশিমপুর কারাগার থেকে কয়েদি উধাও
নিজস্ব প্রতিবেদকগাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কয়েদি আবু বকর সিদ্দিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় লকাপের পর থেকে খোজাঁখুজি করে রাত সাড়ে ১২ টা পযর্ন্ত তাকে কারাগারের ভেতরে কোথাও খুজেঁ পাওয়া যায়নি। কারাগারের একজন কমর্কতা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
কাশিমপুর-২ কারাগারের কয়েদি আবু বকর সিদ্দিক ২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে এসেছিলেন ফাঁসির আসামি হিসেবে। ২০১২ সালের ২৭ জুলাই তার সাজা সংশোধন করে তাকে যাবজ্জীবন দেওয়া হয়। আবু বকর সিদ্দিকের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার আবাদ চন্ডীপুরে।
কাশিমপুর কারাগার সূত্র জানায়, কাশিমপুর অনেক বড় কারাগার । কোথাও লুকিয়ে থাকতে পারে। ২০১৫ সালের ১৩ মে সন্ধ্যায়ও তিনি আত্নগোপন করে সেল এলাকায় সেফটি ট্যাংকির ভেতরে লুকিয়ে ছিলেন। অনেক খোঁজাখুজি শেষে পরদিন তাকে একটি ট্যাংকির ভেতর থেকে উদ্ধার করা হয়। এবারও তা হতে পারে।
পূর্বপশ্চিমবিডি/এসএস
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/3a1SXQU
Post Come trough : PURBOPOSHCIMBD