বিশ্বে করোনায় মৃত্যু ৭ লাখ ছাড়ালো
নভেল করোনাভাইরাসে গোটা পৃথিবীতে মৃত্যুর সংখ্যা সাত লাখ ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী বুধবার (৫ আগস্ট) সকাল আটটা পর্যন্ত ৭ লাখ ৪ হাজার ৩৩১ জনের মৃত্যু হয়েছে।
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্কনভেল করোনাভাইরাসে গোটা পৃথিবীতে মৃত্যুর সংখ্যা সাত লাখ ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী বুধবার (৫ আগস্ট) সকাল আটটা পর্যন্ত ৭ লাখ ৪ হাজার ৩৩১ জনের মৃত্যু হয়েছে।
মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮৭ লাখ ১১৬ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ১৯ লাখ ১৫ হাজার ৪১ জন।
জুলাই মাসে করোনা সবচেয়ে বেশি ভোগানোর পর আগস্টেও একই ধারা অব্যাহত। গত মাসে প্রায় ৭০ লাখ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়!
৩০ ডিসেম্বর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুষ্ঠানিক হিসাব শুরু হওয়ার পর বিশ্বব্যাপী করোনা রোগীর সংখ্যা কোটি ছাড়ায় জুনের শেষ দিকে। এরপর শুধু জুলাই মাসেই ৬৯ লাখ ৪১ হাজার ৫২০ জন নতুন রোগটিতে পজিটিভ হিসেবে শনাক্ত হন।
ডব্লিউএইচও’র দিনভিত্তিক হিসাব পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে, গত ২০ দিনে করোনা বেশি ছড়িয়েছে। এই সময়ে প্রতিদিন দুই লাখের বেশি করে মানুষ কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।
পূর্বপশ্চিমবিডি/এইচ
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/3k6WiD7
Post Come trough : PURBOPOSHCIMBD