মৃৎশিল্পের দোকান। দোকানে রয়েছে নানারকম মাটির তৈরি শিল্পকর্ম। যার প্রতিটি মাটির তৈরির পণ্যে রয়েছে আকর্ষণীয় নকশা। এমনকি এই নকশার মাধ্যমে মাটির তৈরি জিনিসে ফুটিয়ে তুলেছে আমাদের দেশের গ্রামীণ জীবন। এইসব নকশা দেখে যে কোনো ক্রেতার দৃষ্টি আকর্ষিত হয়। মাটির তৈরির জিনিসপত্রগুলো ছোট থেকে শুরু করে বড়দের কাছে খুব জনপ্রিয়। ঢাকা বাজার - Dhaka Bazar অনলাইন শপ এ রয়েছে মাটির তৈরি জিনিসপত্রের মধ্যে রয়েছে মাটির সিরামিক্স, ফুলদানি, ফুলের টব, কলমদানি, পটারি, হাঁড়ি, পাতিল, অ্যাসট্রে, থালা ইত্যাদি। শৌখিন ব্যক্তিদের মন আকৃষ্ট করার মতো সকল উপকরণ রয়েছে এখানে। প্রিয়জনকে পহেলা বৈশাখ উপলক্ষ্যে উপহার দিন এবং পহেলা বৈশাখ এর আনন্দটি ভাগ করে নিন মা আর মাটির সাথে। আমাদের সংরক্ষণ আর একটু আকর্ষণ হয়ত প্রাণ ফিরে পেতে পারে মৃৎশিল্প, আগামী প্রজন্মকে যেন হারাতে না হয় এই ঐতিহ্য। #savepottery #tradition #বাংলা #আমার_ঐতিহ্য #pahela_boishakh #পহেলা_বৈশাখ #মৃৎশিল্প

(RSS generated with
FetchRss) ঢাকা বাজার on Facebook http://bit.ly/2odKggh
(RSS generated with